Snehaa

Snehaa sh*tty food reviewers in town?? ☠️☠️☠️

13/09/2025

ভুল জন্ম — কেন? অদ্ভুত এই পরিচয়।
যুক্তি শেখার আগে মনে বাসা বাধে ভয়; প্রশ্ন করতে না জানায় কথা গুচ্ছায় ধোঁয়া।
ভয়ের আড়ালে লুকানো শত নীরব প্রশ্ন, কণ্ঠে জমে থাকা অচেনা কথা—তাই তো সবকিছু অস্বাভাবিক লাগে।

তবু ভুল জন্মকে অপরাধ বলি না; এটিই তো আমাকে গড়ে তোলে — অদ্ভুত পরিচয়ই আমার শিক্ষকের প্রথম পাঠ।
ভয়কে চাপা রাখলে সত্য চুপ করে যায়; আমি ভয়ের মুখোমুখি দাঁড়াবো, প্রশ্ন করব, যুক্তিকে আলো করে তুলব।
অদ্ভুত হয়ে থাকা হার নয়—এই আলাদা পথেই আছে আমার বিকাশ, আমার খোঁজ, আমার উত্তর।

যেমন পৃথিবীর বুকের ভেতর আজও লুকিয়ে আছে রহস্য—সাগরের অতল তল, মরুভূমির নিঃশব্দ বালি, আকাশের নক্ষত্রে লেখা অচেনা ভাষা—
তেমনি সমাজও রহস্যে ভরা।
সামাজিক প্রতিবন্ধকতা আমাদের পথে বাঁধা ফেলে—জন্ম, লিঙ্গ, অর্থনৈতিক অসাম্য, ভিন্নতা, বিশ্বাস—সবকিছু নিয়ে।
কেউ অদ্ভুতকে “ভিন্নতা” নয়, “বাধা” বলে আখ্যা দেয়,
কেউ সাহসী প্রশ্নকে দমন করে, কেউ স্বপ্ন দেখাকে অপছন্দ করে।

কিন্তু আমি জানি—ভুল জন্ম নয়, সমাজের দৃষ্টি ভুল।
আমি সেই অদ্ভুত প্রতিচ্ছবি, যেখানে সমাজ নিজের ভয়, সীমাবদ্ধতা আর অন্যায়কে দেখতে পায়।
আমার পরিচয়ই বার্তা: প্রতিটি বাধা চ্যালেঞ্জ, প্রতিটি ভিন্নতা শক্তি, আর প্রতিটি প্রশ্ন নতুন দিগন্তের চাবি।

31/08/2025

দিন যায় কথা থাকে।

30/08/2025

Good night

30/08/2025

বন্ধু নামের মুখোশধারীরা সবসময় একই রকম—
সামনে মিষ্টি কথা, পিছনে বদনাম।
আমাকে ছোট দেখাতে গিয়ে, নিজেরাই ছোট হয়ে যাচ্ছো।

তোমাদের চরিত্রই এমন—যাকে পাও তাকেই চাটো, সামনে দাঁড়িয়ে কত অপকর্ম করছো রে ভাই!
অন্যকে হেয় করে নিজেকে বড় ভাবা শুধু ভণ্ডামি, আর এটাই তোমাদের আসল পরিচয়।
আমি চুপ থাকি বলে ভেবো না আমি অক্ষম—আমার নীরবতাই একদিন ঝড় হয়ে উঠবে।

ঈর্ষা আর মুখোশ দিয়ে আলো ঢেকে রাখা যায় না,
বরং আমার সাফল্যই তোমাদের চোখে কাঁটা হয়ে থাকবে।
মনে রেখো—বিশ্বাস ভাঙা পাপ, আর সেই পাপের হিসাব একদিন তোমাদেরই দিতে হবে।

শত্রু হলে সামনে থেকো, পিছনে ফিসফাস করে লাভ নেই।
কারণ সামনে দাঁড়িয়ে লড়াই করতে সাহস লাগে—আর সেই সাহস তোমাদের নেই। 🔥

জীবনের সবকিছু হারিয়ে গেলেও আমি জানি, আমার মা আমার জন্য সবসময় থাকবে। তবুও মাঝে মাঝে মনে হয়, মা-ও বুঝতে পারেন না আমার ভ...
20/08/2025

