CCL Bangla.TV

  • Home
  • CCL Bangla.TV

CCL Bangla.TV Largest Cable TV Network in Chittagong. Chittagong Communications Limited
CCL Digital content creator

31/07/2025

ফ্যান্টাসিয়া ফেস্টিভ্যালে নুহাশ হুমায়ূনের 'দুই ষ' হাউসফুল! যোগ হলো নতুন শো।

বাংলাদেশের তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন আবারও আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনলেন। কানাডার বিখ্যাত ফ্যান্টাসিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তার নতুন হরর ওয়েব সিরিজ 'দুই ষ'-এর প্রিমিয়ার শো সম্পূর্ণ হাউসফুল হয়েছে। দর্শকদের তুমুল চাহিদার কারণে উৎসব কর্তৃপক্ষ আগামী ১ আগস্ট দ্বিতীয় একটি স্ক্রিনিংয়ের ঘোষণা দিয়েছে।
'পেট কাটা ষ', 'মশারি' এবং 'ফরেইনার্স অনলি'-এর পর এটি নুহাশের তৃতীয়বারের মতো উত্তর আমেরিকার সবচেয়ে বড় এই ঘরানাভিত্তিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ। উৎসব কর্তৃপক্ষ নুহাশের ভূয়সী প্রশংসা করে বলেছে, "নুহাশ নামের এই সৃষ্টিশীল তরুণ নির্মাতা বাংলাদেশি হরর প্রজেক্টকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।"
'দুই ষ' সিরিজটি চারটি গল্পের একটি অ্যান্থোলজি, যা আধুনিক সময়ের ভয় এবং মানব মনের অন্ধকার দিকগুলো তুলে ধরে। এর আগে নুহাশের 'মশারি' ও 'ফরেইনার্স অনলি' এই উৎসব থেকে পুরস্কার জিতেছিল।
#নুহাশহুমায়ূন #দুইষ #ফ্যান্টাসিয়াফেস্টিভ্যাল #বাংলাওয়েবসিরিজ

30/07/2025

মাত্র ২ দিনেই ২০ লাখ ভিউ! আপনাদের ভালোবাসায় ভাসছে ‘অনুতপ্ত’। ❤️
বাবা-ছেলের না বলা কথা, অভিমান আর গভীর ভালোবাসার গল্প ‘অনুতপ্ত’ ছুঁয়ে যাচ্ছে লক্ষ মানুষের হৃদয়। Cinemawala-এর এই নতুন নাটকটি মুক্তির মাত্র দুই দিনের মাথায় ২০ লাখেরও বেশি ভিউয়ারের মাইলফলক স্পর্শ করেছে।
ইন্তেখাব দিনার, দীপা খন্দকার এবং পার্থ শেখ-এর অনবদ্য অভিনয় এই পারিবারিক গল্পের আয়নায় আমাদের নিজেদেরই প্রতিচ্ছবি দেখিয়েছে। যারা ইতোমধ্যে নাটকটি দেখেছেন, তাদের অনুভূতি জানতে চাই।
আর যারা এখনো দেখেননি, তারা এখনই দেখে নিন হৃদয়স্পর্শী এই নাটকটি।
Youtube link: https://youtu.be/bKCdfuPmYt8?si=bT3_oBkrVBcHbzdp

#অনুতপ্ত

29/07/2025

বাংলাদেশের মানোশী মিসেস ইউনিভার্স কানাডার রানারআপ | Manoshi Sarkar Runner-Up at Mrs Universe Canada 2025

🇧🇩 বাংলাদেশি শিল্পী ও লেখক মানোশী সরকার কানাডায় অনুষ্ঠিত “Mrs Universe Canada 2025”-এ রানারআপ হয়েছেন এবং পেয়েছেন “Queen of Humility” উপাধি। নিজের অভিজ্ঞতা, সংগ্রাম, সাহিত্যিক পরিচয় এবং অভিবাসী নারীদের জন্য তার কমিউনিটি ওয়ার্ক নিয়ে শুনুন এই অনুপ্রেরণামূলক গল্পে।

🇨🇦 Manoshi Sarkar, a Bangladeshi-born artist, author, and advocate, has been named Runner-Up at Mrs Universe Canada 2025, also receiving the title "Queen of Humility." In this video, we explore her powerful journey through identity, resilience, and advocacy for immigrant women.

