প্রয়াস প্রকাশন - Proyas Prokashon

  • Home
  • প্রয়াস প্রকাশন - Proyas Prokashon

প্রয়াস প্রকাশন - Proyas Prokashon বিশ্ব । সাহিত্য । ইতিহাস । গবেষণা

Book : State of TerrorWriter : Thomas SuarezDescription:Why has the so-called 'conflict' in Palestine endured for over a...
15/08/2025

Book : State of Terror
Writer : Thomas Suarez

Description:

Why has the so-called 'conflict' in Palestine endured for over a century, with no resolution in sight? Tapping a trove of source documents heretofore poorly explored, Suarez challenges the prevailing narrative of a clash between Arabs and Jews as depicted by the mass media. He demonstrates historically what to honest and informed observers is obvious from the present reality: that the entire tragic history is the violent takeover of Palestine by a European settler movement that couched its goals in pretenses of messianic entitlement Zionism. Suarez details a shocking campaign of Zionist terrorism in the 1940s and 1950s that targeted anyone in the way of its goals, whether the British government, the indigenous Palestinians, or Jews. Indeed, Suárez dismisses Zionism s very raison d'etre safe haven for Jews as a cynical fraud, exposing the racial-nationalist movement as itself consummately anti-Semitic. Zionism pursued its political goals at the expense of, not for the benefit of, persecuted Jews. Today s seemingly intractable quagmire is Zionism s unfinished business, an Israeli state driven by unrequited territorial designs and the dream of ethnic 'purity'. At its root, the 'conflict ' is neither complicated nor unsolvable, but ending it will require stripping Zionism of its false narrative. Suarez attempts this by laying bare the historical record.

(Short Description From Amazon)


প্যালেস্টাইনে তথাকথিত ‘সংঘাত’ কেন শতাব্দীরও বেশি সময় ধরে চলছে এবং এর কোনো সমাধান এখনো দিগন্তে দেখা যাচ্ছে না—এই প্রশ্নের জবাব খুঁজতে সুয়ারেজ এমন এক বিশাল দলিলভাণ্ডার খুঁজে দেখেছেন, যা এর আগে খুব কমই গুরুত্বসহকারে খতিয়ে দেখা হয়েছিল। প্রচলিত গণমাধ্যমে যেভাবে এটিকে আরব বনাম ইহুদি দ্বন্দ্ব হিসেবে উপস্থাপন করা হয়, তিনি সেই বয়ানকে চ্যালেঞ্জ করেছেন। ইতিহাসের দলিল-প্রমাণ দিয়ে তিনি দেখিয়েছেন—যা সৎ ও অবহিত পর্যবেক্ষকের কাছে আজকের বাস্তবতা থেকেও স্পষ্ট—পুরো এই করুণ ইতিহাস আসলে ইউরোপীয় এক বসতি স্থাপনকারী আন্দোলনের সহিংস দখলদারির গল্প, যা তার লক্ষ্যকে আড়াল করেছে এক ধরনের ‘মেসিয়ানিক অধিকার’-এর ভণ্ড দাবির আড়ালে। এই আন্দোলনের নাম—জায়নবাদ।

সুয়ারেজ ১৯৪০ ও ১৯৫০-এর দশকে সংঘটিত এক চমকে দেওয়া জায়নবাদী সন্ত্রাস অভিযানের বিবরণ দিয়েছেন, যা তার লক্ষ্যপূরণে বাধা হয়ে দাঁড়ানো যেকোনো পক্ষকে নিশানা করেছিল—সে ব্রিটিশ সরকার হোক, প্যালেস্টাইনের স্থানীয় অধিবাসী হোক বা ইহুদিরাই হোক। প্রকৃতপক্ষে সুয়ারেজ জায়নবাদের তথাকথিত মূল উদ্দেশ্য—ইহুদিদের জন্য নিরাপদ আশ্রয়কে নিছক এক নিন্দনীয় প্রতারণা হিসেবে খারিজ করেছেন এবং দেখিয়েছেন, এই বর্ণবাদী-জাতীয়তাবাদী আন্দোলন প্রকৃত অর্থে গভীরভাবে ইহুদি-বিরোধী। জায়নবাদ তার রাজনৈতিক লক্ষ্যপূরণ করেছে নিপীড়িত ইহুদিদের কল্যাণে নয়, বরং তাদের ক্ষতির বিনিময়ে।

