Foyez Ahmed

Foyez Ahmed আমরা আমাদের ক্রেতাদের বিশ্বাস ও সন্তুষ্টির জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

চ্যাটজিপিটিরে জিজ্ঞেস করছিলাম বাংলাদেশে অর্নাস পড়ুয়া স্টুডেন্টরা আয়না দাঁড়ালে কী দেখে? সে দিল এটা 🥹🥹🥹
04/07/2025

চ্যাটজিপিটিরে জিজ্ঞেস করছিলাম বাংলাদেশে অর্নাস পড়ুয়া স্টুডেন্টরা আয়না দাঁড়ালে কী দেখে? সে দিল এটা 🥹🥹🥹

26/06/2025

যে কৌশলে ইউএসএ ইরানে বি ২ স্পিরিট বোমা দিয়ে ইরানে আক্রমণ করে।

20/06/2025

Iran vs Israel GDP Comparison.

সামনে থাকা ভালো, পেছন নয়।
31/05/2025

সামনে থাকা ভালো, পেছন নয়।

31/05/2025

যেভাবে মোবাইল দিয়ে কয়েক মিনিটে পোস্টার বানাবো। মোবাইল দিয়ে ঈদ মোবারকের পোস্টার তৈরি।

আপনার হাতে থাকা সিম্পল এন্ড্রয়েড ফোন ক্ষমতা কিন্তু কোনো কম্পিউটারের থেকে কম নয়। সোশাল মিডিয়ার এই যুগে আপনি ইচ্ছা করলেই য...
30/05/2025

আপনার হাতে থাকা সিম্পল এন্ড্রয়েড ফোন ক্ষমতা কিন্তু কোনো কম্পিউটারের থেকে কম নয়। সোশাল মিডিয়ার এই যুগে আপনি ইচ্ছা করলেই যা খুশি ফেসবুক, ইস্টাগ্রাম, টুইটার, ইউটিডিবের মাধ্যমে শেয়ার করতে পারবেন। আর তা যদি একটু গুছিয়ে শেয়ার করতে পারেন। তাহলে যে পরিমান ভালো লাগা কাজ করবে তা চিন্তাও করতে পারবেন না। ধরেন, আপনার নিজের তুলা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। আবার এমনও হতে পারে, আপনার রিমুভ করা ব্যাকগ্রাউন্ডের একটি নতুন ব্যাকগ্রাউন্ড লাগাতে চান (কক্সবাজার, কিংবা প্যারিস) সেটাও কিন্তু অটোমেটিক এআই দ্বারা মাত্র দুই থেকে তিনটি টার্চ করে নিতে পারেন। আবার ধরেন, আমাদের জাতীয় জীবনে বিভিন্ন ধরনের আনন্দ উৎসব থাকে। সেই সময় প্রায় অনেকেই পোস্টারের মাধ্যমে শুভেচ্ছা, ঈদ মোবারক বিনিময় করে থাকে। আপনাও হয়তো তাদের মতো এই রকম পোস্টার শেয়ার করার ইচ্ছা থাকতে পারে। কোনো সমস্যা নাই আমরা আপনাকে ক্যানভা প্রো দিব যা দিয়ে আপনি নিজেই, আমাদের হেল্প নিয়ে তাদের থেকে ভালো ডিজাইন করতে পারবেন। আপনার যদি ছোট একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেইজ এমন কী টিকটকের জন্যও প্রতিটি ভিডিওতে কাভার দিতে হয়। সেই কাভারও আপনিও নিজেই নিজের কনটেন্টের জন্য করে নিতে পারেন। সো, আপনার মোবাইল ফোনটাকে প্রডাক্টিভ কাজে লাগান। আর অন্যদের থেকে এগিয়ে যান 😄।

প্রকৃতির অফুরন্ত রহমত থেকে আল্লাহ যেন আমাদের কাউকে বঞ্চিত না করে। কোনো ধরনের পরিবর্তন না করে শতভাগ স্বাস্থ্য ঝুঁকি এড়ানো...
25/05/2025

প্রকৃতির অফুরন্ত রহমত থেকে আল্লাহ যেন আমাদের কাউকে বঞ্চিত না করে। কোনো ধরনের পরিবর্তন না করে শতভাগ স্বাস্থ্য ঝুঁকি এড়ানো সর্ব্বোচ্চ নিশ্চিয়তা।
বোম্বাই লিচু😋😋।