📘 বই: The Roles We Play
🎨 কাজের স্থান: Ottawa Art Gallery
🌍 কমিউনিটি কাজ: Mental health, legal aid, and support for immigrant women

28/07/2025

সাইয়ারা নয়! কোরিয়ান 'A Moment to Remember'-এর আসল হিন্দি রিমেک কোনটি?
The REAL Hindi Remake of 'A Moment to Remember' (It's NOT Saiyaara!)

Ever heard the rumor that Mohit Suri's "Saiyaara" is a movie based on the Korean classic 'A Moment to Remember'? Let's set the record straight!
In this video, we debunk this common myth and reveal the TRUE Bollywood film that shares a heartbreakingly similar story with the K-drama masterpiece. We dive deep into the 2008 film 'U Me Aur Hum', directed by and starring Ajay Devgn and Kajol.
In this video, we cover:
► The truth about the song "Saiyaara" from 'Ek Tha Tiger'.
► A detailed plot comparison between 'A Moment to Remember' and 'U Me Aur Hum'.
► The theme of Alzheimer's disease in both films.
► Why 'U Me Aur Hum' is considered an unofficial but powerful adaptation.
If you're a fan of heart-wrenching love stories, Bollywood, or K-Dramas, you don't want to miss this analysis!
What do you think? Is 'U Me Aur Hum' a worthy adaptation? Let us know in the comments below!
Don't forget to LIKE, SHARE, and SUBSCRIBE for more movie deep dives!

‘তাণ্ডব’ আসছে একসাথে চর্কি ও হইচই-তে!ঈদ-উল-আজহায় মুক্তি পাওয়ার পরেই বক্স অফিসে রেকর্ড গড়ে আলোচনায় আসে রায়হান রাফির ...
27/07/2025

‘তাণ্ডব’ আসছে একসাথে চর্কি ও হইচই-তে!

ঈদ-উল-আজহায় মুক্তি পাওয়ার পরেই বক্স অফিসে রেকর্ড গড়ে আলোচনায় আসে রায়হান রাফির পরিচালনায় নির্মিত সিনেমা ‘তাণ্ডব’। শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর ও আফজাল হোসেনের মতো তারকায় ভরপুর এই সিনেমাটি দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা পায়।

এবার দর্শকদের জন্য সুখবর—‘তাণ্ডব’ একসাথে মুক্তি পাচ্ছে দেশের দুই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম, চর্কি ও হইচই-তে। আজ (রবিবার) উভয় প্ল্যাটফর্মই একযোগে এ ঘোষণা দিয়েছে। যদিও নির্দিষ্ট মুক্তির তারিখ এখনো জানানো হয়নি, তবে সিনেমাটি আগস্ট মাসেই মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে তারা।

পরিচালক রায়হান রাফি বলেন, “‘তাণ্ডব’ আমার জন্য একটি একেবারে ভিন্নধর্মী অভিজ্ঞতা ছিল। গল্প, কনসেপ্ট, ভিজ্যুয়াল স্টাইল, এমনকি দার্শনিক দৃষ্টিভঙ্গিতেও আমরা নতুন কিছু উপস্থাপন করতে চেয়েছি। এখন ওটিটির মাধ্যমে দেশ-বিদেশের দর্শকরাও এই সিনেমাটি উপভোগ করতে পারবেন।”

‘তাণ্ডব’ শাকিব খান ও রায়হান রাফির দ্বিতীয় যৌথ কাজ। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, এফএস নাঈম, রোজী সিদ্দিকীসহ আরও অনেকে। বিশেষ চরিত্রে আছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান।
*Photo: Collected



26/07/2025

👉 Stolen (2025) সিনেমার সম্পূর্ণ গল্প | চোর সন্দেহ, অপহরণ আর এক মায়ের কান্না | Voice Over Bengali
আজকের ভিডিওতে শোনাবো ২০২৫ সালে মুক্তি পাওয়া থ্রিলার সিনেমা “Stolen”–এর সম্পূর্ণ কাহিনী বাংলায়।
দুই ভাই গৌতম ও রমনের রাতের আঁধারে এক শিশুচুরি ও মায়ের কান্নার ভেতর হারিয়ে যাওয়ার গল্প, ভুলভাল গুজব, জনতার রোষ, আর শেষমেশ এক মায়ের ভালোবাসার জয়…

