03/12/2024
এইভাবে কেটে গেলে ১৫ দিন পড়ে বলে এতো তাড়াতাড়ি বিয়ে না করতাম ভালো ছিলো সব দোষ আমার আমি নাকি জুরে বিয়ে করছি এইভাবে প্রায় সময় আমাকে দোষ দেয় বলে বলছি চাকরি করার জন্য করো না আয় কোথায় থেকে আসবে বালের থেকে তখন বলাম আমার শরীরের শয় না না হলে করতাম এইভাবে চলে যায় আর জগরা লাগলেই বলে এইখানে থাকলে আমার কথা শুনে থাকবি না হলে তর বাড়ি চলে যা,পরিবারের ইচ্ছে বিয়ে করলে চলে যেতাম, আসলে সত্যি বলতে মেয়েদের নিজের ঘর বলতে কিছু হয়না বাবা মা বলে জামাই বাড়ি গিয়ে যা ইচ্ছে কর গিয়ে জামাই বলে বাপের বাড়ি গিয়ে তর ইচ্ছে মতো চল তো আমরা মেয়েরা যাবো কোথায় সত্যি বলতে মেয়েদের নিজের ঘর বা ইচ্ছের কোনো দাম নেই, ৫ মাস হয়ে গেছে বিয়ের মাঝে মাঝে মা'ইর ও দেয় আবার বাসা থেকে চলে যাওয়ার কথা ও বলে কই যাবো যে কাজ করছি কাকে এই মুখ দেখাবে তাও আর কোথাও যায় নাই যাওয়ার মতো কোনো জায়গা নেই তাই বিয়ের ৫ মাস পর এক দুই দিন মা,র সাথে কথা হয়ছিলো তার ওরে বলি বাপের বাড়ি যাওয়ার কথা যেতে দেয়না বলছে থাকলে ওর কথা মতো থাকতাম না হলে গেলে একবারে বাপের বাড়ি যেতাম বাবা নিজে কিছু করে না ভাই চালায় গেলেও কতদিন বসিয়ে খাওয়াবে তাই আর যাওয়ার হয়না ৬ মাস হয়ে যাওয়ার পড় সারা দিন ঘরে থাকতে বিরক্ত লাগে বাড়ির কথা প্রতি দিন মনে পড়ে বোনকে ঢাকায় নিয়ে আসতে বলছি প্রথম বলে নেই কিছু আমার বোন ও বলছে আসবে সেও আশা করে বসে আসে পরিক্ষা শেষ হলে আমার কাছে আসবে তার জামাই বলে আগে বাড়িতে আসবে তারপর ঢাকা তারপর ওর মা,সাথে কথা বলছে বলছে বাড়ি যাবো ১৩ তারিখে ডিসেম্বর মাসে তারপর কয়েক দিন যাওয়ার পর বলে আমি বলছি বোন কে ঢাকায় নিয়ে আসবা দিয়ে আসলে তো আরও টাকা লাগবে বলে তোমার কি রং লাগছে ঢাকায় নিয়ে আসতে হবে কেন তারপর শুনে আরও কষ্ট পেলাম নিজের অনেক আশা করছি বোন ও আশা করে বসে আছে এখন ওকে না করি কেমনে ডিসেম্বর মাসের ৩ তারিখ আজকেও আমাকে মারছে বাসায় থেকে চলে যাওয়ার কথা ও বলছে 🥲মাঝে মাঝে মনে হয় কোথাও চলে যায় কই যাবো কষ্ট হলেও মানিয়ে নিতে হবেই