Md Abid Khan

Md Abid Khan Content Creator & Video Marketer

এছাড়াও FMGC ইন্ড্রাস্ট্রির বেশ ভালো কিছু ইনসাইট রয়েছে এই পডকাস্টে, এছাড়াও আপনি কীভাবে অনলাইনের পাশাপাশি অফলাইনে মার্কেটি...
29/07/2025

এছাড়াও FMGC ইন্ড্রাস্ট্রির বেশ ভালো কিছু ইনসাইট রয়েছে এই পডকাস্টে, এছাড়াও আপনি কীভাবে অনলাইনের পাশাপাশি অফলাইনে মার্কেটিং কাজে লাগাবেন আপনার বিজনেসের সে বিষয়ক ভালো কিছু স্ট্রাটেজি জানতে পারবেন।

মিস করতে না চাইলে কমেন্ট চেক করুন এখনি

07/05/2025

✈️ Nomad Visa for Anyone – Travel the World with Freedom! 🌍
Are you dreaming of working remotely from a tropical paradise or your favorite city abroad? In this video, we explore the concept of the Digital Nomad Visa, who it's for, and how it empowers freelancers, entrepreneurs, and remote workers to live and work legally from anywhere in the world.

:

22/04/2025

Discipline is boring.
Hard work is boring.
Studying is boring.
Doing the same thing every day is boring.

Boredom is the birthplace of success.
So - be a boring person for the time being.

26/02/2025

যদি আপনার হাতে টাইম না থাকে প্লিজ এই ভিডিওটা দেখেন না আমি চাই আপনি মারা খান।

কনটেন্ট ক্রিয়েটর এবং আমার ভাষায় ইনফ্লুয়েঞ্জাদের কারণে আপনার যে কি পরিমান ক্ষতি হয় তার একটা ঝলক মাত্র আমার এই ভিডিও..।

বলতে পারেন এই পুরো বিষয়টার একটা ইন্ট্রো হিসেবে আমার এই পাঁচ মিনিটের ভিডিও। আমি পুরো একটা সিরিজ লঞ্চ করেছি যার নাম How You are being Manipulated.

এটা সেই সিরিজের ইন্ট্রো অথবা প্রথম ইপিজেড হিসেবে আপনি ধরতে পারেন।

এ পুরো প্রসেসটা কিভাবে কাজ করে আপনাকে কিভাবে মেনুপুলেট করা হয়, সেই বিষয়টা নিয়েই আমার এই সিরিজটা তৈরি করার চেষ্টা করছি।

আপনি যদি নিজেই নিরাপত্তা আপনার ফ্যামিলি নিরাপত্তা এবং আপনার কাছের মানুষদের নিরাপত্তা সম্পর্কে সচেতন হন তাহলে আপনার অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত।

আর যদি আপনার হাতে টাইম না থাকে প্লিজ এই ভিডিওটা দেখেন না আমি চাই আপনি মারা খান।





Coming with New types of content. It will be a series of contents called HOW YOU ARE BEING MANIPULATED
16/02/2025

Coming with New types of content.
It will be a series of contents called

HOW YOU ARE BEING MANIPULATED

05/02/2025

Behind the scene এমনি হয়। একটা লাইন কইতে অনেকবার টেক দিতে হয়।

04/02/2025

৭ বছর ধরে IT Nut Hosting-এর সাথে একটা সম্পর্ক ছিল! 🥰 কিন্তু এই সম্পর্ক কি সুখের ছিল, নাকি মাঝে মাঝে কষ্টও দিয়েছে? 😅

এই ভিডিওতে বলছি আমার সত্যিকারের অভিজ্ঞতা – ভালো সার্ভিস নাকি মাথা খারাপ করা ঝামেলা!

IT Nut Hosting ফাঁস করে দিছি সব, এবার বুজবা মজা।

বিস্তারিত কমেন্টে

01/02/2025

7 days Challenge Boot-camp.

আমি পার্সোনালি ৭ দিনের চ্যালেঞ্জ করে বলছি, এই বুটক্যাম্পের পর আপনি নিজের একটা কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারবেন।

ও হ্যাঁ,
আপনার আগের কোন এক্সপেরিয়েন্স থাকা লাগবে না।

বিস্তারিত জানতে এখনি ইনবক্স করুন

31/01/2025

২০২৫ সালে যদি আপনি আপনার পডকাস্ট স্টার্ট করতে চান,কিন্তু বুঝতে পারছেন না কিভাবে কোন টপিকের উপরে পডকাস্ট তৈরি করবেন, তবে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্রি ১০০ পডকাস্ট আইডিয়া।

ডাউনলোড করতে এখনই ইনবক্স করুন।
অথবা whatsapp এ নক করুন

01711-258330

21/01/2025

কফি আড্ডার সাথে সাথে যদি আপনার অনলাইন বিজনেস শুরু হয়ে যায়, কেমন হবে বলেনতো?

আকাশ থেকে পড়তে হবে না এই কথা শুনে।

বিস্তারিত বলছি শুনুন-

আপনি ২০২৫ সালে বিজনেস করেন বা চাকরি করেন বা পার্সোনাল ব্রান্ড করতে চান, এক কথায় যেকোন ভাবেই যদি ক্যারিয়ারে ভালো একটা গ্রোথ আনতে চান তবে আপনার নিজের কন্টেন্ট ক্রিয়েশনে আসতেই হবে অথবা, কন্টেন্ট ক্রিয়েটরদের হায়ার করতেই হবে, অথবা তাদের সাথে কোলাব করে কাজ করতে হবে।

সো, যেহেতু এটা আপনি ইগ্নোর করতে পারবেন না তাহলে এডোপ্ট করবেন না কেন এখনি। যাতে অন্যদের চেয়ে পিছিয়ে পড়েছেন বলে পরে হতাশায় ভুগতে না হয়। যেমন আপনি যদি ২০২০ এ একটা পেইজ নিয়ে বিজনেস শুরু করতেন তবে আজ কোথায় থাকতেন ভাবছেন, ঠিক তেমনি ২০২৫ সালে কণতেন্ট ক্রিয়েট শুরু করলে আজ কোথায় থাকতেন বলে ২০৩০ এ যদি আফসোস করতে না চান তবে এখুনি শুরু করুন।

কিন্তু শুরু করাটাইতো ঝামেলা তাই না?

