Amar YouTube Channel

  • Home
  • Amar YouTube Channel

Amar YouTube Channel voice of genarel people

এই পোস্টারটা শুধু পোস্টার নয় এটা একটা আবেগ একটা চ্যালেঞ্জ। কোনোদিন ভেবেছিলেন যে বাংলার সুপারস্টার  #জিৎ ও বলিউডের সুপার...
22/04/2023

এই পোস্টারটা শুধু পোস্টার নয় এটা একটা আবেগ একটা চ্যালেঞ্জ। কোনোদিন ভেবেছিলেন যে বাংলার সুপারস্টার #জিৎ ও বলিউডের সুপারস্টার সালমান এর সিনেমা একই দিনে একই হলে রিলিজ করবে তাও আবার হিন্দিতে?

বাংলা সিনেমার কথা বাদই দিলাম যেখানে বলিউডের কোনো সিনেমা সালমান খান বা অন্যকোনো সুপারস্টার এর সিনেমার রিলিজ দেট এড়িয়ে চলে ,সেখানে কোনো বাংলা সিনেমার সুপারস্টার একই দিনে একই হলে তার হিন্দি ডাবিং সিনেমা মুক্তি করানোর সাহস দেখাবে তাও সেই হলে যেখানে সালমান খানের সিনেমা মুক্তি পাচ্ছে এটা ভাবাই কঠিন ছিল আজ পর্যন্ত।

জিৎ এর চেঙ্গিস চলছে মুম্বাইয়ের বেশ কিছু হলে যেখানে সালমান খানের সিনেমাকে পর্দা ভাগ করে নিতে হয়েছে #চেঙ্গিস এর সাথে।

এই জন্যে সুপারস্টার জিৎ -এর সাহসিকতা ও আত্মবিশ্বাসকে কুর্নিশ জানাতেই হয়।
জিৎ মানুষটাই হয়তো আলাদা তাইতো যখন বাঙালি দর্শক সিনেমা হল বিমুখ হয়েছিল তখনই "সাথী ' সিনেমার মাধ্যমে আবারও দর্শকদের বুঝিয়ে দিয়েছিল যে প্রসেনজিৎ, চিরঞ্জিত এর পরেও বাংলা সিনেমা একজন নতুন হিরো পেয়েছে যাকে দেখে নতুন প্রজন্ম বলতে পারে বাংলাতেও সুপারস্টার আছে আর তার নাম #জিৎ।
আবারো ২০২২- ২৩ কলে যখন বাংলার ২-৩ টি সিনেমা হিট করলেও বেশীরভাগ সিনেমা ফ্লপ করেছে ঠিক সেই সময়ই আবারো জিৎ হয়তো বাংলা সিনেমাকে পুনঃজীবন দিতে হাল ধরেছে চেঙ্গিস সিনেমার মাধ্যমে।

তবে এবার শুধু হিট নয় জিৎ এর লক্ষ সারা দেশ ব্যাপী বাংলা সিনেমাকে সকল দর্শকদের কাছে তুলে ধরা, আর সেটা না হওয়ারই বা কি আছে ? যেখানে একই দেশে তামিল সিনেমা হিন্দিতে ডাবিং করে বিরাট অঙ্কের সাফল্য পেয়েছে সেখানে বাংলার কোনো সিনেমা সেই সুযোগ কেনো হাত ছাড়া করবে?

তবে এই প্রতিযোগিতা মোটেও সহজ নয় , নিপুণ দক্ষতা, বিপুল অর্থ , আত্মবিশ্বাস , বিরাট আর্থিক ঝুঁকি এই সকল কিছু সঙ্গে করে নিয়ে জিৎ ঝাপিয়েছে এই সমুদ্রে ।
হয়তো চেঙ্গিস এর সাফল্য বাংলা সিনেমাকে আবারো নতুন পথ দেখাবে ,হয়তো এর সাফল্য পরেও অনেক বাঙালি পরিচালক - প্রযোজককে উৎসাহিত করবে তাদের সিনেমা হিন্দিতে রিলিজ করানোর জন্যে, হয়তো পরে এটাই একটা ধারায় পরিণত হবে বাংলা সিনেমার ক্ষেত্রে।
তবে চেঙ্গিস সফল হোক বা অসফল যাই হোক এই বিষয়টি পরিষ্কার যে জিৎ এর আগে এই ঝুঁকি কেউ নেয়নি এবং যদি আগামীদিনে সকল বাংলা সিনেমা হিন্দিতেও রিলিজ করে তবে এই পথের আবিষ্কর্তা হয়ে জিৎ - ই থেকে যাবে।

তবে প্রথম দিনের সারা দেশে বিপুল সাফল্য পেয়েছে চেঙ্গিস , প্রথম দিনের শেষে দেশ ব্যাপী আরো ১৫০ টি সিনেমা হল চেঙ্গিস এর শো নিয়েছে। বাঙালি হিসেবে আশা রাখবো তামিল ফ্লিম ইন্ড্রস্টি যা পেরেছে আমরাও সেটা পারবো।

#চেঙ্গিস এর জন্যে অনেক শুভকামনা ও বাংলার সুপারস্টার #জিৎ তোমায় অনেক অভিনন্দন ।
✍🏻 - swayambhu Mazumder

10/11/2022

আজ টিমটাকে যখন এলোমেলো দেখাচ্ছিল ,মনে হচ্ছিলো কিছু একটা সমস্যা হচ্ছে তখন এই মানুষটার প্রয়োজন অনুভব করছিলাম।

05/10/2021

🕉️ শুভ মহালয়া 🙏🏻

26/09/2021
10/08/2021

This is the collected video.
🟡 The sole purpose of serving it is that not everyone will like your work because everyone has a different point of view but should do what is needed for the immediate situation.🔴

29/07/2021
26/05/2021

😀😂

25/05/2021
Like & subscribe 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
20/03/2021

Like & subscribe 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

🐠 the game of and lighten your mind with beautiful melody. Take away your fatigue and if you like.🐠

"হাতি পুকুর" - যার বর্তমান নাম " সিরাজ উদ্যান" জানাজায় এই নামটির সাথে ইতিহাস জুড়ে। সিরাজউদ্দৌলা কলকাতায় আসলে তার হাতি...
21/02/2021

"হাতি পুকুর" - যার বর্তমান নাম " সিরাজ উদ্যান" জানাজায় এই নামটির সাথে ইতিহাস জুড়ে। সিরাজউদ্দৌলা কলকাতায় আসলে তার হাতি ও ঘোড়া এই পুকুর চত্বরেই রাখা হতো। এই পুকুরকেই বেছে নিয়েছিলেন পশুদের বিশ্রাম নেওয়া ও জল খাওয়ায় জন্য। সেখান থেকেই এই পুকুরের নাম হাতি পুকুর। বর্তমানে হাতি ও ঘোড়া না থাকলেও এই জায়গাটি একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবেই পরিচিত। পশ্চিমবঙ্গ সরকার এই অঞ্চলটি সাজিয়ে বর্তমানে মানুষের একটি আকর্ষণীয় স্থান হিসেবেই গড়ে তুলেছে। বোটিং ও টয়ট্রেন চরার সুযোগ থাকবে এখানে গেলে।
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼 new destination.

Address

TX

Telephone

+19038533348

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar YouTube Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar YouTube Channel:

  • Want your business to be the top-listed Media Company?

Share