Wmarketings

Wmarketings Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Wmarketings, Social Media Agency, .

এই এক পোস্টে থাকছে ১২০টা AI টুলের বিশাল কালেকশন! 🤯চাকরি, বিজনেস, স্টাডি যেখানেই যান AI টুল কিন্তু লাগবেই।🟣 CHATBOT AI TO...
20/06/2025

এই এক পোস্টে থাকছে ১২০টা AI টুলের বিশাল কালেকশন! 🤯
চাকরি, বিজনেস, স্টাডি যেখানেই যান AI টুল কিন্তু লাগবেই।

🟣 CHATBOT AI TOOLS
POPAI - স্মার্ট AI অ্যাসিস্ট্যান্ট, অটোমেটেড চ্যাট সহজ করে তোলে।
Chatbase - যেকোনো ডেটাকে চ্যাটবটে রূপান্তর করুন।
Gleap - ইউজার ফিডব্যাক আর বাগ রিপোর্টিংয়ে AI সহায়তা করে।
Taskade - টাস্ক ও চ্যাট, সবই AI দিয়ে হবে।
Mindgrasp - নোট আর আইডিয়া সংগঠিত রাখে AI।
COZE - কাস্টম চ্যাটবট বানাতে পারবেন সহজেই।
Chatbot - দ্রুত অটোমেটেড চ্যাটিংয়ের জন্য।
GitMind - মাইন্ডম্যাপিং ও টিম কমিউনিকেশন হবে AI দিয়ে।
Blogseo - ব্লগ SEO হবে চ্যাটবট এর সাথে কথা বলতে বলতে।
Alli AI - SEO তে AI চ্যাটবট অ্যাসিস্ট্যান্স।
LongShot - কনটেন্ট আইডিয়া ও জেনারেশন চ্যাটবট।
Pebbley - ইউজারদের প্রশ্নের উত্তর দেয়ার চ্যাটবট।
Dialogflow - Google-এর পাওয়ারফুল চ্যাটবট প্ল্যাটফর্ম।
Sortext - স্বয়ংক্রিয়ভাবে প্রোডাক্ট সাজেশন দেয়।
Bright Eye - চ্যাটবট ও AI বিশ্লেষণ একসাথে পেয়ে যাবেন।
10web - ওয়েবসাইট তৈরীর জন্য AI চ্যাটবট।
Ballonnary - ছোট বিজনেসের জন্য চ্যাটবট।
GitFluence - কোডারদের জন্য AI চ্যাটবট।
Framer - চ্যাট আর ডিজাইন টুল একসাথে।
Playground - কাস্টম চ্যাটবট টেস্ট করার প্ল্যাটফর্ম।
Dribbble - ডিজাইনারদের চ্যাটবট কমিউনিটি।
SeaArt - চ্যাটবট দিয়ে আর্ট জেনারেশন।

🟣 WRITING AI TOOLS
HyperWrite - দ্রুত লেখালেখির জন্য AI।
Grammarly - লেখার ভুল ধরার AI।
CopyAI - কপি রাইটিং হবে এবার ১০ সেকেন্ডে।
Rytr - কনটেন্ট জেনারেশনের সহজ AI।
MarsAI - ডেটা ড্রিভেন লেখালেখি হবে এই AI দিয়ে।
Codeium - কোড লেখার জন্য AI সহকারী।
Notefolio - স্মার্ট নোট ম্যানেজমেন্ট।
Taskade - AI দিয়ে টাস্ক ও নোট লেখা।
Text FX - AI দিয়ে টেক্সট এডিটিং।
Jenni - স্টুডেন্ট ও রিসার্চারদের AI লেখক হিসেবে কাজ করবে।
Claude - গভীর চিন্তা ও লেখার জন্য AI।
Hix - স্মার্ট কনটেন্ট রাইটিং।
Monica - দ্রুত কনটেন্ট লেখার জন্য AI।
Pencil - এড ক্রিয়েটিভ লেখার AI।
Vidiq - ইউটিউব কনটেন্ট অপ্টিমাইজেশন করবে যে AI ।
Tldv - ভিডিও থেকে টেক্সট তৈরির AI।
Tldv - টু-দ্য-লেটার টেক্সট জেনারেশন।

