23/07/2025
সন্ধ্যা ঘনিয়ে এসেছে। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীটার ধারে বসে আছে অরিত্র। চোখ তার সূর্যের দিকে, যেটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে। চারপাশের গাছে গাছে পাখিরা ফিরছে তাদের নীড়ে, আর আকাশে লাল-কমলা রঙের অপূর্ব এক চিত্র আঁকা হয়েছে।
অরিত্রর মনটা আজ একটু ভারী। শহর থেকে ছুটিতে এসেছিল গ্রামের বাড়িতে, কিন্তু কালকেই ফিরতে হবে। এই নদী, এই খোলা আকাশ, এই নিঃশব্দ সন্ধ্যা – সবকিছু ছেড়ে যেতে মন চায় না।
তার দাদু এসে পাশে বসলেন। মৃদু হেসে বললেন, “সূর্য তো ডুবে যাচ্ছে বটে, কিন্তু জানো তো, সে আবার কাল নতুন করে উঠবেই। ঠিক যেমন আমাদের মন খারাপও একদিন কেটে যাবে।”
অরিত্র শান্তভাবে মাথা নাড়ল। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে তার ভেতরেও এক আশার আলো জ্বলে উঠল। জানে, বিদায় মানেই সব শেষ নয়—এটা তো কেবল নতুন শুরুর অপেক্ষা।