
25/04/2025
হাঁটু সমান জল পার হয়ে যাওয়া এই জায়গাটাই ফেরার সময় অনেক ভুগিয়েছিলো সবাইকে।
এই যে এখন শান্ত জলের ধারা দেখা যাচ্ছে, ফেরার পথে সে ছিলো প্রচন্ড ক্ষিপ্ত ও অশান্ত এক জলের ধারা। পার হওয়ার সময় ডুবে যাওয়ার মত অবস্থা ছিলো। কোন মতে একজন একজন করে পার হয়েছিলাম। তখন প্রায় রাত ১২ টার কাছাকাছি সময়।
এই জায়গা পার হওয়ার আগে আরও দুই জায়গায় খাল পার হতে হয়েছিলো। সেগুলো ছিলো চিন্তার চেয়েও ভয়ংকর। সে কথা অন্য একদিন বলবো।
সেই ট্যুরে মৃত্যুকে অনেক কাছে আসতে দেখেছিলাম। কিভাবে যেন বেঁচে ফিরেছিলাম। আর তার পরে পূর্নিমার চাঁদের আলোয় জীবনের সবচেয়ে সুন্দর রাতগুলোর একটা রাত কাটিয়েছিলাম জুম ঘরে।