🟣 PRODUCTIVITY AI TOOLS
ClearScope - SEO ফোকাসড কনটেন্ট অপ্টিমাইজেশন।
Word Stream - AI দিয়ে কিওয়ার্ড রিসার্চ।
Perplexity - স্মার্ট AI সার্চ ইঞ্জিন।
Bing - AI সার্চ অ্যাসিস্ট্যান্ট।
Gemini - Google-এর নিজস্ব AI চ্যাট।
ChatGPT - AI চ্যাটিং ও লেখালেখির রাজা।
Copilot - কোডিং ও লেখার AI অ্যাসিস্ট্যান্ট।
Notion AI - নোট ও ডক AI সহকারী।
QuillBot - টেক্সট রি-রাইটিংয়ে মাস্টার।
Respell - AI দিয়ে স্পিচ রিকগনিশন।
Seona AI - স্মার্ট টাস্ক অ্যাসাইনমেন্ট।
JenniAI - দ্রুত রিপোর্ট লেখার AI টুল।
Monica - ডকুমেন্ট এডিটিং ও কোলাবরেশন।
Pencil - এড কনটেন্ট অটোমেশন।
Vidiq - ভিডিও অপ্টিমাইজেশনে প্রোডাক্টিভিটি।
Tldv - মিটিং টু নোট অটোমেশন।
AdCopy - অ্যাড কপি জেনারেশনে AI।
AdCreative - মার্কেটিং কনটেন্ট অটোমেশন।
Leap - স্মার্ট টাস্ক ম্যানেজার।
Madgicx - AI এড অপ্টিমাইজেশন।
Plai - মার্কেটিং অ্যানালিটিক্স।

🟣 MARKETING AI TOOLS
Semrush - মার্কেটিং রিসার্চের হেল্প করবে AI।
AdCopy - AI কপি রাইটিং আইডিয়া।
AdCreative - কনটেন্ট জেনারেটর AI।
Leap - AI যেটা কাস্টমার একুইজিশন অপ্টিমাইজার।
Madgicx - AI মার্কেটিং প্ল্যাটফর্ম।
Plai - মার্কেটিং এনালাইসিস সহজ।
Vidiq - ইউটিউব কনটেন্ট অপ্টিমাইজার।
Tldv - মিটিং রেক্যাপ মার্কেটিংয়ের জন্য।
Semrush - SEO ও মার্কেটিং এনালাইসিস।
Pencil - AI এড জেনারেটর।
Vidiq - ইউটিউব অপ্টিমাইজড কন্টেন্ট বানাতে হেল্প করবে AI।

🟣 DESIGN TOOLS
Safurai - কোড ডিজাইন ও অটোমেশন হবে AI দিয়ে।
Logoai - AI দিয়ে লোগো ডিজাইন করা যাবে।
Imagica - চিত্র আঁকা যাবে AI দিয়ে।
MakeLogo - দ্রুত লোগো জেনারেশন করে ফেলুন AI দিয়ে।
Looka - স্মার্ট AI লোগো ডিজাইনার।
HeyGen - ভিডিও ক্রিয়েশন AI দিয়ে।
Brandmark - ব্র্যান্ডিং AI প্ল্যাটফর্ম।
Designs - ডিজাইন আইডিয়া অটোমেশন AI।
Durable - ওয়েব ডিজাইন AI।
PixelMe - ছবি কাস্টমাইজেশন।
Firefly - AI আর্ট জেনারেটর।
Midjourney - ড্রিমি AI আর্ট।
Leonardo - ফোটোরিয়ালিস্টিক আর্ট ক্রিয়েটর।
DALL-E2 - ইমেজ টু ইমেজ AI।
Lucidpic - AI দিয়ে স্মার্ট ইমেজিং।
Framer - ওয়েবসাইট ডিজাইন AI।
Playground - AI ডিজাইন এক্সপেরিমেন্ট প্ল্যাটফর্ম।
SeaArt - ক্রিয়েটিভ AI আর্ট।
Ideogram - AI আইডিয়া ভিজ্যুয়ালাইজেশন।
Firefly - কাস্টম AI আর্ট জেনারেটর।

🟣 VIDEO TOOLS
Veed - দ্রুত ভিডিও এডিটিং AI দিয়ে।
Descript - ভিডিও টু টেক্সট এডিটিং হবে AI দিয়ে।
Fliki - AI দিয়ে ভিডিও ও অডিও তৈরি।
HeyGen - ভিডিও জেনারেশন AI।
Shuffll - ভিডিও ক্রিয়েটর AI।
Synthesys - ভয়েস ও ভিডিও AI।
Simplified - স্মার্ট AI ভিডিও এডিটিং।
InVideo - ভিডিও এডিটিং AI।
Canva - ইজি ভিডিও ও AI ডিজাইন টুল।
ElevenLabs - AI ভয়েসওভার।
PixelMe - ভিডিও টুল AI দিয়ে।
Lucidpic - AI ভিডিও ও ফটো কাস্টমাইজার।
Suno - AI দিয়ে মিউজিক ও ভয়েস।
Zapier - AI অটোমেশন ও ইন্টিগ্রেশন।
DeepAI - ভিডিও ও ইমেজ AI।

এই পোস্টটি সেভ করে রাখতে পারেন,
ভবিষ্যতে কাজে লাগবে!

