23/07/2025
কাতারে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন
প্রবাসীর নাম মো: রায়হান (২২) গ্রামের বাড়ি চট্রগ্রামের রানগুনিয়া। গত সোমবার (২১) তারিখ কাতারের শাহানিয়া সড়কে বিকাল ৫টায় এই দূর্ঘটনা ঘটে।
তাঁর ফুড ডেলিভারির রানিং কারকে পিছন থেকে পাকিস্তানি চালিত পিকআপ সজোরে ধাক্কা দেয়, এতে সে ছিটকে পড়ে গাড়ি থেকে।
রায়হান গত ২০২২ সালে বেতাগী রহমানিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করে এবং দেড় বছর আগে জীবনের তাগিদে কাতার প্রবাসী হয়। কাতারে তিনি নিজ গাড়িতে করে ফুড ডেলিভারি কাজে যুক্ত হয়।
আমরা মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট উনার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।