
06/03/2025
মাত্র ২৫-৩০ হাজার টাকা মূল্যর ইঞ্জিন,
সর্বমোট খরচ মাত্র ১.৫ লাখ টাকা!
বিমান আবিষ্কার হয়েছে শত বছর হলো, তবুও এত কম বাজেটে কেউ কখনও আকাশে উড়তে পেরেছে বলে আমার জানা নেই। নিঃসন্দেহে এটি চমৎকার আবিষ্কার!
এখনও পার্সোনাল ব্যবহারের জন্য ছোট বিমান ধনীদেরও হাতের নাগালের বাইরে। এটাকে একটু মোডিফাই করে যদি ৫ লাখ টাকা দামেও বাজারজাত করা যায়, ভাবতে পারছেন কি পরিবর্তন আসবে?
সবথেকে বড় কথা “Made in Bangladesh”