
06/05/2025
একটা ছোট্ট শহরের পুরনো লাইব্রেরিতে পড়ে ছিল একটি ভাঙাচোরা পিয়ানো। ধুলো-মাখা, একপাশ ভাঙা, তারের আওয়াজ পর্যন্ত ঠিক নেই। সবাই বলত, এটা শুধুই জঞ্জাল।
একদিন এক ১০ বছরের ছেলে লাইব্রেরিতে এসে চুপচাপ বসে যায় সেই পিয়ানোর সামনে। প্রতিদিন সে ঘণ্টার পর ঘণ্টা ওই ভাঙা পিয়ানোতেই বাজায়। কেউ খেয়াল করত না। একদিন এক বিদেশি ভ্রমণকারী এসে তার বাজানো শুনে থমকে দাঁড়ান। বিস্ময়ে বলেন, “তুমি কোথায় শিখেছো?”
ছেলেটি হেসে বলে, “আমি তো শুধু শব্দ খুঁজি।”
সেই বিদেশি ছিলেন এক বিশ্বখ্যাত মিউজিক কোম্পানির পরিচালক। কয়েক মাসের মধ্যেই ছেলেটি ইন্টারনেটে ভাইরাল হয়—“The Boy with the Broken Piano” নামে। সারা দুনিয়ার মানুষ ভালোবাসা জানাতে থাকে।
কিন্তু ছেলেটি একটুও বদলায়নি। সে এখনও প্রতিদিন আসে লাইব্রেরিতে, সেই পুরনো পিয়ানোর সামনে বসে বাজায়।
⸻
Moral of the Story:
“প্রতিভা কখনো সুযোগের অপেক্ষা করে না, সে নিজেই পথ বানিয়ে নেয়।”
ভাঙা পিয়ানো হোক বা জীবন—যদি মনে সুর থাকে, সেখান থেকেই সৃষ্টি হয় শিল্প।
#ছেলেটি_আর_পিয়ানো
#ভাঙা_তবু_সুরেলা
#একটুকু_সুর