🎥 সিনেমার অফিসিয়াল প্লট অনুসারে, গল্পটি শুনুন একটানা voice over–এর মাধ্যমে — যা আপনাকে টানটান উত্তেজনার ভেতর নিয়ে যাবে।
👶 Stolen সিনেমায় অভিনয় করেছেন Abhishek Banerjee, Shubham Vardhan এবং Mia Maelzer।
📅 মুক্তির তারিখ: ৪ জুন, ২০২৫ (Amazon Prime Video)

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন! 🌙❤️

ইস্তিয়াক-শুভর নতুন গান ‘আজও বলতে পারিনি’ প্রকাশ পেল টি-সিরিজ বাংলায়দক্ষিণ এশিয়ার জনপ্রিয় অডিও-ভিজ্যুয়াল প্রযোজনা প্...
24/07/2025

ইস্তিয়াক-শুভর নতুন গান ‘আজও বলতে পারিনি’ প্রকাশ পেল টি-সিরিজ বাংলায়

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় অডিও-ভিজ্যুয়াল প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ বাংলা সম্প্রতি প্রকাশ করেছে ইস্তিয়াক আহমেদের দ্বিতীয় গীতিকবিতা ভিত্তিক গান ‘আজও বলতে পারিনি’। এর আগে তাঁর লেখা প্রথম গান ‘ভালোবাসা অকারণ’, যা গেয়েছিলেন তানজিব সারোয়ার, শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলে।

এই নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক জিসান খান শুভ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন টলিউডের খ্যাতিমান সঙ্গীত পরিচালক প্রসেনজিৎ দাব্বি ঘোষাল, যিনি ইস্তিয়াক আহমেদের আগের প্রকল্পেও কাজ করেছিলেন।

গানটি নিয়ে মন্তব্য করতে গিয়ে ঘোষাল বলেন, "ইস্তিয়াক আহমেদের কথা ছিল অসাধারণ। আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি কথাগুলোকে সুরে ফুটিয়ে তুলতে। শুভর কণ্ঠে গানটি এক অন্য মাত্রা পেয়েছে। আশা করি, শ্রোতারা গানটি ভালোবাসবেন।"

গানটির ভিডিও পরিচালনা করেছেন আদিত্য পাল এবং এটি প্রকাশিত হয়েছে ২৩ জুলাই টি-সিরিজ বাংলার ইউটিউব চ্যানেলে।

, , ,

T-Series Bengali Presents, Aajo Bolte Parini (আজও বলতে পারিনি) Sad Romantic Original Bengali Video Song, Sung by Jisan Khan Shuvo Music Composer by Dabbu and...

**জেমসের যুক্তরাষ্ট্র কনসার্টের আয়ের অংশ মাইলস্টোন দুর্ঘটনা তহবিলে উৎসর্গ**জনপ্রিয় রক ব্যান্ড নগর বাউল জেমস মাইলস্টোন ...
24/07/2025

**জেমসের যুক্তরাষ্ট্র কনসার্টের আয়ের অংশ মাইলস্টোন দুর্ঘটনা তহবিলে উৎসর্গ**

জনপ্রিয় রক ব্যান্ড নগর বাউল জেমস মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক প্লেন দুর্ঘটনার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে জেমসের আসন্ন একটি কনসার্টের আয়ের একটি অংশ এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের সহায়তায় ব্যয় করা হবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জেমস আগামী ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার সবচেয়ে বড় শহর ফিলাডেলফিয়ায় একটি কনসার্টে পারফর্ম করবেন। কনসার্টটি আয়োজন করছে রিভারাইন এন্টারটেইনমেন্ট। ফেসবুক পোস্টে আয়োজকেরা জানান, “ঢাকায় মাইলস্টোনের ভয়াবহ প্লেন দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের হৃদয় থেকে শোক ও সহানুভূতি। এই দুঃসময়ে আমরা বাংলাদেশের মানুষের পাশে আছি। ‘নগর বাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারে সহায়তা হিসেবে প্রদান করা হবে। আসুন, আমরা শুধু গান নয়—ভবিষ্যৎ গড়ার জন্য, সংহতির জন্য এবং আর্ত মানুষের পাশে থাকার জন্য এক হই।”

এই মর্মান্তিক ঘটনার পর, জেমস তাঁর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি শোকবার্তাও প্রকাশ করেন।

