শ্রাবণী 'স Nest in Italy

  • Home
  • শ্রাবণী 'স Nest in Italy

শ্রাবণী 'স Nest in Italy �Allah�
(3)

নরমালি আমার ছেলেকে আমি বাঙালী শপ গুলো থেকে কেনা কিছু খাওয়াই না।আর কেনো জানিনা আমার ছেলেও পছন্দ করে না।দিলেও নিতে চায় না।...
06/06/2024

নরমালি আমার ছেলেকে আমি বাঙালী শপ গুলো থেকে কেনা কিছু খাওয়াই না।আর কেনো জানিনা আমার ছেলেও পছন্দ করে না।দিলেও নিতে চায় না।আমি নিজে খাই ওর পাপা ও খায় যেহেতু আমাদের পাকস্থলী সব পচা পচা খাবার খেয়ে অভ্যস্ত। হঠাৎ করে আমার ছেলেটার একটু পেট খারাপ হওয়ায় ভাবলাম যে বাঙালী শপ থেকে একটু খেজুর এর গুড় আনিয়ে লবন পানি দিয়ে খাবার স্যালাইন বানিয়ে খাওয়াই।রাতে ত ইন্সট্যান্ট বানিয়ে ঘুমের মধ্যে ফিডার এ খাইয়ে দিয়েছি।সকালে দেখি সাদা ফিডার খয়েরি আর রানী গোলাপি কালার হয়ে আছে।আর রাতে সাদা একটা বাটিতে সকালে খাওয়ানোর জন্য অল্প একটু গুড় ভিজিয়ে রাখছিলাম। সকালে গুড় গলে বাটির নিচে জমা হওয়া খয়েরী গুড়ের দানা হাতে ঘষা দিলাম দেখলাম একদম পুরাপুরি রানী গোলাপি রং হাতে আর বাটিতে।
আপনারা একটু বলেন ত এটা কি আদোও সত্যি গুড় নাকি অনেক রঙ আর আজেবাজে জিনিস দিয়ে বানানো কিছু একটা????????? ☹️☹️
তারপর আর কি? এটা আর খাওয়াইনি বাসায় অর্গানিক ইতালিয়ান লাল চিনি ছিলো সেটা দিয়ে পানি আর ২ চিমটি লবন দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি।
রাতে একবার ওই গুড়ের পানি টা খাইয়ে এখন খুব আফসোস হচ্ছে🥹🥹🥹🥹এমনিতেই পেট টা খারাপ তার উপর কি না কি খাওয়াইলাম আল্লাহই ভালো জানে🥲🥲🥲
মাশাআল্লাহ 🧡🧡
আল্লাহুমা বারিক লাহা 🧡

“দুদন্ড বসে জিরিয়ে নিয়ে গোটাখানেক কথা বলা,দুই চারটা ফুল,বেলির মালা,খোঁপার গাজরা কিংবা সুন্দর আকাশভাঙা চাঁদ”-কখনো কখনো ম-...
26/05/2024

“দুদন্ড বসে জিরিয়ে নিয়ে গোটাখানেক কথা বলা,দুই চারটা ফুল,বেলির মালা,খোঁপার গাজরা কিংবা সুন্দর আকাশভাঙা চাঁদ”-কখনো কখনো ম-রে যেতে চাওয়া মানুষকেও বাঁচিয়ে তোলে!

কোনোদিন যে সুখের স্বাদ পায়নি,বহুদিন হাসেনি,গল্প শোনায়নি-এক জীবনে তারে একটু সুখ কি এনে দেয়া যায়না? ওতোটা অপরাধী তো সে নয়!
বি.দ্র: ছবিতে আমার নিজ হাতে বানানো ছেলের জন্মদিন এর কেইক। ভেবেছিলাম আস্তে ধীরে সুন্দর করে বানাবো। লাস্ট পর্যন্ত এতো তাড়াহুড়ো করে বানাইতে হইছে যে ফুলগুলাও বাকা ত্যাড়া করে বসাইতে হইছে😬।তবে দেখতে যাই হোক টেস্ট কিন্তু একদম ১০০% হইছিলো আলহামদুলিল্লাহ।।।

এই যে ভাই জি র জন্মদিন বলে ভাবলাম যে বানাতে গেলে অনেক ঝামেলা যাই কোন একটা ইতালিয়ান শপ থেকে একটা কেইক কিনে নিয়ে আসি ওর জন...
06/05/2024

