08/07/2025
তুমি জানো, এখনো মাঝরাতে যখন একা বসে
থাকি,সবচেয়ে বেশি মনে পড়ে তোমাকেই।
মনে পড়ে সেই প্রথম দেখা, হঠাৎ করেই কথা শুরু, ছোট্ট
ছোট্ট কথা থেকে বড় হয়ে যাওয়া গল্পগুলো।
কত রাত না ঘুমিয়ে তোমার সাথে কথা বলেছি,আজও সেই
রাতগুলোই সবচেয়ে বেশি মিস করি।
একসাথে কত কিছুই না করেছি,ছোট ছোট অভিমান,
আবার না বলা কত কথা, কত স্বপ্ন একসাথে বুনেছি।
একদিন যদি আবার সময়টাকে ধরে রাখতে পারতাম!
তোমার সাথে সেই পুরনো রাস্তা দিয়ে হেঁটে যেতে চাই,
যেখানে দাঁড়িয়ে তুমি বলেছিলে, ভালো থেকো, পাশে
আছি!
আজও আছো... হয়তো দূরে, হয়তো চুপচাপ, হয়তো
আগের মতো খুঁজে নিও না,
তবুও জানি, তুমি আছো ৷
তোমার দেয়া প্রতিটা কথা, প্রতিটা হাসি, সেই সব পুরনো
দিন আমার ভেতরে বেঁচে আছে।
কারো সাথে শেয়ার করি না, শুধু নিজের ভেতর লুকিয়ে
রাখি।
জীবন অনেক কিছু বদলে দেয়, মানুষ বদলে যায়, সময়ও
থেমে থাকে না,
কিন্তু বিশ্বাস করো, আমার কিছুই বদলায়নি।
তোমার জন্য সেই ভাইটা আজও একই আছে।
আগের মতোই ভালোবাসি, আগের মতোই ভাবি, আগের
মতোই দোয়া করি,যেখানেই থাকো, ভালো থেকো।
একদিন যদি সব ভুলে যাও, তাও জানবে,তোমার জন্য
কেউ আছে, যে আজও পুরনো দিনগুলো বুকের ভেতর
আগলে রেখেছে।
ভালো থেকো প্রিয় মানুষ, অনেক অনেক ভালো থেকো