09/10/2025
Dear Members,
আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে Mr Triple R Official সার্ভারের প্যানেল সদস্য অকারণ ও ধারাবাহিকভাবে Hyper Vibe সার্ভারের বিরুদ্ধে অনৈতিক আচরণ ও অশোভনতা প্রদর্শন করছে। এই আচরণ তাদের নিজস্ব সার্ভারের পরিচালনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং আমাদের কমিউনিটিতে হস্তক্ষেপের চেষ্টা বলা যায়।
আমরা শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করতে চাই। তাই আমরা Mr Triple R টিমকে অনুরোধ করছি:
1. 24 ঘণ্টার মধ্যে এই অভিযোগগুলোর বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা এবং ন্যায্য ব্যবস্থা গ্রহণ করুন।**
2. যদি বাস্তত প্রমাণ মঞ্জুর করা যায়, যথাযথ ক্ষমা ও পুনরাবৃত্তি রোধের ব্যবস্থা নিন।**
3. যদি ১ ও ২ নং এর কনোটাই আপনারা না করে তাহলে আমি ঘোষনা দিচ্ছি আগামী ২৬ ঘন্টার মধ্যে Mr Triple R Official Discord সার্ভারের প্রত্যেক্টা মেম্বার এর উপর সাইবার টক্সিক হামলা করা হবে Nonstop.
আমরা আপনাদের সকল কুকির্তির প্রমাণ সংরক্ষণ করেছি এবং প্রয়োজন হলে Discord এর Expose সার্ভার গুলোতে আপনাদের এসব জিনিস Expose করা যেতে পারে ।
আমি বুঝিয়ে দিতে চাই Hyper Gang বা Gang V কতটা ভয়ানক হতে পারে
- Hyper Vibe Team