আজকের এই আপাত-দুরূহ ও দীর্ঘস্থায়ী অচলাবস্থা আসলে জআয়নবাদের ‘অসমাপ্ত কাজ’— একটি ইসরাইলি রাষ্ট্র নির্মাণ, যা এখনো পূর্ণ হয়নি। মূলত এই ‘সংঘাত’ না জটিল, না অসাধনীয়। কিন্তু এর অবসান ঘটাতে হলে জায়নবাদের ভুয়া বয়ানকে ভেঙে ফেলা অপরিহার্য। সুয়ারেজের প্রচেষ্টা—ঐতিহাসিক দলিল উন্মোচন করে সেই বয়ানকে চূর্ণ-বিচূর্ণ করে ফেলা।

পাঠক ও পাইকার ভাইদের উদ্দেশ্যে, প্রকাশনা জগতে বইয়ের ‘মান’ বজায় রাখার জন্য আমরা শুরু থেকেই একটি নীতি মেনে চলছি—প্রয়াস প্র...
11/08/2025

পাঠক ও পাইকার ভাইদের উদ্দেশ্যে,

প্রকাশনা জগতে বইয়ের ‘মান’ বজায় রাখার জন্য আমরা শুরু থেকেই একটি নীতি মেনে চলছি—প্রয়াস প্রকাশনের বই অনুর্ধ্ব ২৫% ছাড়ে পাওয়া যাবে, এবং বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ ৩০% ছাড় দেওয়া যেতে পারে। এর বেশি ছাড় আমরা দিই না এবং ভবিষ্যতেও দেব না।

আমরা বিশ্বাস করি, ভালো বইয়ের মূল্য তার কন্টেন্ট ও পরিশ্রমে, শুধু ছাড়ে নয়। তাই কোনো প্রাতিষ্ঠানিক অফার, সিজনাল সেল বা হঠাৎ বড় ছাড়ের আয়োজন আমাদের পক্ষ থেকে আসবে না। যখনই আপনার মনে হবে এই বইটি আপনার দরকার, তখনই সেটি সংগ্রহ করুন।

আমাদের বইয়ের দাম নির্ধারণে আমরা সবসময় চেষ্টা করেছি ন্যায্য হতে। বাজারে সমমানের বিশ্বরাজনীতি, ইতিহাস বা বুদ্ধিবৃত্তিক বইয়ের তুলনায় প্রতি ১৬ পৃষ্ঠায় গড়ে ৩–৫ টাকা কম রাখার চেষ্টা করি (প্রয়োজন অনুযায়ী কিছুটা তারতম্য হতে পারে)।
আমাদের নীতি স্পষ্ট—বইকে কখনোই সস্তা পণ্যে পরিণত করা যাবে না। অবিরাম ছাড় দিলে বাজারে বইয়ের মর্যাদা ও প্রকাশনার টিকে থাকার ক্ষমতা—দুটোই ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই পাঠক, প্রকাশক ও বুকসেলার—সবাই মিলে একটি সুস্থ বাজার সংস্কৃতি গড়ে তুলুক।

তাই আমরা বিনীতভাবে অনুরোধ করছি—প্রয়াস প্রকাশনের বই ৩০% এর বেশি ছাড়ে সংগ্রহ না করতে। আমাদের সহযোগী বুকসেলার ও পাইকার ভাইয়েরা এই নীতিকে সম্মান করলে সবাই লাভবান হবেন।
যারা অনলাইনে বা অফলাইনে বই বিক্রি করেন, তাদের জন্যও এই নীতি প্রযোজ্য। আমরা চাই সবাই ন্যায্য মূল্যে বই বিক্রি করুন, যেন বই বিক্রয় একটি দীর্ঘমেয়াদি, টেকসই ব্যবসা হয়ে থাকে।
আপনার সহযোগিতা ও বিশ্বাসের জন্য ধন্যবাদ।
ভালো বই কিনুন, ন্যায্য দাম দিয়ে।

১১-৮-২৫

প্রয়াস প্রকাশন
কওমি মার্কেট, বাংলাবাজার, ঢাকা
01615233261 (Call & What'sApp)

দ্রুতই আসছে প্রি-অর্ডার... Publishing August-25
08/08/2025

দ্রুতই আসছে প্রি-অর্ডার...

Publishing August-25

04/08/2025

ইহুদি, ইসরাইল ও ফিলিস্তিন নিয়ে আপনার কী কী বই পড়া আছে? আর কোনটা কোনটা পড়তে চাচ্ছেন?