জি ঠিক এই জায়গা থেকে শুরু করে আপনার কন্টেন্ট পাবলিশ পর্যন্ত গাইডেন্স পেয়ে যাবেন আমার এবং DBG টিমের কাছ থেকে।

আরো বিস্তারিত জানতে এখুনি ইনবক্স করুন অথবা কল করুন, অথবা whatsapp এ কল করুন- 01711258330

অফিসের ঠিকানাঃ বাসাঃ ২৯, রোড- ০৪, সেক্টর-৯, উত্তরা, ঢাকা

30/11/2024

100 AI Tools to replace your tedious work:

1. Research

- ChatGPT
- YouChat
- Abacus
- Perplexity
- Copilot
- Gemini

2. Image

- Fotor
- Stability AI
- Midjourney
- Microsoft Designer

3. CopyWriting

- Rytr
- Copy AI
- Writesonic
- Adcreative AI

4. Writing

- Jasper
- HIX AI
- Jenny AI
- Textblaze
- Quillbot

5. Website

- 10Web
- Durable
- Framer
- Style AI

6. Video

- Klap
- Opus
- Eightify
- InVideo
- HeyGen
- Runway
- ImgCreator AI
- Morphstudio .xyz

7. Meeting

- Tldv
- Otter
- Noty AI
- Fireflies

8. SEO

- VidIQ
- Seona AI
- BlogSEO
- Keywrds ai

9. Chatbot

- Droxy
- Chatbase
- Mutual info
- Chatsimple

10. Presentation

- Decktopus
- Slides AI
- Gamma AI
- Designs AI
- Beautiful AI

11. Automation

- Make
- Zapier
- Xembly
- Bardeen

12. Prompts

- FlowGPT
- Alicent AI
- PromptBox
- Promptbase
- Snack Prompt

13. UI/UX

- Figma
- Uizard
- UiMagic
- Photoshop

14. Design

- Canva
- Flair AI
- Designify
- Clipdrop
- Autodraw
- Magician design

15. Logo Generator

- Looka
- Designs AI
- Brandmark
- Stockimg AI
- Namecheap

16. Audio

- Lovo ai
- Eleven labs
- Songburst AI
- Adobe Podcast

17. Marketing

- Pencil
- Ai-Ads
- AdCopy
- Simplified
- AdCreative

18. Startup

- Tome
- Ideas AI
- Namelix
- Pitchgrade
- Validator AI

19. Productivity

- Merlin
- Tinywow
- Notion AI
- Adobe Sensei
- Personal AI

20. Social media management

- Tapilo
- Typefully
- Hypefury
- TweetHunter

আপনি কি জানেন ডিজিটাল প্রোডাক্ট দিয়েও আপনি অনলাইন বিজনেস শুরু করতে পারবেন?মানে আপনার প্রোডাক্ট আপনি স্পর্শ করতে পারবেন ন...
10/11/2024

আপনি কি জানেন ডিজিটাল প্রোডাক্ট দিয়েও আপনি অনলাইন বিজনেস শুরু করতে পারবেন?

মানে আপনার প্রোডাক্ট আপনি স্পর্শ করতে পারবেন না।
মাগার সেল করতে পারবেন। যে কিনবে সেও স্পর্শ করতে পারবে না, মাগার দেখতে পারবেন।

আর সেটা হলো ডিজিটাল প্রোডাক্ট।

এখন ডিজিটাল প্রোদাক্ট কি সেটা আমি বলবো না, কারণ এইটুকু যদি আপনি অনলাইনে সার্চ দিতে দেখার মত দক্ষতা বা সময় না থাকে তাইলে এই বিজনেস বা অনলাইন বিজনেস আপনার জন্যে না।

একটা উদাহারণ দিবো-

আমরা যারা ভার্সিটিতে পড়ি আমাদের সবার প্রেজেন্টেশন লাগে না?

অবশ্যই লাগে।

এখন কথা হচ্ছে আপনি কি জানেন এই প্রেজেন্টেশন টেমপ্লেট সেল করেই আপনি আর্ন করতে পারবে।

মানে ধরেন আপনি ১০০০ ppt টেমপ্লেট তৈরি করলেন, বা কিনে নিলেন কোন জায়গা থেকে, যেটা আবার আপনি সেল করতে পারবেন। ধরেন আমার কাছ থেকেই ১০০০ টেমপ্লেট কিনে নিলেন ২০০ টাকায়।

এবার এই টেমপ্লেট গুলো আপনি সেল করবেন অনলাইনে ছাত্রদের কাছে, বা যাদের লাগবে তাদের কাছে। তারা ২০০ টাকায় ১০০০ টেমপ্লেট পাচ্ছে। আর আপনি প্রতি সেলে ২০০ টাকা পাচ্ছেন। ব্যাস

আপনার বিজনেস শুরু হয়ে গেলো।

এটা একটা মাত্র উদাহারণ।

এমন আরো বিস্তারিত জানতে এবং আমার গ্রুপে এড হতে আপনার নাম এবং ফোন নাম্বার ইনবক্স করুন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Md Abid Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Abid Khan:

  • Want your business to be the top-listed Media Company?

Share