© Atiqur Rahaman

19/05/2025

Instead of Photoshop
Use Canva AI

Instead of Editing videos
Use Syllaby

Instead of PowerPoint
Use Gamma

Instead of WordPress
Use 10Web

Instead of Doing SEO Yourself
Use Ranked AI

Instead of Writing Code
Use Manus

AI is taking over giving everyone an advantage! Don't miss out on the greatest shift in technology there's ever been!

mini engineer
06/05/2025

mini engineer

গবেষণার পথচলা নিঃসন্দেহে দারুন, কিন্তু একই সাথে বেশ চ্যালেঞ্জিংও বটে। বিশেষ করে যখন তথ্যের মহাসমুদ্রে হাবুডুবু খেতে হয়, ...
06/05/2025

গবেষণার পথচলা নিঃসন্দেহে দারুন, কিন্তু একই সাথে বেশ চ্যালেঞ্জিংও বটে। বিশেষ করে যখন তথ্যের মহাসমুদ্রে হাবুডুবু খেতে হয়, লিটারেচার রিভিউ করতে গিয়ে রাতের ঘুম হারাম হয়, কিংবা ডেটা অ্যানালাইসিস আর সাইটেশন ম্যানেজমেন্টে করতে গিয়ে হাবুডুবু খেতে হয়। 😥 কিন্তু প্রযুক্তি আমাদের এই পথচলাকে আগের চেয়ে অনেক সহজ করে দিয়েছে। বর্তমানে এমন অনেক দারুণ AI এবং অন্যান্য ডিজিটাল টুলস রয়েছে যা আপনার গবেষণার কাজকে গতিশীল করতে পারে এবং অনেক শ্রম বাঁচিয়ে দিতে পারে ।

