Rose Quartz

Rose Quartz Where you go through a breath of courage!

A page -where you feel connected to balance life and soul: When the busy reality of your daily struggle leaves you as just living material, and you find a phrase that instantly inspires you!

02/07/2025

We are asleep until we fall in Love!" – Leo Tolstoy
Explanation: Love is awakening. Tolstoy believed love stirs the soul, making life vivid, rich, and real. Before love, we live mechanically—after love, consciously.

29/06/2025

পুনর্জন্ম
বাধন

পুনর্জন্ম বলে যদি কিছু থাকতো,
আমি আবার জন্ম নিতাম সেই দিনেই—
যেদিন তোমার চোখে প্রথমবার
নিজেকে খুঁজে পেয়েছিলাম।

আমি ফিরে যেতাম সেই মুহূর্তে,
যখন তোমার ঠোঁটের কাছে এসেছিল
একটি কথা, বলা হয়নি শেষ পর্যন্ত—
সেই অর্ধেক উচ্চারণই তো
আমার সমস্ত জীবন জুড়ে বাজে।

পুনর্জন্মে যদি আমি আসতে পারতাম—
তবে আমি আসতাম না কবি হয়ে,
না-ইবা হই গায়ক বা বংশীবাদক,
আমি কেবল হইতাম
তোমার সেই পুরনো খামখেয়ালি বিকেলের ছায়া।

আমি হয়ত হইতাম
তোমার পড়া বইয়ের পাতার মাঝে গুঁজে রাখা
একটি শুকনো কৃষ্ণচূড়া—
যাকে তুমি ভুলে গেলে,
কিন্তু সে তোমাকে আজীবন মনে রাখে।

পুনর্জন্ম যদি সত্যি হতো,
আমি শুধু চাইতাম
একটিবার...
তোমার পাশে দাঁড়িয়ে বলি—
"তোমার অপেক্ষায় আমার আগের জীবনটাই ফুরিয়েছে

28/06/2025

ভালবাসার নহর।
বুকের ভেতর নদী।
এসব হারাও যদি?
এই শহরটা জানে, এমন করে কনক্রিটের বুকে, আর কাঁপে না কেউ।
কারো হৃদয় আর কাঁদে না, কেউ দেবে না আর, এমন মায়া মেখে।
আমার ছোট্ট বুকের ভেতর কেবল, কাঁপতো হৃদয়, কাঁদতো ভীষণ, তোমায় ভালোবেসে।
আর কে এমন, ভালোবাসার দামে, কিনবে তাহার প্রহর?

আমাকে হারাতে দিলে, নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর।
- সাদাত হোসাইন

17/06/2025

গ্রামের মোড়ে একটি ছোট দুর্ঘটনার জন্য দুটি গাড়ি সমানভাবে দায়ী। উভয় চালকই আলোচনা করছেন যে এই ঘটনার জন্য কে বেশি দায়ী। হঠাৎ, গাঢ় নীল রঙের ফ্রক পরা একটি মেয়ে, খোলা চুলের দুপাশে দুটি গোলাপ বাঁধা। সে অন্য গাড়ির চালককে একটি কার্ড দিয়ে বলল যে, যদি তুমি কোন জরিমানা বা ফিক্সিং খরচ চাও, তাহলে যোগাযোগ করতে পারো। কারণ রাস্তার মাঝখানে এখনই সমাধান খুঁজে বের করা অনিরাপদ এবং আমি বাড়ি ফিরে যেতে তাড়াহুড়ো করছি। এখন পর্যন্

16/06/2025

You left me a red rose, and it took away my sleep and attention! Now you owe me a million roses... You can have me as the first rose, the rest are available in exchange for a million kisses! Because it is difficult to collect all the roses at once!

The problem is, I am not giving back the rose you left! If you only want any exchange for the rose, then think of it as an installment of life, which you will receive as much as Ican collect every morning! What do you say?

