31/10/2024
শোভাপুর গ্রামের সে এক অপরুপ সৌর্ন্দয্য || Sovapur Gram || Durgapur || Vlog Thirst
শোভাপুর গ্রামের সে এক অপরুপ শোভা। দুর্গাপুর IQ City Hospital এর অদূরে অবস্থিত। অপরূপ সুন্দর যার প্রাকৃতিক দৃশ্য। শহরাঞ্চলের কাছাকাছি হলেও গ্রাম্য প্রকৃতির ছোঁয়া এখানে আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। এই ভিডিও তে আমরা শোভাপুর গ্রামের প্রতিদিনকার জীবনযাপনকে ও এখানকার প্রাকৃতিক সৌর্ন্দয্য তুলে ধরার চেষ্টা করেছি।
চ্যানেলটির উদ্দ্যেশ্য হল গ্রাম বাংলার সৌর্ন্দয্য, গ্রামের জীবন কাহিনী কে সকলের সামনে তুলে ধরা। বিশেষত তাদের কাছে যারা কর্মসূত্রে হোক অন্য কোনো কারনে নিজের জন্মস্থান, প্রিয় গ্রামটিকে ছেড়ে আজ বহুদূরে শহরে গিয়ে বসবাস করছেন। আর যারা গ্রাম্য জীবনের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্য। আমাদের প্রচেষ্টা ভিডিওর মাধ্যমেই আমাদের গ্রাম বাংলার সৌন্দর্যকে ঘরে ঘরে সবার কাছে পৌঁছে দেওয়া।
#শোভাপুর