The Digital News Paper

  • Home
  • The Digital News Paper

The Digital News Paper We creates News, Videos.

তারকাদের দাদাগিরি...দাদাগিরির মঞ্চে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে টলিউডের তারকারা৷ রয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্য...
02/12/2021

তারকাদের দাদাগিরি...

দাদাগিরির মঞ্চে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে টলিউডের তারকারা৷ রয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, দুই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও পায়ের সরকার এবং অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়৷

ছবিতে দেখা না গেলেও আছেন অভিনেতা ঋদ্ধি সেন এবং অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়৷




বাংলাদেশের অভিনেত্রী মেহাজাবিন চৌধুরী।
02/12/2021

বাংলাদেশের অভিনেত্রী মেহাজাবিন চৌধুরী।




প্রাক্তন ও বর্তমান...ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
30/11/2021

প্রাক্তন ও বর্তমান...

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।




ওমিক্রনের খুঁটিনাটি...
30/11/2021

ওমিক্রনের খুঁটিনাটি...



টিকিট কাটুন মোবাইল অ্যাপে...
30/11/2021

টিকিট কাটুন মোবাইল অ্যাপে...



কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠকে থাকবে না তৃণমূল। জানিয়ে দিলেন দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। All India Trinamool Congre...
28/11/2021

কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠকে থাকবে না তৃণমূল। জানিয়ে দিলেন দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।


All India Trinamool Congress



President Ram Nath Kovind performed 'Ganga Aarti' in Rishikesh.Pic & Post Courtesy :
28/11/2021

President Ram Nath Kovind performed 'Ganga Aarti' in Rishikesh.

Pic & Post Courtesy :






সংসদে সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপের অভিযোগ তুলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।    ...
28/11/2021

সংসদে সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপের অভিযোগ তুলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।





প্রচারে লিয়েন্ডার...গোয়ায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে লিয়েন্ডার পেজ।
23/11/2021

প্রচারে লিয়েন্ডার...

গোয়ায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে লিয়েন্ডার পেজ।





বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানকে বীর চক্র দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
23/11/2021

বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানকে বীর চক্র দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।





25 নভেম্বর থেকে মেট্রো রেলে আগের মতো টোকেন সিস্টেম চালু হচ্ছে। আর স্মার্ট কার্ড বাধ্যতামূলক নয়।
22/11/2021

25 নভেম্বর থেকে মেট্রো রেলে আগের মতো টোকেন সিস্টেম চালু হচ্ছে। আর স্মার্ট কার্ড বাধ্যতামূলক নয়।


তৃণমূল কংগ্রেসের মুখপত্র Jago Bangla Digital থেকে ফেসবুকে পোস্ট করে এই অভিযোগ করা হয়েছে।AITC Tripura All India Trinamool...
22/11/2021

তৃণমূল কংগ্রেসের মুখপত্র Jago Bangla Digital থেকে ফেসবুকে পোস্ট করে এই অভিযোগ করা হয়েছে।

AITC Tripura
All India Trinamool Congress


জুটিতে-ছুটিতেছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সেই অবসরেই তুলেছেন সেল্ফি।
21/11/2021

জুটিতে-ছুটিতে

ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সেই অবসরেই তুলেছেন সেল্ফি।







চাঁদের হাট...
20/11/2021

চাঁদের হাট...






মোদী কি ভারতীয় রাজনীতির 'বাজিগর' হতে পারবেন?শাহরুখ খানের সেই বিখ্যাত সিনেমা। যে সিনেমার নাম ছিল বাজিগর। গোদা বাংলায় বাজি...
19/11/2021

মোদী কি ভারতীয় রাজনীতির 'বাজিগর' হতে পারবেন?

শাহরুখ খানের সেই বিখ্যাত সিনেমা। যে সিনেমার নাম ছিল বাজিগর। গোদা বাংলায় বাজি যে জিতে নেয়। সিনেমায় শাহরুখের মুখে একটি সংলাপ ছিল, "হার কে জিতনে ওয়ালে কো বাজিগর ক্যাহতে হ্যায়।" মানে হেরে গিয়েও যে জিতে যায়, তাকেই বাজিগর বলে।

এবার আশা করছি বুঝতে পারছেন যে এই লেখার শিরোনাম কেন এমন দিলাম। প্রধানমন্ত্রী আজ (১৯.১১.২০২১) সকালে যে 'বিস্ফোরণ' ঘটিয়েছেন, সেটাকে অনেকেই তাঁর হার বলে মনে করছেন। কংগ্রেস-তৃণমূলের মতো বিরোধীরা তো কয়েকধাপ এগিয়ে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণাকে নরেন্দ্র মোদীর 'অহঙ্কারের পতন' বলে মনে করছে।

https://m.facebook.com/story.php?story_fbid=106112011894032&id=106086391896594

প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি হার মেনে নিলেন? প্রশ্ন উঠবেই। কারণ, তিনি ভারতবাসীকে সাহসী সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। তিনিই আত্ম-নির্ভর হতে উৎসাহিত করেছিলেন। তিনিই গত সাত বছরে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যে বারবার তাঁকে 'অকুতোভয়' তকমা দিয়েছে। যিনি নোটবন্দি করলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিলেন, তিনি আচমকা কেন এমন সিদ্ধান্ত নিলেন? এই প্রশ্নের উত্তর তো দিতেই হবে।