03/08/2025

“ইসরাইল : একটি সন্ত্রাসবাদী রাষ্ট্রের উপাখ্যান” ৩৫০+ পৃষ্ঠার বইটিতে তথ্যসূত্র আছে প্রায় ৭০০+ প্লাস এবং সূত্র সম্বলিত পৃষ্ঠা আছে ৬০+

আপনি কি চান এ ৬০ পৃষ্ঠা বইয়ের শেষে মুদিত হোক নাকি বইয়ে কিউআর কোড পদ্ধতিতে পিডিএফ আকারে থাকুক।

অনেকে জানতে চেয়েছেন, এই বই কবে পাব?আপনিও কি অপেক্ষায় বইটির জন্য?
02/08/2025

অনেকে জানতে চেয়েছেন, এই বই কবে পাব?

আপনিও কি অপেক্ষায় বইটির জন্য?

এই প্রচ্ছদের পেছনে লুকিয়ে আছে দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর চিত্র, যা আমাদের দেখতে দেওয়া হয়নি। কিন্তু বইটি এবার দেখাবে সেই সুপর...
01/08/2025

এই প্রচ্ছদের পেছনে লুকিয়ে আছে দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর চিত্র, যা আমাদের দেখতে দেওয়া হয়নি। কিন্তু বইটি এবার দেখাবে সেই সুপরিকল্পিত চিত্র।

বই সম্পর্কে লিখত গেলে আরও লিখতেই থাকবো তবুও শেষ হবে না লিখা। তবে লেখক আফ*গা*নি*স্তানের রুক্ষ, বৈরী প্রকৃতির যে বর্ণণা দি...
31/07/2025

বই সম্পর্কে লিখত গেলে আরও লিখতেই থাকবো তবুও শেষ হবে না লিখা। তবে লেখক আফ*গা*নি*স্তানের রুক্ষ, বৈরী প্রকৃতির যে বর্ণণা দিয়েছেন তাতে লেখকের সাথে সাথে পাঠকেরও অনেক জায়গায় সফর হয়ে যায়। অনুবাদ যথেষ্ট সহজ সরল ভাষায় প্রাঞ্জল ও সাবলীল থাকায় পুরো সফরের বর্ণণা নির্বিঘ্নে পড়া গেছে। অনুবাদক যথাসম্ভব চেষ্টা করেছেন মূল লেখার ভাবাবেগ ঠিক রেখে শব্দচয়ন করার আর পাঠকদের সঠিক ইতিহাসের পাঠ দেয়ার।

দীর্ঘ রিভিউর অংশ বিশেষ
পাঠিয়েছেন- Mahbubul Hassan

আসছে... প্রায় লক্ষাধিক শব্দে দুর্দান্ত ধাঁচের একটি হিস্টোরিক্যাল এনালাইসিস, প্রতিটি তথ্যে এমন সব সূত্র এনেছেন লেখক , অবা...
30/07/2025

আসছে...
প্রায় লক্ষাধিক শব্দে দুর্দান্ত ধাঁচের একটি হিস্টোরিক্যাল এনালাইসিস, প্রতিটি তথ্যে এমন সব সূত্র এনেছেন লেখক , অবাক-বিস্ময়ে পাঠক তাকিয়ে থাকবে।

29/07/2025

আমাদের প্রথম বই “কে তিনি”। পরিশ্রম, স্বপ্ন-সফলতা এবং ভালোবাসার দীর্ঘ সময়ের পর দ্বিতীয় কিস্তি আসতে চলেছে।
আসবে? প্রথমটা পড়েছেন?

একটা প্রচ্ছদে কত প্রচেষ্টা! কত নির্ঘুম ভাবনা।
28/07/2025

একটা প্রচ্ছদে কত প্রচেষ্টা! কত নির্ঘুম ভাবনা।

সকল বিতর্ক আর দলাদলির বাইরে  প্রাণগুলো সবশেষে অগ্নিদগ্ধ, যন্ত্রণায় ছটফটে, মা-বাবাকে স্মৃতির শোকে ভাসিয়ে চির বিদায়ের পথে।...
21/07/2025

সকল বিতর্ক আর দলাদলির বাইরে প্রাণগুলো সবশেষে অগ্নিদগ্ধ, যন্ত্রণায় ছটফটে, মা-বাবাকে স্মৃতির শোকে ভাসিয়ে চির বিদায়ের পথে।
একটু আলোচনা, সত্য উন্মোচন বা সমবেদনা তারপরই তো আড়ালের ইতিহাসে ঠাঁই। কিন্তু সে মা-বাবা। নিষ্পাপ সে প্রাণ।
সন্দেহ সত্য না হোক, স্বার্থের দায়ে আর কোনো প্রাণ না ঝরুক। ধৈর্য এবং উত্তম সন্তান এসে আলোকিত করুক প্রতিটি মা বাবার শোকার্ত হৃদয়কে।

Address


Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when প্রয়াস প্রকাশন - Proyas Prokashon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Opening Hours
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share