
06/06/2025
পবিত্র কোরবানির ঈদ আমাদের শেখায় ত্যাগ, ধৈর্য ও বিনয়।
এই দিনটি শুধু একটি উৎসব নয়, বরং আল্লাহর প্রতি আমাদের আনুগত্য, ভালোবাসা ও আত্মত্যাগের প্রতীক।
এই পবিত্র দিনে আসুন আমরা নিজেদের প্রশ্ন করি
আমার ত্যাগ কতটা সত্যিকারের? আমার ভিতরে কতটা ভালোবাসা আছে আল্লাহ ও তাঁর সৃষ্টির জন্য?
কোরবানি শুধু পশু জবাই নয়, কোরবানি মানে নিজের অহংকার কাটতে শেখা।
কোরবানি মানে নিজের মনের খারাপ দিকগুলো থেকে নিজেকে শুদ্ধ করা। ঈদুল আজহা আমাদের শেখায়, একজন মুমিন শুধু নিজের খুশির কথা ভাবে না,সে খেয়াল রাখে পাশের দরিদ্র মানুষের ঈদ কেমন কাটছে।
কোরবানির মাধ্যমে শুধু পশু নয়, আমাদের কৃপণতা, অহংকার ও আত্মকেন্দ্রিকতাকেও কোরবানি দিতে হয়।
এই পবিত্র দিনে আসুন
আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে বদলে নেই,
মানুষের পাশে দাঁড়াই ভালোবাসা আর সহানুভূতি নিয়ে,
কিছুটা সময় দেই একাকী মানুষকে,
একটা খাবার শেয়ার করি ক্ষুধার্ত কারো সঙ্গে।
কোরবানির মাংস ভাগ করে নেই সবাই মিলে, বিশেষ করে তাদের সঙ্গে যাদের কাছে ঈদের আনন্দটা আসা একটু কঠিন।
আল্লাহ তায়ালা আমাদের কোরবানি কবুল করুন এবং আমাদের জীবনে শান্তি, মাগফিরাত ও রহমত দান করুন 🤲।
ASG ESPORTS পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।
ঈদ মোবারক! 🌙🐐❤️