1. Elicit: এটিকে আপনার AI রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন। প্রাসঙ্গিক পেপার খুঁজে বের করা, একাধিক পেপার থেকে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া, পেপারের সারসংক্ষেপ তৈরি করা, রিসার্চ গ্যাপ খুঁজে বের করা এমনকি ডেটা এক্সট্রাক্ট করার মতো কাজগুলো করতে পারে । নতুন ফিল্ডে কাজ শুরু করার জন্য এটি দারুণ সহায়ক।
2. Consensus: এটি একটি AI সার্চ ইঞ্জিন যা বিভিন্ন ফিল্ডে evidence based প্রশ্নের উত্তর খুঁজে দেয় । এটি বিভিন্ন গবেষণার মধ্যে Consensus বা মতৈক্য বুঝতে সাহায্য করে এবং সাইটেশন ম্যানেজমেন্টেও সহায়তা করে।
3. Research Rabbit: এই টুলটি গবেষণাপত্র এবং অথরদের মধ্যেকার রিলেশনকে সুন্দর ভিজ্যুয়াল ম্যাপের মাধ্যমে তুলে ধরে । নতুন পেপার ট্র্যাক করা এবং গবেষণার বিভিন্ন শাখার মধ্যে সংযোগ খুঁজে বের করার জন্য এটি চমৎকার।
4. Semantic Scholar: এটি একটি AI ভিত্তিক একাডেমিক সার্চ ইঞ্জিন যা প্রাসঙ্গিক পেপার খুঁজে বের করতে এবং সাইটেশন বিশ্লেষণ করতে সাহায্য করে ।
5. Grammarly: এটি শুধু গ্রামার আর স্পেলিং ঠিক করে না, লেখার টোন, স্বচ্ছতা এবং বাক্য গঠন ইম্প্রুভ করতেও সাহায্য করে । এর প্রিমিয়াম ভার্সনে প্লেজারিজম চেকার এবং সাইটেশন সংক্রান্ত হেল্প পাওয়া যায়। এর ফ্রি প্ল্যান বেশ কাজের।
6. QuillBot: এটি একটি প্যারাফ্রেজিং টুল যা আপনার লেখাকে বিভিন্ন টোনে যেমন: Formal, Academic, Simple, নতুন করে লিখতে পারে । প্লেজারিজম এড়াতে এবং লেখার মান বাড়াতে এটি খুব দরকারি। এর Summarizer ও Citation Generator ফিচারও আছে।
7. Paperpal: এটি বিশেষভাবে অ্যাকাডেমিক লেখার জন্য ডিজাইন করা হয়েছে । এটি ভাষার ত্রুটি, লেখার গঠন এবং জার্নালের জন্য উপযুক্ত কিনা সেটা যাচাই করতে সাহায্য করে।
8. NVivo: টেক্সচুয়াল ডেটা (ইন্টারভিউ, সার্ভে, সোশাল মিডিয়া কন্টেন্ট) অ্যানালাইসিসের জন্য এটি খুব জনপ্রিয় । এটি ডেটা কোডিং, প্যাটার্ন খুঁজে বের করা এবং ভিজ্যুয়ালাইজেশনে সাহায্য করে।
9. ATLAS.ti: এটিও ডেটা অ্যানালাইসিসের জন্য একটি বহুল ব্যবহৃত সফটওয়্যার ।
10. R: এটি একটি অত্যন্ত পাওয়ারফুল, ফ্রি এবং ওপেন-সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং এবং গ্রাফিক্সের জন্য ব্যবহৃত হয় । এর জন্য কোডিং জানতে হয়, কিন্তু এর কমিউনিটি সাপোর্ট অনেক ভালো।
11. SPSS: সোশ্যাল সায়েন্স ও বিজনেস অ্যানালিটিক্সে এটি খুব জনপ্রিয় এবং তুলনামূলক সহজ।
12. Zotero: এটি একটি চমৎকার ফ্রি ও ওপেন-সোর্স টুল যা ব্রাউজার থেকে সরাসরি সাইটেশন সেভ করতে, অর্গানাইজ করতে এবং ওয়ার্ড প্রসেসরে সাইটেশন এড করতে সাহায্য করে । নতুনদের জন্য খুবই উপযোগী।
13. Mendeley: এটিও খুব জনপ্রিয় একটি টুল, যার ফ্রি ভার্সনে যথেষ্ট স্টোরেজ এবং PDF অ্যানোটেশন ও কোলাবরেশনের সুবিধা পাওয়া যায় ।
14. Notion: এটি শুধু নোট নেওয়ার জন্যই নয়, ডেটাবেস তৈরি, প্রজেক্ট প্ল্যানিং এবং আইডিয়া অর্গানাইজ করার জন্য একটি অসাধারণ ফ্লেক্সিবল টুল ।
15. Evernote / OneNote: ওয়েব ক্লিপিং, হাতে লেখা নোট ডিজিটাইজ করা, মাল্টিমিডিয়া নোট নেওয়া এবং মাইক্রোসফট অফিসের সাথে ইন্টিগ্রেশনের জন্য এগুলো দারুণ ।
16. Trello: ভিজ্যুয়াল কানবান (Kanban) বোর্ডের মাধ্যমে টাস্ক অর্গানাইজ করার জন্য এটি খুব সহজ এবং জনপ্রিয় । ছোট প্রজেক্ট বা ব্যক্তিগত টাস্ক ম্যানেজমেন্টের জন্য এর ফ্রি প্ল্যান যথেষ্ট।
17. Asana: টাস্ক অ্যাসাইন করা, ডেডলাইন ট্র্যাক করা এবং ওয়ার্কফ্লো ম্যানেজমেন্টের জন্য এটি বেশ শক্তিশালী । এরও ফ্রি প্ল্যান আছে।
18. Google Workspace: রিয়েল-টাইমে ডকুমেন্ট এডিট করা, ফাইল শেয়ার করা এবং ভিডিও মিটিংয়ের জন্য এটি অপরিহার্য।
19. Miro: এটি একটি অনলাইন হোয়াইটবোর্ডের মতো, যেখানে আইডিয়া ব্রেইনস্টর্ম করা, মাইন্ড ম্যাপ তৈরি করা, ওয়ার্কফ্লো ডিজাইন করা এবং টিমের সাথে কোলাবরেট করা যায় । এর ফ্রি প্ল্যানে ৩টি বোর্ড এডিট করা যায়।
20. Tableau Public: ডেটা ভিজ্যুয়ালাইজেশন তৈরি এবং শেয়ার করার জন্য এটি একটি অসাধারণ টুল। পাবলিক ডেটার জন্য এটি সম্পূর্ণ ফ্রি ।
21. Napkin: ফ্লোচার্ট তৈরির জন্য দারুন একটা এআই টুল। বেসিক লেভেলের ফিগার বা ফ্লোচার্ট তৈরির জন্য উপযুক্ত
22. Litmaps: সাইটেশন নেটওয়ার্ক ভিজ্যুয়ালাইজ করার জন্য এটি একটি পাওয়ারফুল টুল । সময়ের সাথে গবেষণার পরিবর্তন তুলে ধরতে এবং গুরুত্বপূর্ণ পেপার খুঁজে পেতে এটি সাহায্য করে।