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবোছোট ঘাসফুলের জন্যেএকটি টলোমলো শিশিরবিন্দুর জন্যেআমি হয়তো মারা যাবো চৈত্রের বাতা...
03/06/2025

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো

ছোট ঘাসফুলের জন্যে

একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে

আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে

উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে

একফোঁটা বৃষ্টির জন্যে

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো

দোয়েলের শিসের জন্যে

শিশুর গালের একটি টোলের জন্যে

আমি হয়তো মারা যাবো কারো চোখের মণিতে

গেঁথে থাকা একবিন্দু অশ্রুর জন্যে

একফোঁটা রৌদ্রের জন্যে

আমি সম্ভবতখুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো

এক কণা জ্যোৎস্নার জন্যে

এক টুকরো মেঘের জন্যে

আমি হয়তো মারা যাবো টাওয়ারের একুশ তলায়

হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে

এক ফোঁটা সবুজের জন্যে

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো

খুব ছোট একটি স্বপ্নের জন্যে

খুব ছোট দুঃখের জন্যে

আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে

একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে

একফোঁটা সৌন্দর্যের জন্যে।
-হুমায়ুন আজাদ

06/05/2025

William Parrish: Love is passion, obsession, someone you can't live without. I say, fall head over heels. Find someone you can love like crazy and who will love you the same way back. How do you find him? Well, you forget your head, and you listen to your heart. And I'm not hearing any heart. Cause the truth is, honey, there's no sense living your life without this. To make the journey and not fall deeply in love, well, you haven't lived a life at all. But you have to try, cause if you haven't tried, you haven't lived.- Meet Joe Black( movie)

21/04/2025

একে একে বানিয়ে তুলব সব,
তুমি দেখে নিয়ো।
বাড়িঘর, খেতখামার, উঠোনে লাউয়ের মাচা,
জানলার পাশে লতানে জুঁইয়ের ঝাড়
একে একে সমস্ত বানাবো,
তুমি দেখে নিয়ো

দক্ষিণে পুকুর থাকলে ভাল হয়,
তুমি বলেছিলে।
অবশ্য থাকবে।
পুকুরে হাঁসের স্নান দেখতে চাও,
সে আর এমন কী বেশী কথা,
সাদা ও বাদামী হাঁস ছেড়ে দেব।

যা চাও সমস্ত হবে,
একই সঙ্গে হয়ত হবে না, কিন্তু
একে-একে হবে।
ভালবাসা থাকলে সব হয়।

দেখো, সব হবে।
যা-কিছু বানানো যায়,
আমি সব দুই হাতে দিনে-দিনে বানিয়ে তুলব,
তুমি দেখে নিয়ো।

তুমি দেখে নিয়ো - নীরেন্দ্রনাথ চক্রবর্তী।

যদি তুমি কাউকে অনুভব করো তারপর ভালো বোধ করো, তাহলে তোমার সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ তুমি সেই ব্যক্তির জন্...
19/04/2025

যদি তুমি কাউকে অনুভব করো তারপর ভালো বোধ করো, তাহলে তোমার সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ তুমি সেই ব্যক্তির জন্য আলাদা বোধ করছো এবং তুমি জানো না কেন, যদিও তোমার যৌন সঙ্গী আছে। হরমোনের প্রভাব বাস্তব, কিন্তু কখনও কখনও তুমি দেখে অভিভূত হও এবং হরমোন এটির উপর কাজ শুরু করে। হরমোন সবসময় প্রথমে কাজ নাও করতে পারে। যদি তুমি ভালোবাসাকে শুধু হরমনের প্রভাবে মনে করো তাহলে আমার প্রশ্ন হল তাহলে তুমি কিভাবে অভিভূত হও? তুমি কিভাবে শিহরিত? যুক্তি দিয়ে যেমন ধর্ম প্রমান করা যায় না, যুক্তি দিয়ে ভালোবাসা ও না।

You can win an argument, but you can't decide which fact wins.

Whether it is a car, house or a relationship, maintenance is always cheaper than repairing.
08/04/2025

Whether it is a car, house or a relationship, maintenance is always cheaper than repairing.

- Bob Marley If she is amazing she won’t be easy, if she is easy she won’t be amazing! If she’s worth it, you won’t give...
01/04/2025

- Bob Marley

If she is amazing she won’t be easy, if she is easy she won’t be amazing!

If she’s worth it, you won’t give up, if you give up, you are not worthy!

Truth is everybody is going to hurt you : you just gonna find the ones worth suffering for ❤️

26/03/2025

Chinese proverbs: One flower does not bring the spring!

Meaning: just a single blooming doesn’t signify the arrival of full spring, a single incident is not necessarily a big deal until change occurred or one particular achievement is not an indication of full progress.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rose Quartz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rose Quartz:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share