Tanbir's Gallary

  • Home
  • Tanbir's Gallary

Tanbir's Gallary কেউ চলে গেলেও জীবন চলে কিন্তু, কিন্তু সারাজীবন হৃদয়ের বোঝা হয়ে থেকে যায়।🙂

22/10/2025

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে/মেয়ের সাথে; যে ভবিষ্যত নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই বুঝে নিতে পারবে, ফিনান্সিয়াল ক্রাইসিস বুঝবে। যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে।

শুধু "আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো" তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয়।
পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে; মন দিয়ে মনের কথা বলার আর শুনবার মানুষ একজনও থাকে না!🤍

অনেকেই হয়ত খেয়াল করবেন যে প্রখর রোদের মধ্যে বিশেষ করে পিচঢালা রাস্তায় দূর থেকে মনে হয় সামনে রাস্তা ভেজা বা পানির উপস্থিত...
22/10/2025

অনেকেই হয়ত খেয়াল করবেন যে প্রখর রোদের মধ্যে বিশেষ করে পিচঢালা রাস্তায় দূর থেকে মনে হয় সামনে রাস্তা ভেজা বা পানির উপস্থিতি রয়েছে।কিন্তু কাছে আসলে দেখা যায় কিছুই নেই।এটা আসলে মরিচীকা।

মরিচীকা হলো এক ধরনের দৃষ্টিবিভ্রম (optical illusion) যা সাধারণত গরমের দিনে রোদে পিচঢালা রাস্তা, মরুভূমি বা মাঠে দেখা যায়। এতে দূরে পানি বা ভেজা রাস্তার মতো কিছু দেখা যায়, কিন্তু আসলে সেখানে পানি থাকে না।অনেক সময় এমন ঘটনা দুপুরের দিকে বেশি লক্ষ করা যায়।

মরিচীকা সৃষ্টি হয় আলো প্রতিসরণের (refraction) কারণে।
গ্রীষ্মকালে বা অন্যসময়েও প্রখর রোদের কারনে মাটির কাছাকাছি বাতাস অনেক উষ্ণ ও হালকা থাকে এবং তার ওপরের স্তরের বাতাস তুলনামূলকভাবে ঠান্ডা ও ঘন হয়। এরফলে আলো ঠান্ডা স্তর থেকে উষ্ণ স্তরে প্রবেশ করলে বাঁক খায়।

এই কারণে দূরের কোনো বস্তুর প্রতিফলিত আলো আমাদের চোখে এমনভাবে আসে যে মনে হয় সেটা মাটিতে বা পানিতে প্রতিবিম্বিত হচ্ছে।
আমরা দূরে পানি বা ভেজা রাস্তা দেখি, কিন্তু কাছে গেলে কিছুই পাই না এটাই মরিচীকা।
ইংরেজিতে একে বলে Mirage

ধন্যবাদ

শুভ জন্মদিন SHARIF MUHAMMAD THUHA ভাই!❤️জীবনের এই স্পেশাল দিনে অফুরন্ত শুভেচ্ছা আর ভালোবাসা রইলো আপনার জন্য।আপনি শুধু বন...
07/05/2025

শুভ জন্মদিন SHARIF MUHAMMAD THUHA ভাই!❤️

জীবনের এই স্পেশাল দিনে অফুরন্ত শুভেচ্ছা আর ভালোবাসা রইলো আপনার জন্য।
আপনি শুধু বন্ধু না— আপন ভাইয়ের মতোই। দোয়া করি সামনে অনেক এগিয়ে যান। ❤️

কথা দিয়ে শান্ত করা যায়। কথা দিয়ে ক্লান্ত ও করা যায়।  কথাতেই প্রেম, কথাতেই জ্যাম। কথার মাঝেই বাঁধে, আবার কথার কাছেই ফাঁদে...
06/05/2025

কথা দিয়ে শান্ত করা যায়। কথা দিয়ে ক্লান্ত ও করা যায়। কথাতেই প্রেম, কথাতেই জ্যাম। কথার মাঝেই বাঁধে, আবার কথার কাছেই ফাঁদে। কঠিন কথায় যেমন মানুষ রাজপ্রাসাদ ছেড়ে দিতে পারে। তেমনি নরম কোমল কিছু কথার জন্যে দরিদ্র ভাঙাচোরা বাড়িও মানুষের মন কাড়ে।

লাইফ ইজ ফুল অফ চয়েসস। শব্দ দিয়ে কারো বিষন্ন সন্ধ্যাকে উজ্জ্বল করে দেব, নাকি শব্দের বজ্রপাতে কাউকে মাটির সাথে গেঁথে ফেলব... সেই চয়েসটাও কেবল আমাদের!

06/05/2025

চাকরি হোক বা ব্যক্তিগত জীবন—সততা সব ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনি যদি কোনো পাপ করে থাকেন, তবে আন্তরিকভাবে তওবা করলে সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি আপনি কারো হক নষ্ট করেন বা অন্যায়ভাবে কিছু নিয়ে নেন, তাহলে যতক্ষণ না সেই ব্যক্তি আপনাকে ক্ষমা করে, সৃষ্টিকর্তাও সেই অপরাধ ক্ষমা করবেন না। তাই নিজের কাজকর্মে সততা বজায় রাখা এবং অন্যের হক আদায় করাই প্রকৃত ধার্মিকতার অংশ।

13/03/2025

মৃত্যুর আগে ভাইয়ের সাথে আছিয়ার শেষ দেখা, ভাই ইশারায় বলছিলো আপু তুই চিন্তা করিস না তোর কিচ্ছু হবে না তুই ঠিক হয়ে বাড়ি ফিরে আসবি! আছিয়া ভাই কে কাছে টেনে নিলো মুখটি আলতো করে আদর করে দিলো আর বলতে চাইলো তুই পড়া লেখা করে বড় হয়ে এই সমাজ টাকে বদলে দিবি!!!

05/03/2025

আরণ্যক: নির্জনতায় লুকানো এক অদ্ভুত প্রশান্তি" 🌿
📍 মিরিঞ্জা ভ্যালি,লামা,বান্দরবান।
🎥 : TanBir Hossain Emon

07/01/2025

মহেশখালী জেটি 🌊🏞️

fans ゚ TanBir Hossain Emon

05/01/2025

এটা সুন্দর 🥹💜

Address

A653

3821

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanbir's Gallary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share