Kathok

Kathok আসসালামু আলাইকুম।

একটা ছোট্ট শহরের পুরনো লাইব্রেরিতে পড়ে ছিল একটি ভাঙাচোরা পিয়ানো। ধুলো-মাখা, একপাশ ভাঙা, তারের আওয়াজ পর্যন্ত ঠিক নেই। সবা...
06/05/2025

একটা ছোট্ট শহরের পুরনো লাইব্রেরিতে পড়ে ছিল একটি ভাঙাচোরা পিয়ানো। ধুলো-মাখা, একপাশ ভাঙা, তারের আওয়াজ পর্যন্ত ঠিক নেই। সবাই বলত, এটা শুধুই জঞ্জাল।

একদিন এক ১০ বছরের ছেলে লাইব্রেরিতে এসে চুপচাপ বসে যায় সেই পিয়ানোর সামনে। প্রতিদিন সে ঘণ্টার পর ঘণ্টা ওই ভাঙা পিয়ানোতেই বাজায়। কেউ খেয়াল করত না। একদিন এক বিদেশি ভ্রমণকারী এসে তার বাজানো শুনে থমকে দাঁড়ান। বিস্ময়ে বলেন, “তুমি কোথায় শিখেছো?”

ছেলেটি হেসে বলে, “আমি তো শুধু শব্দ খুঁজি।”

সেই বিদেশি ছিলেন এক বিশ্বখ্যাত মিউজিক কোম্পানির পরিচালক। কয়েক মাসের মধ্যেই ছেলেটি ইন্টারনেটে ভাইরাল হয়—“The Boy with the Broken Piano” নামে। সারা দুনিয়ার মানুষ ভালোবাসা জানাতে থাকে।

কিন্তু ছেলেটি একটুও বদলায়নি। সে এখনও প্রতিদিন আসে লাইব্রেরিতে, সেই পুরনো পিয়ানোর সামনে বসে বাজায়।



Moral of the Story:

“প্রতিভা কখনো সুযোগের অপেক্ষা করে না, সে নিজেই পথ বানিয়ে নেয়।”
ভাঙা পিয়ানো হোক বা জীবন—যদি মনে সুর থাকে, সেখান থেকেই সৃষ্টি হয় শিল্প।

#ছেলেটি_আর_পিয়ানো
#ভাঙা_তবু_সুরেলা



#একটুকু_সুর

ঢাকার ব্যস্ত রেলস্টেশন। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। তার মাঝেই এক বৃদ্ধ, ভাঙা চায়ের কেটলিতে চা বানিয়ে বিক্রি করেন ম...
05/05/2025

ঢাকার ব্যস্ত রেলস্টেশন। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। তার মাঝেই এক বৃদ্ধ, ভাঙা চায়ের কেটলিতে চা বানিয়ে বিক্রি করেন মাত্র এক টাকায়। মানুষ হেসে বলেন, “দাদা, এক টাকায় চা হয়?”

বৃদ্ধ শুধু হাসেন, বলেন, “হয়, যদি অভাব বোঝা যায়।”

একদিন একজন সাংবাদিক curiosity নিয়ে তার কাছে আসেন। জিজ্ঞেস করেন, “আপনি লাভ না করেই চা বিক্রি করেন কেন?”

বৃদ্ধ চোখ মেলে বলেন, “যখন আমি ছোট ছিলাম, খুব অভাব ছিল। রেলস্টেশনে দাঁড়িয়ে থাকতাম, শুধু চায়ের গন্ধ নিতে। একবার একজন আমাকে এক কাপ চা দিয়েছিল। সেই চায়ের স্বাদ এখনও মনে আছে। এখন আমি শুধু সেই স্বাদটা ফেরত দেই—যাদের প্রয়োজন, তাদের জন্য।”

দিন যায়। সেই সাংবাদিক বৃদ্ধের গল্প লেখেন। গল্প ভাইরাল হয়। মানুষ টাকা পাঠাতে শুরু করে। কিন্তু বৃদ্ধ কোনো দান নেয় না। শুধু বলেন, “আমি চা দিই, কারণ কেউ একদিন আমাকে দিয়েছিল। ভালোবাসা ছড়িয়ে পড়ুক, টাকার হিসাব নয়।”



