
06/06/2024
নরমালি আমার ছেলেকে আমি বাঙালী শপ গুলো থেকে কেনা কিছু খাওয়াই না।আর কেনো জানিনা আমার ছেলেও পছন্দ করে না।দিলেও নিতে চায় না।আমি নিজে খাই ওর পাপা ও খায় যেহেতু আমাদের পাকস্থলী সব পচা পচা খাবার খেয়ে অভ্যস্ত। হঠাৎ করে আমার ছেলেটার একটু পেট খারাপ হওয়ায় ভাবলাম যে বাঙালী শপ থেকে একটু খেজুর এর গুড় আনিয়ে লবন পানি দিয়ে খাবার স্যালাইন বানিয়ে খাওয়াই।রাতে ত ইন্সট্যান্ট বানিয়ে ঘুমের মধ্যে ফিডার এ খাইয়ে দিয়েছি।সকালে দেখি সাদা ফিডার খয়েরি আর রানী গোলাপি কালার হয়ে আছে।আর রাতে সাদা একটা বাটিতে সকালে খাওয়ানোর জন্য অল্প একটু গুড় ভিজিয়ে রাখছিলাম। সকালে গুড় গলে বাটির নিচে জমা হওয়া খয়েরী গুড়ের দানা হাতে ঘষা দিলাম দেখলাম একদম পুরাপুরি রানী গোলাপি রং হাতে আর বাটিতে।
আপনারা একটু বলেন ত এটা কি আদোও সত্যি গুড় নাকি অনেক রঙ আর আজেবাজে জিনিস দিয়ে বানানো কিছু একটা????????? ☹️☹️
তারপর আর কি? এটা আর খাওয়াইনি বাসায় অর্গানিক ইতালিয়ান লাল চিনি ছিলো সেটা দিয়ে পানি আর ২ চিমটি লবন দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি।
রাতে একবার ওই গুড়ের পানি টা খাইয়ে এখন খুব আফসোস হচ্ছে🥹🥹🥹🥹এমনিতেই পেট টা খারাপ তার উপর কি না কি খাওয়াইলাম আল্লাহই ভালো জানে🥲🥲🥲
মাশাআল্লাহ 🧡🧡
আল্লাহুমা বারিক লাহা 🧡