আজকের মহেশখালী- Ajker Moheshkhali

  • Home
  • আজকের মহেশখালী- Ajker Moheshkhali

আজকের মহেশখালী- Ajker Moheshkhali আমরা গণমানুষের কথা বলি
জরুরি প্রয়োজনে
01866286896/01818-783091

রংপুর মেডিকেল কলেজ থেকে বিডিএস পাশ করলেন হোয়ানকের ডা. চুহিনরংপুর মেডিকেল কলেজ থেকে বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি)...
15/07/2025

রংপুর মেডিকেল কলেজ থেকে বিডিএস পাশ করলেন হোয়ানকের ডা. চুহিন

রংপুর মেডিকেল কলেজ থেকে বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ডিগ্রি অর্জন করেছেন হোয়ানকের কৃতি সন্তান ডা. তানজিদা সুলতানা চুহিন।

তিনি হোয়ানক ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক জনাব মরহুম জাকের উল্লাহ সিকদার ও গৃহিণী জনাবা নাইলা বেগমের কন্যা। আজ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেন।

ডা. চুহিনের এই অর্জনে পরিবার, এলাকাবাসী এবং শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের বন্যা বইছে। তিনি ভবিষ্যতে মহেশখালীর সাধারণ মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মহেশখালীতে দেশীয় তৈরি দুইটি আগ্নেয়াস্ত্রসহ একজন আটকমহেশখালী প্রতিনিধি ●কক্সবাজারের মহেশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিয...
15/07/2025

মহেশখালীতে দেশীয় তৈরি দুইটি আগ্নেয়াস্ত্রসহ একজন আটক

মহেশখালী প্রতিনিধি ●
কক্সবাজারের মহেশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি) সহ একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ০০. ২০ মিনিটের দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা উত্তর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মহেশখালী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রীতুল কুমার শীল।

আটককৃত ব্যক্তির নাম মোঃ আরিফ (২৭)। তিনি হোয়ানক ইউনিয়নের দক্ষিণ ছনখোলা পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মনছুর আলম এবং মাতা মৃত হাসিনা বেগম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আঁধারঘোনা উত্তর বাজারে রিদুয়ান কুলিং কর্নারের সামনে রাস্তার উপর সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি সবুজ রঙের সিএনজি (রেজি নং: কক্সবাজার-থ-১১-২৬৬৪) তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভিতর থেকে দুইটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এবং চালক মোঃ আরিফকে আটক করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মহেশখালী থানা পুলিশ।

15/07/2025

চাঁদাবাজি করেনা
কোন দল?

কালারমারছড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের দাবিতে স্মারকলিপি পেশকালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি কোস্টাল কমিউনিটি স...
14/07/2025

কালারমারছড়ায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের দাবিতে স্মারকলিপি পেশ

কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি কোস্টাল কমিউনিটি সেন্টার সংলগ্ন সরকারি খাসজমিতে একটি আধুনিক “টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ” স্থাপনের দাবিতে জোরালো ভূমিকা রাখছে এলাকাবাসী।

সোমবার (১৪ জুলাই) মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ মহোদয়ের নিকট এ দাবির পক্ষে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে কালারমারছড়ার বিভিন্ন পর্যায়ের জনসাধারণের প্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,কালারমারছড়া একটি জনবহুল এলাকা। এখানকার তরুণদের কর্মমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে একটি সরকারি টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান সময়ের দাবি। এটি বাস্তবায়ন হলে শিক্ষিত বেকার সমস্যাও অনেকটা কমে যাবে।”

এই মহৎ উদ্যোগে যারা পরিকল্পনা, সংগঠনে এবং বাস্তবায়নে ভূমিকা রেখেছেন, তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এলাকাবাসীর পক্ষে এই দাবির সঙ্গে সকল সচেতন মানুষ একমত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে।

বড় মহেশখালী ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনা করলেন চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুলবিশেষ প্রতিনিধিমহেশখালী উপজেলার বড় মহেশখালী...
14/07/2025

বড় মহেশখালী ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনা করলেন চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল

বিশেষ প্রতিনিধি

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আদালত পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শা আ ম এনায়েত উল্লাহ বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যানসহ গ্রাম আদালতের সংশ্লিষ্ট সদস্যবৃন্দ।

চেয়ারম্যান বাবুল জানান, "এদিন গ্রাম আদালতে মোট ২৬টি মামলা তালিকাভুক্ত ছিল। এর মধ্যে ৪টি মামলার নিষ্পত্তি হয়েছে, ১টি মামলা খারিজ করা হয়েছে এবং ১টি মামলায় সময় দেওয়া হয়েছে। বাকি ২১টি মামলা এখনো চলমান।"

তিনি আরও বলেন, "জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত একটি কার্যকর ব্যবস্থা। স্বল্প খরচে ও কম সময়ে সাধারণ মানুষ যেন বিচার পায়, সেটিই আমাদের লক্ষ্য।"