জীবনের সবকিছু হারিয়ে গেলেও আমি জানি, আমার মা আমার জন্য সবসময় থাকবে। তবুও মাঝে মাঝে মনে হয়, মা-ও বুঝতে পারেন না আমার ভিতরের দহন, আমার নিঃশব্দ কান্না। আমি কখনোই চাই না তাঁকে কষ্ট দিতে, অথচ সবচেয়ে কাছের মানুষ হয়েও মা-ই অনেক সময় আমাকে ভুল বোঝেন। তাঁর একটা রাগের কথা, একটা অবহেলার দৃষ্টি—আমার হৃদয়কে চুরমার করে দেয়। তবুও আমি জানি, তিনি-ই আমার পৃথিবীর একমাত্র আশ্রয়, তিনি না থাকলে আমি কেমন করে টিকে থাকব?

মা হয়তো আমার হাসি দেখে ভাবেন আমি ভালো আছি, কিন্তু তিনি কি জানেন রাতের পর রাত আমি অন্ধকার ঘরে চুপচাপ ভেঙে পড়ি? মা-ই একমাত্র মানুষ, যাকে আমি নিঃশর্তভাবে ভালোবাসি, অথচ সেই মাকেই আমি কখনো কখনো মনে করি অচেনা। মায়ের প্রতি অভিমান করলেও তাঁর ছাড়া আমি কল্পনা করতে পারি না আমার শ্বাস নেওয়া।

হয়তো একদিন আমি থাকব না, হয়তো একদিন আমার এই কষ্টগুলো হারিয়ে যাবে সময়ের স্রোতে, কিন্তু মা… আমি চাই, তুমি যেন জানো—তুমি-ই আমার সব, তুমি-ই আমার শক্তি, তুমি ছাড়া আমি কিছুই নই। আমি যদি কখনো তোমার চোখে জল এনে থাকি, তবে আমিই সবচেয়ে দোষী। মা, আমি শুধু চাই তুমি একবার সত্যি সত্যি আমার ভেতরের কষ্টটা অনুভব করো। আমার দুনিয়ায় কেউ যদি আসল হয়, সেটা তুমি ছাড়া আর কেউ নও।❤️‍🩹

As i realized there is only one women in the world who sacrificed sweet tears for your success loves you, support you al...
11/05/2025

As i realized there is only one women in the world who sacrificed sweet tears for your success loves you, support you always stand for you and helps you. She is the only person in this world who does not feel admired or puzzled by my dedication achievement.

