
11/07/2025
✊ এক আদিবাসী কন্যার স্বপ্ন পূরণের জেদ
মালতী মুর্মু — এক সংগ্রামী নারী, যিনি তাঁর গ্রামের শিশুদের জন্য একটি বড় স্বপ্ন দেখেছিলেন এবং তা পূরণ করার সংকল্প নিয়েছিলেন।
২০২০ সাল থেকে তিনি নিজের বাড়িটিকেই বিদ্যালয়ে পরিণত করেছেন, যেখানে তিনি গ্রামের ৮৫টি পরিবারের শিশুদের পড়াচ্ছেন।
পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের ‘হিলটপ’ থেকে প্রায় ২৫ কিমি দূরে একটি প্রত্যন্ত ও পশ্চাদপদ গ্রাম — জিলিং সেরেং। সেখানকার এক সাধারণ গৃহবধূ মালতী, কোলে মাত্র দুই মাসের ছোট্ট সন্তান নিয়েই এখন এর বেশি শিশুকে বিনামূল্যে শিক্ষা দিচ্ছেন।
গ্রাম থেকে সরকারি স্কুল অনেক দূরে হওয়ায় অধিকাংশ শিশু নিয়মিত স্কুলে যেতে পারত না।
২০২০ সালে যখন লকডাউনের কারণে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছিল শিশুরা, তখন মালতী দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন —
"এবার আমি আমার বাড়িতেই স্কুল চালাবো, আর সবাইকে বিনামূল্যে পড়াবো।"
কয়েকজন শিশুকে নিয়ে শুরু হয়েছিল পথচলা। ধীরে ধীরে গোটা গ্রামের ছেলেমেয়েরা মালতী দিদির কাছে পড়তে আসতে শুরু করে।
শুরুর দিকে তাঁর স্বামীর আপত্তি ছিল, কিন্তু মালতীর অটল মনোবলের সামনে তিনিও নতিস্বীকার করেন।
পরবর্তীতে তিনিও মালতীর এই মহান কাজে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়ান।
আজ, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে মালতী দিদি শুধু নিজের গ্রামেরই নয়,
সমগ্র ভারতবর্ষের গর্ব ও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।
🙏 আমরা তাঁকে হৃদয় থেকে প্রণাম করি ও গভীর সম্মান জানাই।