সুস্থতাই আল্লাহর সবচেয়ে বেশি নিয়ামক। আর এই সুস্থ থাকার চাবিকাটি স্রষ্ঠা আপনার কাছে দিয়ে রেখেছে। সেটা হলো সুস্থ নিয়ামকপূর...
24/05/2025

সুস্থতাই আল্লাহর সবচেয়ে বেশি নিয়ামক। আর এই সুস্থ থাকার চাবিকাটি স্রষ্ঠা আপনার কাছে দিয়ে রেখেছে। সেটা হলো সুস্থ নিয়ামকপূর্ণ খাবার। স্রষ্টার অপূর্ণ নিয়ামককে প্রতিনিহিত ভেজাল মিশিয়ে সেটাকে বিষেময় করে তুলা হচ্ছে। যা আপনার এবং আপনার পরিবারের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। আমরা চেষ্টা করছি স্রষ্টা এই নিয়ামকগুলোকে কোনো রূপ পরিবর্তন সাধন না করে আপনার সামনে হাজির করতে। হয়তো চেষ্টাটা একদমই নতুন, তারপরও আস্থা অর্জনের সর্ব্বোচ্চ চেষ্টা থাকবে। ইনশাল্লাহ।
যোগাযোগ: 01644-170188

এই ভোজালের শহরে আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার চ্যালেঞ্জ নিয়ে কাজ করার প্রত্যয়। সমগ্র করুন আমের রাজা শতভাগ পি...
24/05/2025

এই ভোজালের শহরে আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার চ্যালেঞ্জ নিয়ে কাজ করার প্রত্যয়।
সমগ্র করুন আমের রাজা শতভাগ পিউর আম্রপালি আম।

কোনো ধরনের কেমিক্যাল মুক্ত। ১০০% স্বাস্থ্যসম্মত বাগান থেকে বাছায় প্রিমিয়াম কোয়ালিটির সুস্বাদু আম।💪নওগাঁর হিমসাগর।
24/05/2025

কোনো ধরনের কেমিক্যাল মুক্ত। ১০০% স্বাস্থ্যসম্মত বাগান থেকে বাছায় প্রিমিয়াম কোয়ালিটির সুস্বাদু আম।
💪নওগাঁর হিমসাগর।

পরিবারকে এত গুরুত্ব দিন, কিন্তু তাদের স্বাস্থ্য সুরক্ষার এত অবহেলা কেন?কারণ ভেজালের এই শহরে আপনি অনেকটায় অনিরাপদ। একটা উ...
23/05/2025

পরিবারকে এত গুরুত্ব দিন, কিন্তু তাদের স্বাস্থ্য সুরক্ষার এত অবহেলা কেন?কারণ ভেজালের এই শহরে আপনি অনেকটায় অনিরাপদ। একটা উদাহরণ দেয়, বর্তমান বাজারে ফল-মূলে পরিপূর্ণ। কিন্তু বলেন কোন ফলটা ভেজাল মুক্ত।যেমন লিচু আগাম পাকাতে ব্যবহার করা হয় কার্বাইড ও মিথোফেন নামের কেমিক্যাল। পচন রোধ, উজ্জ্বলতা ও সুন্দর দেখাতে ব্যবহৃত হয় সবার পরিচিত ফরমালিন।মোটকথা, বাসার নিচে ভ্যানগাড়ি থেকে আপনার পরিবারের সদস্যদের এত টাকা দিয়ে শুধু লিচু নয়, বরং বিষও খাওয়াচ্ছেন। হয় এগুলা কেনা বন্ধ করেন, অন্যথায় আমাদেরকে দায়িত্ব দিন, আমরা দিচ্ছি শতভাগ কেমিক্যালমূক্ত বাগান থেকে গাছে পাকা সংগ্রহ করা লিচু,আপনার পরিবারের সদস্যদের শতভাগ স্বাস্থ্য সুরক্ষার অঙ্গিকার। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর।
যোগাযোগঃ 01644-170188 (Whatapp)

Address

Comilla

Alerts

Be the first to know and let us send you an email when Foyez Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share