তিনি লেখেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত ও শোকাহত। মাইলস্টোন কলেজের অমূল্য শিক্ষার্থীদের অকালে চলে যাওয়ায় আমরা গভীরভাবে ব্যথিত। আহতদের প্রতি আমাদের প্রার্থনা ও তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার রইল।”

জেমস আরও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধারকর্মীদের প্রতি, যারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করেছেন।

তিনি প্রয়াতদের আত্মার শান্তি কামনা করেন, আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক এবং পুরো মাইলস্টোন কলেজ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

\
\
\
\

**হয়রানির শিকার তনুশ্রী দত্ত, পুলিশের হস্তক্ষেপ চাইলেন অভিনেত্রী**বলিউডে ‘ ’ আন্দোলনের সূচনা যাঁর হাত ধরে, সেই অভিনেত্রী...
23/07/2025

**হয়রানির শিকার তনুশ্রী দত্ত, পুলিশের হস্তক্ষেপ চাইলেন অভিনেত্রী**

বলিউডে ‘ ’ আন্দোলনের সূচনা যাঁর হাত ধরে, সেই অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও শিরোনামে। তবে এবার অভিযোগ তাঁর কর্মক্ষেত্র নয়, বরং নিজের বাড়িকে ঘিরে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তনুশ্রী জানান, তিনি গত চার থেকে পাঁচ বছর ধরে নিজ বাড়িতে ভয়াবহ হয়রানির শিকার হচ্ছেন এবং এর জন্য তিনি পুলিশের সাহায্য কামনা করেছেন।

ভিডিওতে তনুশ্রী বলেন, “আমি এখনই ভয় পেয়ে পুলিশ ডাকলাম। তারা এসে বলল থানায় গিয়ে অভিযোগ করতে। সম্ভবত কাল বা পরশু যাব। আমি খুবই অসুস্থ। এত বছর ধরে চলতে থাকা এই হয়রানি আমার শরীর ভেঙে দিয়েছে।” তিনি আরও জানান, নিরাপত্তার অভাবে তিনি গৃহকর্মী রাখতে পারছেন না। যাঁরা আগে কাজ করতেন, তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। এ অবস্থায় সব কাজ নিজেকেই সামলাতে হচ্ছে।

তনুশ্রী বলেন, “আমার ঘর অগোছালো। কিছুই ঠিকমতো করতে পারছি না। এর মধ্যেই বাড়ির বাইরে লোকজন এসে দরজায় ধাক্কাধাক্কি করে। আমি নিজের ঘরেও নিরাপদ নই।” ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “আমি আর পারছি না! ২০১৮ সালের ‘ ’র পর থেকেই এই হয়রানি চলছে। আজ আর সহ্য করতে না পেরে পুলিশ ডাকলাম। কেউ দয়া করে কিছু করুন, তার আগেই যদি দেরি হয়ে যায়!”

ইনস্টাগ্রাম স্টোরিতেও তিনি অভিযোগ করেন, “কয়েক বছর ধরে মাঝরাতে জোর আওয়াজ, দরজায় ধাক্কাধাক্কি করে ওরা। আমি ম্যানেজমেন্টকে বহুবার জানিয়েছি, কোনো লাভ হয়নি। আজও অসুস্থ থাকার পরও সারা দিন ধরে এমন আওয়াজ চলেছে। এরপর কিছু অচেনা লোক এসে দরজায় ঘণ্টা বাজাতে থাকে, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে ‘ডিস্টার্ব করবেন না’।”

উল্লেখ্য, ২০১৮ সালে তনুশ্রী অভিযোগ করেছিলেন, ২০০৯ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার শুটিংয়ের সময় অভিনেতা নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য ও পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁর সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। তিনি তখন ‘সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিনটা)’-র কাছে অভিযোগ জানিয়েছিলেন। যদিও কেউ তাঁর পাশে দাঁড়াননি এবং নানা পাটেকর সেই অভিযোগ অস্বীকার করেন।

২০১৯ সালের জুনে মুম্বাই পুলিশ তদন্ত শেষে জানান, তনুশ্রীর অভিযোগ হয়তো ‘প্রতিশোধপরায়ণ মনোভাব’ থেকে আসতে পারে এবং তারা নানা পাটেকরকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।

তনুশ্রী দত্ত ‘আশিক বানায়া আপনে’, ‘ঢোল’ ও ‘ভাগম ভাগ’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তিনি ২০০৪ সালের ‘ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স’ খেতাবজয়ী।