Moral of the Story:

“একটা ছোট কাজ—কারো জীবনের দিক পাল্টে দিতে পারে।”
ভালোবাসা, সহানুভূতি, আর সামান্য মানবিকতা—এই জিনিসগুলোই সমাজকে বদলে দিতে পারে।

গল্প: এক টাকার ইজ্জতঢাকার ব্যস্ত রাস্তায় ভিখারি ভেবে এক বৃদ্ধা নারীর পাশে থামলো রফিক। হাতে একটা পুরোনো ঝুড়ি, ভেতরে কিছু ...
04/05/2025

গল্প: এক টাকার ইজ্জত

ঢাকার ব্যস্ত রাস্তায় ভিখারি ভেবে এক বৃদ্ধা নারীর পাশে থামলো রফিক। হাতে একটা পুরোনো ঝুড়ি, ভেতরে কিছু নিমকি আর গুড়ের মোয়া।

রফিক ভাবল, “চলো, কিছু দান করি।”
পকেট থেকে ১০ টাকা বের করে দিলো।
বুড়ি বলল, “বাবা, এটা দান না, আমি বিক্রি করি। ১ টাকা দিলেই ১টা মোয়া পাবে।”

রফিক থতমত খেয়ে বলল, “আমি তো দানই করতে চেয়েছিলাম।”
বুড়ি হেসে বলল, “ইজ্জতের দাম বুঝলি না বাবা, তোর এই ১০ টাকাও আমার কাছে দান না, সন্মান। নে, ১০টা মোয়া নিয়ে যা।”

রফিক আর কথা না বাড়িয়ে মোয়াগুলো হাতে নিলো, মুখে এক চিলতে হাসি নিয়ে ফিরে গেলো… কিন্তু তার মনটা ভরে গেলো এক অন্যরকম সম্মানে।



Moral of the Story:
গরিব মানেই ভিখারি না। সন্মানের পেছনে কখনো টাকার হিসাব চলে না।

04/05/2025

গল্প: ছোট চাকার বড় যন্ত্রণা

রহিম গ্রামের একজন দরিদ্র কৃষক। সংসার চলে না তেমন, তবু দিন শেষে মুখে একটু হাসি রাখার চেষ্টা করে। একদিন সে তার সাইকেলটা নিয়ে হাটে যাচ্ছিল সবজি বিক্রি করতে। সাইকেলের সামনের চাকা অনেকদিন ধরে ঢিলে ছিল, কিন্তু ঠিক করানোর সময় বা টাকাই হয়নি তার।

মাঝপথে সেই চাকা খুলে পড়ে যায়। সবজি ছিটকে পড়ে কাঁদায়। লোকজন দেখে হাসাহাসি করে, কেউ আবার ভিডিও করে ফেসবুকে আপলোডও করে। রহিম চুপচাপ কাদায় নেমে সবজি গুছিয়ে নেয়, সাইকেলটা কাঁধে তুলে হেঁটে হেঁটে হাটে পৌঁছে।

দিনের শেষে সে খুব কম লাভ নিয়ে বাড়ি ফিরে। তার ছেলে জিজ্ঞেস করে,
“বাবা, কষ্ট তো অনেক হলো, রাগ করো না?”
রহিম হেসে বলে, “রাগ করে কী হবে রে বাবা? সমস্যাগুলো যদি আমাদের থামিয়ে দিত, তাহলে কেউই কোথাও পৌঁছাতে পারত না।”



Moral of the Story:
অসুবিধা জীবন থামিয়ে দিতে পারে না, যদি তোমার ইচ্ছাশক্তি থেমে না যায়।



#মানুষজীবন #সংগ্রাম #হালছাড়বেনা

08/04/2025

এই তালিকায় রয়েছে বিভিন্ন খাতভিত্তিক উল্লেখযোগ্য কোম্পানি ও ব্র্যান্ড যেগুলো ইসরাইলে উৎপাদিত বা পরিচালিত:



১. প্রযুক্তি ও ইলেকট্রনিক্স (Tech & Electronics)

কোম্পানি / ব্র্যান্ড পণ্য / পরিষেবা
Intel Israel চিপস, প্রসেসর, হার্ডওয়্যার ডিজাইন
Mobileye অটোনোমাস ড্রাইভিং প্রযুক্তি (Self-driving systems)
Waze GPS, ম্যাপিং অ্যাপ (Google-owned now)
RAD Group টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট
Mellanox নেটওয়ার্কিং হার্ডওয়্যার (NVIDIA owned)
Elbit Systems সামরিক ও নজরদারি প্রযুক্তি
Rafael প্রতিরক্ষা প্রযুক্তি (Iron Dome প্রণয়তা)



২. সফটওয়্যার ও সাইবার সিকিউরিটি

কোম্পানি / ব্র্যান্ড পণ্য / পরিষেবা
Check Point ফায়ারওয়াল, সাইবার নিরাপত্তা সফটওয়্যার
NSO Group Pegasus স্পাইওয়্যার
Imperva ওয়েব অ্যাপ ফায়ারওয়াল
CyberArk আইডেন্টিটি সিকিউরিটি সিস্টেম
Wix. com ওয়েবসাইট বিল্ডার



৩. মেডিকেল ও ফার্মাসিউটিক্যালস

কোম্পানি / ব্র্যান্ড পণ্য / পরিষেবা
Teva Pharmaceuticals জেনেরিক ওষুধ
Given Imaging ক্যাপসুল এন্ডোস্কোপি
Insightec আল্ট্রাসাউন্ড সার্জারি টেকনোলজি
Itamar Medical হেলথ মনিটরিং ডিভাইস



৪. কৃষি ও জল প্রযুক্তি (Agri & Water Tech)

কোম্পানি / ব্র্যান্ড পণ্য / পরিষেবা
Netafim ড্রিপ ইরিগেশন সিস্টেম
Tami4 পানির ফিল্টার ও বিশুদ্ধকরণ যন্ত্র
IDE Technologies পানি নিষ্কাশন ও পুনর্ব্যবহার সিস্টেম



৫. বিউটি ও কসমেটিকস (Beauty & Skincare)

কোম্পানি / ব্র্যান্ড পণ্য / পরিষেবা
AHAVA ডেড সি প্রোডাক্ট (স্কিন কেয়ার)
Premier Dead Sea বিউটি ও স্কিন ট্রিটমেন্ট পণ্য
Lavilin ডিওডোরেন্ট, স্কিন কেয়ার



৬. খাবার ও পানীয় (Food & Beverage)

কোম্পানি / ব্র্যান্ড পণ্য / পরিষেবা
Strauss Group চকোলেট, ডেইরি, স্ন্যাকস
Osem ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, স্ন্যাকস
Tnuva দুগ্ধজাত পণ্য
SodaStream কার্বনেটেড ড্রিংক মেকার (PepsiCo owned)



এই পণ্যগুলো মূলত ইসরাইলে তৈরি বা পরিচালিত। তবে অনেক সময় এগুলো আন্তর্জাতিকভাবে অন্য কোম্পানির মাধ্যমে বাজারজাত হয়, তাই উৎস দেশ চেনা কঠিন হয়।

08/04/2025

আমার মনে হয় সরকারের উচিত কোন কোন পণ্য ইসরাইল পণ্য সেগুলো লিস্ট পাবলিকের কাছে দেয়া ।
াই_জিহাদে

06/04/2025

জিহাদের জন্য প্রস্তুত আছেন কে কে 🔫
শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন
াই_জিহাদে

06/04/2025

আল্লাহর কসম করে বলছি,যদি বাংলাদেশ থেকে কখনো গা*জার উদ্দেশ্যে কোনো টিম যায়, তাহলে দয়া করে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি অংশ নিতে চাই।
াই_জিহাদে

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kathok posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share