30/07/2025
আসুন "ধর্ম" সম্পর্কে অসাধারণ এবং আশ্চর্য একটি বিষয় জেনে নিই।
ধর্মের আধার পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। যথা,
১) জ্ঞান
২) প্রেম
৩) ন্যায়
৪) সমর্পণ এবং
৫) ধৈর্য
১) ধর্মের জ্ঞান থাকলে মানুষের হৃদয়ে প্রেমের আবির্ভাব ঘটে।
২) প্রকৃত প্রেম মানুষকে ন্যায় প্রদান করে।
৩) ন্যায় প্রতিষ্ঠা পেলে হৃদয়ে সমর্পণের অঞ্জলি জাগ্রত হয় এবং সমর্পণের মাধ্যমে মানুষের মাঝে ধর্মীয় জ্ঞানের প্রসার ঘটে।
৪) অবশেষে এই জ্ঞানকে অন্তরের স্তম্ভ বানিয়ে প্রত্যেক মানুষ ধৈর্যের অথই সাগরে ভেসে থাকে।
৫) আর এটাই সত্যি যে, ধৈর্যকে ধারণকৃত মানুষরা কখনই ধর্মভ্রষ্ট হন না।
(বাক্য ও বানান ঈষৎ পরিমার্জিত)
....মহাভারতে শ্রীকৃষ্ণ