বর্তমানে তিনি আবারও নিজেকে কেন্দ্র করে ঘনিয়ে ওঠা হয়রানির অভিযোগের মুখে, বলছেন – এবার আর চুপ করে সহ্য করা নয়।
*Photo: Facebook profile



পরীমনি হাসপাতালে ভর্তি, জানালেন ছোটবেলার আগুন-ভীতির ট্রমার কথাআলোচিত চিত্রনায়িকা পরীমনি বুকে তীব্র ব্যথা অনুভব করায় ঢাকা...
22/07/2025

পরীমনি হাসপাতালে ভর্তি, জানালেন ছোটবেলার আগুন-ভীতির ট্রমার কথা

আলোচিত চিত্রনায়িকা পরীমনি বুকে তীব্র ব্যথা অনুভব করায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তিনি সেখানেই ভর্তি হন। তাঁর ঘনিষ্ঠ একজন জানান, বিকেল থেকেই বুকে অস্বস্তি হচ্ছিল পরীমনির। সন্ধ্যার পর তা বেড়ে গেলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন, এবং তাৎক্ষণিকভাবে হাসপাতালে যেতে বলা হয়।

মঙ্গলবার দুপুরে তাঁর কয়েকটি প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি পরীমনি নিজেই জানিয়েছেন তাঁর ফেসবুক পেজে। সেখানে তিনি মাইলস্টোন স্কুল ও কলেজে আগুনের ঘটনায় ক্ষতবিক্ষত শিশুদের ছবি ও ভিডিও দেখে মানসিকভাবে কতটা ভেঙে পড়েছেন, তা তুলে ধরেন।

তিনি লিখেছেন—
“আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকে। সেটা যে এখনো এত ভয়ংকরভাবে আছে, এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে ভর্তি নিতে হয়। বুকের ভেতর ধড়ফড় করে শুধু। আহারে, এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবে আল্লাহ!”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পরীমনির কোনো নতুন সিনেমার শুটিং হয়নি। চলতি মাসের শেষ দিকে চুক্তিবদ্ধ হওয়া ‘গোলাপ’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তিনি কয়েকটি স্ক্রিপ্ট রিডিং সেশনে অংশও নিয়েছেন। তবে প্রযোজনা সূত্রে জানা গেছে, কারিগরি সমস্যার কারণে এ মাসে শুটিং শুরু সম্ভব নয়।
*Photo: Porimoni page

21/07/2025

বলিউডে নতুন তারা! ✨
মোহিত সুরির আলোচিত সিনেমা ‘সাইয়ারা’-তে আহান পান্ডের বিপরীতে অভিষেক হলো নতুন নায়িকা অনীত পাড্ডার। অমৃতসরের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা এই তরুণী মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে এখন বলিউডের বড় পর্দার নায়িকা।
কে এই অনীত পাড্ডা? জেনে নিন তার সম্পর্কে।

🌟 মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন আলিয়া ভাট! 🌟বলিউডের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট নিজের গাড়ির চালক ...
20/07/2025

🌟 মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন আলিয়া ভাট! 🌟

বলিউডের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট নিজের গাড়ির চালক ও গৃহকর্মীকে মুম্বাইয়ের ফ্ল্যাট কেনার জন্য দিলেন প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা! 💸🏠

কেবল অভিনয় নয়, নানা ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে ও ব্যবসা থেকেও বিপুল আয় করেন আলিয়া। পাশাপাশি নিয়মিতভাবে হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠানেও দেন বড় অঙ্কের অনুদান। ❤️

‘জিকিউ ইন্ডিয়া’ বলছে, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা! 🎥💰
আর প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর বলিউডের তৃতীয় সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী তিনি। 🌟

আলিয়ার এই উদারতার গল্প আমাদের মনে করিয়ে দেয়—সফলতা মানেই শুধু নিজের জন্য নয়, আশেপাশের মানুষদের জীবনেও পরিবর্তন আনা। 🙏💖
*Photo: আলিয়া ভাট। অভিনেত্রীর ফেসবুক থেকে

Address

156, Nur Ahmed Road, Mannan Bhaban (5th Floor),

4000

Alerts

Be the first to know and let us send you an email when CCL Bangla.TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CCL Bangla.TV:

  • Want your business to be the top-listed Media Company?

Share