05/05/2025

মাত্র ৫টি AI টুলেই বানিয়ে ফেলুন ইউটিউব চ্যানেলের জন্য ঝকঝকে ভিডিও কনটেন্ট!
__

ইউটিউব চ্যানেল খুলেছেন, কিন্তু কনটেন্ট বানানো কঠিন? না, এখন আর নয়! AI দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারেন একদম প্রফেশনাল লেভেলের ভিডিও, সেটাও কোনো ভিডিও এডিটিং জ্ঞান ছাড়াই! চলুন জেনে নেই ৫টি দুর্দান্ত ফ্রি AI টুল—

১. Pictory.ai – শুধু স্ক্রিপ্ট দিলেই অটো ভিডিও বানিয়ে দেয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাবটাইটেল—সবই পায়।

২. Invideo.io – রেডি টেমপ্লেট, AI ভয়েসওভার আর স্ক্রিপ্ট থেকে ভিডিও বানানোর সুবিধা একসাথে।

৩. Descript – ভয়েস রেকর্ড করে অটো ট্রান্সক্রিপশন, এডিটিং আর ভিডিও কাটিং এক ক্লিকে।

৪. Lumen5 – ব্লগ বা আর্টিকেল থেকে ভিডিও বানিয়ে ফেলে নিজে থেকেই, একদম স্মার্টলি।

৫. HeyGen.com – AI অ্যাভাটার দিয়ে ভিডিও বানান, যেখানে আপনার স্ক্রিপ্ট অনুযায়ী চরিত্র কথা বলবে।

এই টুলগুলো আপনার ইউটিউব ভিডিও তৈরির পুরো প্রক্রিয়াটাকেই সহজ, দ্রুত এবং প্রফেশনাল করে তুলবে।

04/05/2025

নিজের ভয়েসেই বানান অডিওবুক, ভয়েসওভার বা ভিডিও ন্যারেশন—এই ৫টি ফ্রি AI ভয়েস টুল দিয়ে!

আপনি কি ইউটিউব ভিডিও বানান? অডিওবুক তৈরি করতে চান? কিংবা নিজের ভয়েসে ভিডিও ন্যারেশন করতে চান কিন্তু ভয়েস ভালো নয় বা রেকর্ডিং সেটআপ নেই? চিন্তা নেই! AI ভয়েস টুল দিয়ে আপনি নিজেই বানিয়ে ফেলতে পারেন প্রফেশনাল কোয়ালিটির ভয়েসওভার—আপনার স্ক্রিপ্ট থেকে!

১) ElevenLabs.io – মানুষের মতোই স্বাভাবিক ও এক্সপ্রেশনভরা ভয়েস তৈরি করে। বাংলা ও ইংরেজি দুটোই সাপোর্ট করে।

২) TTSMaker.com – কোনো সফটওয়্যার ছাড়াই অনলাইনে টেক্সট-টু-স্পিচ সাপোর্ট। বিভিন্ন ভয়েস অপশন।

৩) Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার, বিজ্ঞাপন, ভিডিও বা প্রেজেন্টেশনের জন্য অসাধারণ টুল।

৪) Play.ht – AI ভয়েস দিয়ে খুব দ্রুত অডিওবুক বা আর্টিকেল কনভার্ট করা যায়। রেঞ্জ ও গুণগত মান দুর্দান্ত।

৫) VoiceMaker.in – সহজ ইন্টারফেস, বহু ভয়েস অপশন এবং ইমোশন অ্যাড করার সুবিধা।

এইসব টুল দিয়ে আপনি ইউটিউব ভিডিও, প্রমোশনাল ভয়েসওভার, শিক্ষা কনটেন্ট বা নিজের অডিওবুক নিজেই বানাতে পারবেন কোনো রেকর্ডিং সেটআপ ছাড়া!

04/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

[collected]

৫০টি ফ্রি এআই টুলের তালিকা আপনার কাজকে অনেক সহজ করে দেবে! এই রিসোর্সগুলো আপনার জন্য খুবই মূল্যবান হবে।ফ্রি AI টুলের ৫০টি...
02/05/2025

৫০টি ফ্রি এআই টুলের তালিকা আপনার কাজকে অনেক সহজ করে দেবে! এই রিসোর্সগুলো আপনার জন্য খুবই মূল্যবান হবে।
ফ্রি AI টুলের ৫০টি তালিকা
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।
এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Wmarketings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share