দিনভর সোশ্যাল মিডিয়ায় যা দেখলাম, তাতে বিজেপির নিচুতলার কর্মীরা অসন্তুষ্ট। তাঁদের কাছে মোদী মানেই 'মিস্টার ৫৬ ইঞ্চি'। হার স্বীকার করে নেওয়া মোদীকে তাঁরা দেখতে নারাজ। স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর দিতে তো হবেই।

কিন্তু উত্তর কে দেবেন? প্রধানমন্ত্রী নিজে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন না। তাঁর দলের নেতারা সোশ্যাল মিডিয়ায় তাঁকে 'স্টেটসম্যান' বানিয়ে কাজ সেরেছেন। মুখে সবার কুলুপ। সাত সকালের শক বোধহয় কেউ নিতে পারেননি। বিভিন্ন রাজ্যের নেতারা দিল্লির নির্দেশের অপেক্ষায় মিডিয়ার সঙ্গে লুকোচুরি করেছেন দিনভর।

জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী অবশ্য ভাঙব তবু মচকাবো না মোডে ছিলেন। মিনিট তিনেক ধরে বুঝিয়েছেন এই তিন কৃষি কেন দেশের জন্য উপকারি হতে পারত। তার পর দুম করে প্রত্যাহারের ঘোষণা করেছেন।

আইন যদি ভালোই হবে তবে বাতিল হল না কেন? আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিজেপির নেতা-কর্মীরা। শুধু অধুনা বিজেপি হওয়া এক নেতা দেখলাম মোদীর এই পদক্ষেপকে বাঘের শিকার ধরার সঙ্গে তুলনা করেছেন। বাঘের মতোই দু'পা এগোতে আপাতত এক পা পিছিয়ে গেলেন মোদী। তাঁর অন্তত তেমনই দাবি।

সেই কারণেই শিরনামে প্রশ্ন তুলেছি, মোদীই ভারতীয় রাজনীতির বাজিগর কি না!

কারণ, কোথায় যেন মনে হচ্ছে এই সিদ্ধান্তে মুখ পুড়বে, সমালোচনা হবে, রাজনৈতিক খিল্লি হবে, সেটা জানা সত্ত্বেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নরেন্দ্র মোদির একার নয়। এমনকি এই সিদ্ধান্ত মোদি সরকার একা নেয়নি৷ বরং এই সিদ্ধান্তের পিছনে গেরুয়া থিঙ্কট্যাঙ্কের ছায়া দেখা যাচ্ছে। হয়তো নাগপুর থেকেই এই নির্দেশ দেওয়া হয়েছিল।

https://m.facebook.com/story.php?story_fbid=106572905181276&id=106086391896594

কারণ, সামনে অনেক পথ বাকি। ইস্তেহারে থাকা বা গেরুয়া শিবির যে ইস্যুগুলি নিয়ে দীর্ঘদিন ধরে সরব, সেগুলির অনেক কিছু পূরণ হয়নি। সেই প্রতিশ্রুতি পূরণ করতে চাইলে সরকারে থাকা জরুরি।

ভারতীয় রাজনীতির অন্যতম মিথ হল উত্তর প্রদেশ যার, দিল্লি তার। উত্তর প্রদেশ হারালে দিল্লি অনেক দূর হয়ে যায়। তাছাড়া ২০২৪ সালে যে আসনগুলিতে কংগ্রেসের সঙ্গে বিজেপিকে সরাসরি লড়াই করতে হবে, তার বেশিরভাগই হিন্দি বলয়ে। যেখানকার কৃষকরা এই আইনকে পছন্দ করছিল না। আর রাকেশ টিকায়েতদের নাছোড় মনোভাব আরও সমস্যা তৈরি করছিল।

ফলে দীর্ঘমেয়াদী ফলের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই আপাতভাবে মনে হচ্ছে। কিন্তু এই হার কি ভোটের ময়দানে জয় এনে দেবে? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে মোদীও শাহরুখের মতো বলতে পারবেন, হার কে জিতনে ওয়ালে কো বাজিগর ক্যাহতে হ্যায়।"

কিন্তু যদি তা না হয়…!!





প্রয়াত নোভি কাপাডিয়া। এই ফুটবল ধারাভাষ্যকার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার তিনি প্রয়াত হলেন।
18/11/2021

প্রয়াত নোভি কাপাডিয়া। এই ফুটবল ধারাভাষ্যকার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার তিনি প্রয়াত হলেন।





বলিউডের অভিনেতা অনুপম খেরের সঙ্গে বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়
18/11/2021

বলিউডের অভিনেতা অনুপম খেরের সঙ্গে বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়





মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শচীন তেন্ডুলকর....
17/11/2021

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শচীন তেন্ডুলকর....







Address


Alerts

Be the first to know and let us send you an email when The Digital News Paper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Digital News Paper:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share