এই যে ভাই জি র জন্মদিন বলে ভাবলাম যে বানাতে গেলে অনেক ঝামেলা যাই কোন একটা ইতালিয়ান শপ থেকে একটা কেইক কিনে নিয়ে আসি ওর জন্য। এই ভেবে সকাল এ বের হলাম গিয়ে দেখলাম একদম নরমাল, পিচ্চি আর দেখতেই মনে হচ্ছে মজা খুব একটা হবে না তাও ভাবলাম যে দাম জিজ্ঞাসা করে দেখি ১০-১৫ ইউরো হলে নিয়ে নিবো। কিন্তু না আমাকে দাম বলল ২৪ ইউরো যেটা বাংলা টাকায় প্রায় ৩০০০ টাকা। এইটা কোন কথা? তারপর ভাবলাম কষ্ট হলেও আজকে নিজেই বানিয়ে ফেলবো। তারপর মোটামুটি ২ ঘন্টা হেটে ৩ টা সুপারশপ এ গিয়ে কেইক এর যা যা লাগবে কিনলাম।আগের খুব বেশি কেনার অভিজ্ঞতা নাই দেখে ২-৩ সুপারশপ ঘুরতে হইছে😒😒।তারপর বাসায় এসে ৩-৪ ঘন্টার চেষ্টায় এই যে সুন্দর ইয়া বড় পিংক কালার মোটামুটি ভালোই মজা কেইক টা বানিয়ে ফেললাম।আলহামদুলিল্লাহ যতটুকু চাইছিলাম অনেকটাই ততটুকুই হইছে😍😍😍😍😍আর সব মিলিয়ে মনে হয় এই কেইক টার পিছনে ১০ ইউরো ও খরচ হয় নাই
আমার মতো অকর্মের ঢেকি টাও বিদেশ এ এসে দিন দিন একটু কাজের হচ্ছি মনে হচ্ছে🙊🙊🙊

06/05/2024

অবশ্যই আল্লাহ আমাকে তাই দিবেন যা আমার জন্য অতি উত্তম এবং কল্যাণকর🥹

পিজ্জা 😋😋😋বাংলাদেশের পিজ্জা অনেক বেশি আনহেলদি আর কেনো জানিনা আমার খুব একটা পছন্দ ছিল না।কিন্তু পিজ্জার জন্মস্থান এ এসে দ...
03/05/2024

পিজ্জা 😋😋😋
বাংলাদেশের পিজ্জা অনেক বেশি আনহেলদি আর কেনো জানিনা আমার খুব একটা পছন্দ ছিল না।কিন্তু পিজ্জার জন্মস্থান এ এসে দেখলাম দিনের যেকোনো একটা মিল নেওয়ার জন্য পিজ্জাও একটা হেলদি অপশন।
আর এখন অফ ডে তে এটা না খেলে রাতে ঘুম হয় না।

আমার ত ৩ টাই কিনতে মন চায়, চেষ্টাও করি 🥺তাহলে রাজা আধা গাধা মিলিয়ে এক কথায় আমাকে কি বলা যেতে পারে????🤔
21/04/2024

আমার ত ৩ টাই কিনতে মন চায়, চেষ্টাও করি 🥺তাহলে রাজা আধা গাধা মিলিয়ে এক কথায় আমাকে কি বলা যেতে পারে????🤔

11/04/2024

বিদেশের মাটিতে আমাদের ৩ জনের ঈদ ❤️🇧🇬
আলহামদুলিল্লাহ 🥀

১.বাপ পুত ঘরের মধ্যে ঘুম এ আর আমি অন্য রুম এ ( মনের মাধুরি মিশিয়ে নুডুলস, স্যান্ডউইচ অথবা গরম এক থালা ভাত নিয়া বসে আস্তে...
08/04/2024

১.বাপ পুত ঘরের মধ্যে ঘুম এ আর আমি অন্য রুম এ ( মনের মাধুরি মিশিয়ে নুডুলস, স্যান্ডউইচ অথবা গরম এক থালা ভাত নিয়া বসে আস্তে ধীরে খাই আহ কি শান্তি!)

