23/12/2025
"শহীদরা শুধু ইতিহাসের পাতায় নাম লিখে যায় না। তারা আমাদের জন্য জীবন উৎসর্গ করেছে। তাদের ত্যাগ চিরকাল অমলিন, আর জান্নাতে তারা মর্যাদার সঙ্গে বসবাস করে।
তাদের সাহস আমাদের পথ দেখায়, তাদের স্বপ্ন আমাদের প্রেরণা। আমরা যদি তাদের আদর্শে চলি, তাদের ত্যাগ অর্থপূর্ণ হবে।
শহীদরা বেঁচে আছে আমাদের হৃদয়ে, আর জান্নাতে তাদের মর্যাদা চিরন্তন। তাদের স্মৃতি আমাদের শক্তি, তাদের ত্যাগ আমাদের দিশা।"