13/09/2025
ভুল জন্ম — কেন? অদ্ভুত এই পরিচয়।
যুক্তি শেখার আগে মনে বাসা বাধে ভয়; প্রশ্ন করতে না জানায় কথা গুচ্ছায় ধোঁয়া।
ভয়ের আড়ালে লুকানো শত নীরব প্রশ্ন, কণ্ঠে জমে থাকা অচেনা কথা—তাই তো সবকিছু অস্বাভাবিক লাগে।
তবু ভুল জন্মকে অপরাধ বলি না; এটিই তো আমাকে গড়ে তোলে — অদ্ভুত পরিচয়ই আমার শিক্ষকের প্রথম পাঠ।
ভয়কে চাপা রাখলে সত্য চুপ করে যায়; আমি ভয়ের মুখোমুখি দাঁড়াবো, প্রশ্ন করব, যুক্তিকে আলো করে তুলব।
অদ্ভুত হয়ে থাকা হার নয়—এই আলাদা পথেই আছে আমার বিকাশ, আমার খোঁজ, আমার উত্তর।
যেমন পৃথিবীর বুকের ভেতর আজও লুকিয়ে আছে রহস্য—সাগরের অতল তল, মরুভূমির নিঃশব্দ বালি, আকাশের নক্ষত্রে লেখা অচেনা ভাষা—
তেমনি সমাজও রহস্যে ভরা।
সামাজিক প্রতিবন্ধকতা আমাদের পথে বাঁধা ফেলে—জন্ম, লিঙ্গ, অর্থনৈতিক অসাম্য, ভিন্নতা, বিশ্বাস—সবকিছু নিয়ে।
কেউ অদ্ভুতকে “ভিন্নতা” নয়, “বাধা” বলে আখ্যা দেয়,
কেউ সাহসী প্রশ্নকে দমন করে, কেউ স্বপ্ন দেখাকে অপছন্দ করে।
কিন্তু আমি জানি—ভুল জন্ম নয়, সমাজের দৃষ্টি ভুল।
আমি সেই অদ্ভুত প্রতিচ্ছবি, যেখানে সমাজ নিজের ভয়, সীমাবদ্ধতা আর অন্যায়কে দেখতে পায়।
আমার পরিচয়ই বার্তা: প্রতিটি বাধা চ্যালেঞ্জ, প্রতিটি ভিন্নতা শক্তি, আর প্রতিটি প্রশ্ন নতুন দিগন্তের চাবি।