Happy Mother's Day Mom.💜

09/05/2025

বাঙালিরা কখনোই পাকিস্তানকে বন্ধু হিসেবে মেনে নিতে পারবে না, এর পেছনে অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে।
১. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও গণহত্যা:
* ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগী স্থানীয় রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী ৩০ লক্ষ বাঙালিকে হত্যা করেছে। এই গণহত্যা ছিল মানব ইতিহাসের অন্যতম জঘন্যতম ঘটনা।
* শুধু হত্যাকাণ্ডই নয়, পাকিস্তানি বাহিনী ২ লক্ষের বেশি নারীকে ধর্ষণ ও নির্যাতন করেছে। এই নারকীয় অত্যাচার আজও বাংলাদেশের মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করে।
* বুদ্ধিজীবী হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি বাহিনী। এই সবকিছুই বাংলাদেশের মানুষ কখনোই ভুলতে পারবে না।
২. ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও ক্ষমা না চাওয়া:
* পাকিস্তান আজ পর্যন্ত ১৯৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। তাদের সরকার এবং জনগণের একটা অংশ এখনও এই ঘটনাকে অস্বীকার করে অথবা লঘু করে দেখার চেষ্টা করে।
* বাংলাদেশের পক্ষ থেকে বারবার ক্ষমা চাওয়ার দাবি জানানো হলেও পাকিস্তান তাতে কর্ণপাত করেনি। এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ দুই দেশের মধ্যে বন্ধুত্বের পথে একটি বিশাল বাধা।
৩. সম্পদের ন্যায্য হিস্যা না দেওয়া:
* দেশভাগের পর পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সম্পদ পশ্চিম পাকিস্তানে (বর্তমান পাকিস্তান) স্থানান্তরিত হয়েছিল। স্বাধীনতার পর বাংলাদেশ পাকিস্তানের কাছে সেই সম্পদের ন্যায্য হিস্যা দাবি করে।
* দীর্ঘদিন পেরিয়ে গেলেও পাকিস্তান এই ন্যায্য হিস্যা পরিশোধ করেনি। এটি বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।যদিও বর্তমানে কিছুটা স্বীয় স্বার্থের বশে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
৪. জামায়াত-শিবিরের সমর্থন:
* পাকিস্তানের বিভিন্ন সরকার ও রাজনৈতিক দল বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধী জামায়াত-ই-ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে সমর্থন জুগিয়েছে।
* যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের বিচারের সময় পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করা হয়েছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।
৫. সাংস্কৃতিক ভিন্নতা ও ভাষার প্রতি অবজ্ঞা:
* পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই পূর্ব পাকিস্তানের ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত হানা হয়েছিল। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘ আন্দোলন করতে হয়েছে।
* বাঙালিদের সংস্কৃতিকে তারা সবসময় দ্বিতীয় শ্রেণির হিসেবে দেখেছে। এই ভাষাগত ও সাংস্কৃতিক বিদ্বেষ বন্ধুত্বের পথে একটি বড় অন্তরায়।
৬. ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট:
* ভারত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ভালো নয়। এই আঞ্চলিক ভূ-রাজনৈতিক সমীকরণও বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বের পথে একটি জটিলতা তৈরি করে।
* সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে, যা পাকিস্তানের সঙ্গে গভীর বন্ধুত্বের সম্ভাবনাকে আরও কমিয়ে দিয়েছে।
যদিও সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে এবং কিছু ক্ষেত্রে কূটনৈতিক আলোচনা দেখা যাচ্ছে, তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ক্ষত এবং পাকিস্তানের ঔদ্ধত্যপূর্ণ আচরণ যতদিন থাকবে, ততদিন বাংলাদেশের মানুষ পাকিস্তানকে প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করতে দ্বিধা বোধ করবে। অতীতের তিক্ত অভিজ্ঞতা এবং ন্যায়বিচারের অভাব একটি দীর্ঘস্থায়ী আস্থার অভাব তৈরি করেছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

Father's love Maybe in another life, You’d smile and careKiss my forehead and ruffled my hair,Tell you are proud to  cal...
12/04/2025

Father's love
Maybe in another life,
You’d smile and care
Kiss my forehead and ruffled my hair,
Tell you are proud to call me your daughter
And Share millions of laughter

Maybe in another life
You’d carry me in your arms
And shield me from all the harms

Maybe in another life
You’d the best dad
The best gift i ever had
Begin loved by you was all i wanted
But now i stand here, feeling haunted

07/04/2025

যে বাঙাল তৌহিদি ভেড়ার দল সংহতি জানাইতে গিয়ে জুতার দোকানে লুটের লোভ সামলাইতে পারে নাই তারা ফিলিস্তিনের জিহাদের ময়দানে গেলে ভাঙা বিল্ডিংয়ের রড চুরি করবে ফর শিউর কেজি দরে বেচতে। বয়কট করেন ভাই বয়কেটর মানে বুঝেন। কেনাকাটা বন্ধ কইরা দিলে এমনেই তল্পিতল্পা গুটাইয়া চলে যাবে। চুরি কইরা খুব নাম কামাইছেন।
দেখেন যা ভালো মনে করেন!

26/03/2025

বড় বোন হওয়া অনেক লাভ 🥰✊🫡🫡🫡😹

17/03/2025

অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার আম্মু ফাইনালি বড় হয়ে গেছে ( আব্বুর অত্যাচারে) 🥲

16/03/2025

I was always mature for my age,
A quite soul on a chaotic stage,
I understood everyone's problem,
Yet no one saw my silent is strain
I was just a child, forced to be grown
Carrying burdens, i should have never known

Address


Alerts

Be the first to know and let us send you an email when Snehaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share