২.বাপ পুত বাইরে যায় ঘুরতে আর আমি প্রথমেই বিছানা টা ঝাড়ু দিয়ে টানটান করি তারপর প্রথম ১০ মিনিট চার হাত পা চার দিকে দিয়ে শুয়ে থাকি, পরের ৫ মিনিট উরাধুরা ফোন চালাই আর তারপর ঘরের জানালা টা বন্ধ করে রাত রাত ভাইব এনে আরামসে একটা ঘুম দেই 🙂

বর্তমানে এই ২ টা সুযোগ আমার জামাই দিলেই আমি খুশি হয়ে যাই,,,মালদ্বীপ অথবা সুইজারল্যান্ড এ ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললেও এতো খুশি হব না।
এমন বউ পাওয়া জামাইদের জন্য কি ভাগ্যের ব্যাপার না!?😁

~~যে লক্ষ্মণ থাকলে বুঝবেন আপনি একজন নায়িকা "শাবানা" ১. বাড়ির মুরুব্বিরা আপনাকে অনেক পছন্দ করে।২. আপনার কষ্টে বাড়ির মুরুব...
09/03/2024

~~যে লক্ষ্মণ থাকলে বুঝবেন আপনি একজন নায়িকা "শাবানা"

১. বাড়ির মুরুব্বিরা আপনাকে অনেক পছন্দ করে।

২. আপনার কষ্টে বাড়ির মুরুব্বিরাও কেঁদে ফেলে।

৩. বাসায় যাই ঘটুক সব দোষ আপনার।

৪. আপনি বাসার এত কাজ করেন, মাঝে মাঝে নিজেকে কা/জের বে/টি রহিমা মনে হয়।

৫. আপনি টুকটাক সেলাইয়ের কাজ পারেন, না পারলেও জীবনে কোন পর্যায়ে শিখতে চেয়েছিলেন।

৬. আপনার ভেতরটা কষ্টে ভরা।

৭. কষ্টে জর্জরিত হয়েও আপনি সব কিছু সহ্য করে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করেন।

৮. নিজের কষ্টের কথা আপনি কাউকে বলেন না।

৯. আপনি শাড়ি পড়তে পছন্দ করেন।

collected

19/01/2024

আজকাল কারো দুনিয়া থেকে চলে যাওয়ার কথা শুনলে মন বড্ড বেশি অশান্ত হয়,,হতো ত আগেও তবে আজকাল যেনো একটু বেশিই হয়।💔💔হয়তো তাদের কাউকে কাউকে আমি চিনিও না আমার কোন পরম আপনজন নয় তবুও প্রচন্ড মন খারাপ হয়। ২-১ রাত ঠিকঠাক ঘুম হয় না অস্থির লাগে।চোখে ভেসে উঠে আমার আপন মানুষদের,,অচেনা মানুষদের জায়গায় ত আজকে আমার আপন মানুষগুলোও থাকতে পারতো। বিদেশ এ থেকে দেশ এর কেও চলে যাওয়ার কথা শুনলে খারাপ লাগবে, অস্থির লাগবে, যন্ত্রণা হবে এটা ত নরমাল তবে প্রবাসী কেও চলে গেলে????????!!!!!!!!
দূর প্রবাস এ থেকে যখন অন্য কোন প্রবাসীর দুনিয়া থেকে চলে যাওয়ার খবর শুনি তখন বুকটা আরো বেশি মোচর দিয়ে উঠে 💔

08/01/2024

প্রিয় বাবা,মা💔💔💔🥲🥲
আহা!! কতই না যত্নে, ভালোবাসায়, পরিশ্রমে বাবারা সন্তানদের বড় করে তুলেন একটু একটু করে। কতো শত নির্ঘুম রাত জাগার পরেও সকালে রোজগার এর জন্য বেড়িয়ে যায় সন্তাদের চাহিদা মেটাতে।সেই বাবাকেও জীবন এর শেষ দিনটায় দেখতে না পারার সন্তানের নাম প্রবাসী সন্তান 💔💔💔💔💔
আমার ছোট্ট আইজান কে ওর পাপা কতই না যত্ন করেন,আগলে আগলে রাখেন হয়তো আমার শশুর ও আইজান এর পাপার জন্য তাই করতেন।আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন🤲
প্রতিটা প্রবাসী সন্তান কে যেন আল্লাহ যেকোনো উছিলায় অন্তত শেষ দেখাটুকু দেখার সুযোগ দান করেন 🥲

Address


Alerts

Be the first to know and let us send you an email when শ্রাবণী 'স Nest in Italy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share