19/10/2024
প্রিয়পরম শ্রীশ্রীঠাকুরের আশীর্ব্বাদে ইষ্ট এবং ইষ্টানুসরণ প্রসঙ্গে বলা তাঁর কথাগুলির একটি অনবদ্য সংকলন পূজ্যপাদ শ্রীবিদ্যুৎরঞ্জন চক্রবর্তী সংকলিত " ইষ্ট এবং ইষ্টানুসরণ প্রসঙ্গ"।
ইষ্ট কথার অর্থ মঙ্গল। মানুষমাত্রেই নিজ মঙ্গলের পিয়াসী ও প্রয়াসী। কিন্তু সেই মঙ্গল থাকে তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে। এই অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকা মানুষের আকাঙ্খিত মঙ্গল তাকে বাস্তবে মঙ্গলের অধিকারী ক'রে তোলার জন্যই যুগে-যুগে নরবপু আশ্রয় ক'রে পুরুষোত্তম মহিমায় ব্যক্ত হ'য়ে থাকে। সেই ব্যক্ত পুরুষই অব্যক্ত ঈশ্বরের বাস্তব মূর্তি। এবং তিনিই মানুষের ইষ্ট-মূর্ত মঙ্গল। তাঁকে নিশর্ত অনুসরণের মধ্য দিয়েই মানুষ প্রকৃত মঙ্গলের অধিকারী হ'তে পারে। আর, তাঁকে অনুসরণ করা মানে তাঁর বলাগুলির অনুসরণ করা, তাঁর নীতি- নিৰ্দ্দেশের বা অনুশাসন-বাক্যের অনুসরণ করা। যে অনুশাসনের অনুরাগ-উচ্ছল, সক্রিয় এবং অবিকৃত অনুসরণে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান হয়, মানুষ কামক্রোধাদি প্রবৃত্তিকে বশ ক'রে অখণ্ড ব্যক্তিত্বের অধিকারী হয় এবং এই অখণ্ড ব্যক্তিত্বে প্রতিষ্ঠিত ব্যক্তিই হ'তে পারে তার নিজের, নিজ পরিবারের, ব্যষ্টিসহ পরিবেশের সর্ব্ববিধ মঙ্গলের সার্থক ও সমর্থ হোতা।
এমনতর ইষ্ট-পুরুষ, গুরু-পুরুষোত্তমই জগতের প্রকৃত মঙ্গলাকাঙ্খী। তিনি যা-কিছু বলেন সবই ইষ্ট প্রসঙ্গ, ইষ্টানুসরণ প্রসঙ্গ। এই সংকলনে পরমশ্রদ্ধাস্পদ শ্রীপ্রফুল্ল কুমার দাস সংকলিত মহাগ্রন্থ 'আলোচনা প্রসঙ্গে'-র এ পর্যন্ত প্রকাশিত বাইশটি খণ্ড থেকে ইষ্ট এবং ইষ্টানুসরণ প্রসঙ্গে বিভিন্ন জনের প্রশ্নের উত্তরে
শ্রীশ্রীঠাকুর যা বলেছেন তারই কিছু কথা সংকলিত হয়েছে। উত্তর-বৈচিত্র্যের জন্য একই ধরনের অনেক প্রশ্ন সচেতনভাবেই রাখা হয়েছে। প্রত্যেক প্রশ্নোত্তরের শেষে আলোচনা-প্রসঙ্গের (আ.প্র.) খণ্ড সংখ্যা, তারিখ, মাস ও সাল উল্লিখিত হয়েছে। যাতে আগ্রহী পাঠক প্রয়োজনে মূল বই-এর সাহায্য নিতে পারেন।
আমাদের জীবনে ইষ্টের স্থান কোথায়, তাঁর সাথে আমাদের সম্পর্ক কতটা গভীর, ইষ্টানুসরণে আমাদের কেমন হওয়া উচিত, পারিপার্শ্বিকের সাথে আমাদের সম্বন্ধই বা কেমন হওয়া দরকার ইত্যাদি সম্বন্ধে এই সংকলনে বিশেষ ভাবে আলোচিত হয়েছে। যা সৎসঙ্গী মাত্রই অতিঅবশ্য পাঠ্য ও নিয়ত সংগ্রহে রাখা আব্যশক।
পরিশেষে সকলে জয়গুরু।