স্থানীয় পর্যায়ে বিচারিক সেবা সহজলভ্য করায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। এতে করে দীর্ঘসূত্রতা, ব্যয় ও হয়রানি থেকে মুক্ত হয়ে মানুষ স্থানীয়ভাবে সমস্যার সমাধান পাচ্ছেন।

কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ — পরিচয় নিশ্চিত করে আত্মীয়দের যোগাযোগের অনুরোধকুতুবদিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দিলো...
14/07/2025

কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ — পরিচয় নিশ্চিত করে আত্মীয়দের যোগাযোগের অনুরোধ

কুতুবদিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দিলোয়ারা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন। আহতদের মধ্যে দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নিহত দিলোয়ারা বেগমের স্বামীর নাম শাহজাহান। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকার বাসিন্দা।

জানা গেছে, তারা একটি দরবারে যোগ দিতে বাঁশখালী থেকে কুতুবদিয়ায় আসছিলেন। পথে একটি ফায়ার সার্ভিসের গাড়ি ও মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি ঘটে কুতুবদিয়া উপজেলার প্রধান সড়কে, দুপুরের দিকে।

বর্তমানে দিলোয়ারা বেগমের মরদেহ কুতুবদিয়া হাসপাতালে রাখা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো নিহতের আত্মীয়দের কেউ যোগাযোগ

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, “পরিত্যক্ষ ভবনটি আমাদের নেতাকর্মীরা ব্যবহার করছেন, এটাকে দখল বলা...
14/07/2025

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, “পরিত্যক্ষ ভবনটি আমাদের নেতাকর্মীরা ব্যবহার করছেন, এটাকে দখল বলা ঠিক হবে না।”

কক্সবাজার-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক
14/07/2025

কক্সবাজার-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক

14/07/2025

এ সরকারের আমলেই জুলাই হ*ত্যাকা*ণ্ডের বিচার হবে: আইন উপদেষ্টা

গুপ্ত সংগঠনের মব সৃষ্টির প্রতিবাদে কক্সবাজারে জেলা ছাত্রদলের বিক্ষোভকক্সবাজার প্রতিনিধি:গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির...
14/07/2025

গুপ্ত সংগঠনের মব সৃষ্টির প্রতিবাদে কক্সবাজারে জেলা ছাত্রদলের বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি:
গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

সোমবার (১৫ জুলাই) বিকালে কক্সবাজার শহরের প্রধান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা বলেন, "সরকার মদদপুষ্ট গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করে দেশের শিক্ষাঙ্গন ও সাধারণ পরিবেশ নষ্ট করছে। এর ফলে ছাত্রসমাজ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার ভূমিকা পালন করবে।"

এসময় বক্তারা সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীদের উপর দমন-পীড়নের নিন্দা জানিয়ে অবিলম্বে সকল নিপীড়ন বন্ধের দাবি জানান।

এছাড়া উক্ত সমাবেশে মহেশখালী উপজেলা ছাত্রদলের পক্ষে থেকে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মিজানুর রহমান, যিনি নিজ এলাকা থেকে প্রতিনিধিত্ব করেন এবং দলের প্রতি তাঁর একনিষ্ঠতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য প্রশংসিত হন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ পেলেন মহেশখালীর আকিল খানমহেশখালী প্রতিনিধি:মহেশখালীর পৌরসভার কৃ...
14/07/2025

খুলনা বিশ্ববিদ্যালয়ের টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ পেলেন মহেশখালীর আকিল খান

মহেশখালী প্রতিনিধি:
মহেশখালীর পৌরসভার কৃতী সন্তান মোঃ আকিল খান খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট (Teaching Assistant) হিসেবে মনোনীত হয়েছেন।

তিনি বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. শহিদুল ইসলাম খান এর কনিষ্ঠ পুত্র। শিক্ষাজীবনে শুরু থেকেই মেধা, পরিশ্রম ও মননশীলতায় নিজেকে আলাদা করে তুলে ধরেন আকিল খান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে নিজেই স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং এরই ধারাবাহিকতায় শিক্ষকতা পেশায় যুক্ত হলেন তিনি।

অক্লান্ত অধ্যবসায়, সততা ও দায়িত্ববোধের ফলেই আকিল খান আজকের এই অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। তাঁর এই সাফল্যে পরিবার, বন্ধু, সহপাঠী এবং মহেশখালীর সর্বস্তরের জনগণের মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

তাঁর এই নতুন দায়িত্ব পালনে যেন সফলতা আসে, তিনি যেন দেশ ও সমাজের কল্যাণে আরও বড় ভূমিকা রাখতে পারেন—এই প্রত্যাশায় সকলের নিকট দোয়া কামনা করেছেন আকিল খান ও তাঁর পরিবার।

14/07/2025

১২ দিনে এলো এক বিলিয়ন ডলারের রেমিট্যান্স

Address


Alerts

Be the first to know and let us send you an email when আজকের মহেশখালী- Ajker Moheshkhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share