Toxic

Toxic আমি আসলে পাখি হয়ে জন্মাতে চেয়েছিলাম কিন্তু বন্দুক আবিষ্কার হওয়াতে তা আর হয়ে ওঠেনি....

10/09/2025

আবিদ ব্রো যে কথা বলেননি "জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে আমি ফেল"

30/08/2025

পুলিশ সেনাবাহিনী যদি ফেরে আওয়ামীলীগ হয়ে। আমরা ফিরবো ওয়াসিম আবু সাঈদ মুগ্ধ হয়ে। ইনশাআল্লাহ

29/08/2025

ডিব্বা ভাইদের ফ্রি তে একটা বুদ্ধি দেই, আপনারা শুধু ডিপ্লোমা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষি র মধ্যেই পরে আছেন। আপনাদের জন্য বাকি সেক্টর গুলোতেও আছে অপার সম্ভাবনা। যেমন- ডিপ্লোমা সচিব, ডিপ্লোমা ম্যাজিস্ট্রেট, ডিপ্লোমা পুলিশ, ডিপ্লোমা আর্মি, ডিপ্লোমা এমপি,মন্ত্রী এমনকি ব্যাঙ্কিং সেক্টর বা শিক্ষা সেক্টরের জন্যও আন্দোলন করতে পারেন। সাত দফায় এই দাবিটাও যোগ করে দিলে দেশের সবখানে আপনাদের ডিব্বার আলো পৌঁছে দিতে পারবেন।(ডিপ্লোমা পিএইচডি, ডিপ্লোমা পোস্টডক, ডিপ্লোমা প্রফেসর এইগুলাও দেয়া যায় কিনা ভেবে দেখি 🥱)

ইউনুস স্যার চলে যাবে ,কনফার্ম চলে যাবে!আজকে স্পষ্ট করে বলে দিয়েছে! "জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। এরপর যে সরকার...
22/08/2025

ইউনুস স্যার চলে যাবে ,কনফার্ম চলে যাবে!
আজকে স্পষ্ট করে বলে দিয়েছে!

"জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে।
এরপর যে সরকার আসবে, সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদে তিনি থাকবেন না"

কিরে ক্ষমতার কা*ঙ্গালরা!
তোরা যারা বলতি, ইউনূস ক্ষমতালো*ভী!
এবার তোরা কি বলবি!!
কি আর বলবি, আরে তোদের তো লজ্জাই নাই,

এই জাতির কপালে দুঃখ আছে!
একজন দেশপ্রেমিক, জ্ঞানী মানুষকে পাইলো!
কোন দামই দিলো না!

৮৫ বছরের লোকটা দেশের ক্রা'ন্তিলগ্নে জাতির হাল ধরে আসছিলো!
জাতির ভাগ্য পরিবর্তন করতে আসছিলো।

ভেঙ্গে পড়া অর্থনীতিটা টেনে তুললো।

কিন্তু ক্ষমতালো'ভী ,দু'র্নীতিবা'জরা উনারে কোন কাজই করতে দেয় নাই।

বরং জায়গায় জায়গায় অসহযোগিতা করছে ,শব্দ বো*মা দিয়ে অপ'মাণ করছে।

যেখানে হাত দিতো, সেখানেই বাঁধা দিছে!

কেউ কেউ ১৫ মিনিটে পতনের হুম*কি দিছে।
হাসিনার সাথে তুলনা করে বলছে ,"ইউনূস পালানোর জায়গা পাবে না"!

এবার বুঝলাম,
বাংলাদেশের বুয়েটিয়ান,ভালো ডাক্তার, গবেষক,শিক্ষক ,মেধাবী শিক্ষার্থীরা কেন এদেশে থাকে না!

কারণ এ জাতি তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে জানে না!

এদেশে জ্ঞানীরা আর আসবে না!
কারণ জ্ঞানের দাম এ জাতি দিতে পারে না!!!

নে ক্ষমতালো*ভীরা, ক্ষমতায় যা.. ,লু*টেপু*টে খা!
জনগণকে ইচ্ছেমতো শোষণ কর।

তবে দুঃখ হয় এ জাতির জন্য ,তাদের ভাগ্য আর পরিবর্তন হইলো না!

আমরা চোখের সামনে ভাই হারাইলাম!
বুলে'টের সামনে দাড়াইলাম,
কেন? দেশনি পরিবর্তন হয়, দেশের মানুষ যেন ভালো থাকে।

আর তোরা!

ক্ষমতার জন্য জাতির সাথে গা*দ্দা*রি করলি?

কখনো ক্ষ*মা করবো না
কেয়ামতের মাঠে জবাব চাইবো!!!

21/08/2025

তারেক রহমান জানেন নাকি, ২১ আগস্টের নায়ক আপনি

মুরব্বিরা বলতো- শেখ মুজিবকে মারার পর সারাদেশে  আনন্দ মিছিল হয়েছিল, মিষ্টির দোকান পাঁচ মিনিটেই খালি হয়ে গিয়েছিল। লাশটা পর...
15/08/2025

মুরব্বিরা বলতো- শেখ মুজিবকে মারার পর সারাদেশে আনন্দ মিছিল হয়েছিল, মিষ্টির দোকান পাঁচ মিনিটেই খালি হয়ে গিয়েছিল। লাশটা পর্যন্ত দেখতে যায়নি কেউ।
ঢাকার পরিস্থিতিও স্বাভাবিক ছিল, সবাই যার যার মতো নিজেদের কাজকর্ম করছিল।
তাদের কথাগুলো শুনে ভাবতাম- এও কি সম্ভব? যুদ্ধের সময়কার একজন নেতার মৃত্যুতে মিষ্টি বিলাবে, দেখতে যাবে না কেউ!
পরে বড় হতে হতে বুঝলাম মুজিবের দীর্ঘদিনের একনায়কতন্ত্র, শোষণ আর বাকশাল তার এই দশা করেছে। মানুষের বুকে জমে থাকা ক্ষোভ তার মৃত্যুতে জনগণতে আনন্দিত করেছে।
যুদ্ধের আগে মুজিব জনগণের নেতা ছিল কিন্তু যুদ্ধের পর ক্ষমতায় এসে তার রূপ অনেকটাই পাল্টে গিয়েছিল।
জাসদের ৩০ হাজার কর্মীকে নির্দেশ দিয়ে হত্যা করা, একনায়কতন্ত্র কায়েম করতে বাকশাল গঠন করা, জেনারেল ওসমানী, ভাসানী সহ আরও বহু নেতাকে প্রাপ্য মর্যাদা না দেয়া- এসব কারণেই মুজিব মানুষের মন থেকে উঠে গিয়েছিল।
মানুষ যুদ্ধের আগের মুজিব আর পরের মুজিবের পার্থক্য দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল।
তাছাড়া ৭৪ এর দুর্ভিগের সময় দেশে যখন না খেতে পেরে হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল মুজিব তখন নিজ ছেলে জামাল এবং কামালকে মাথায় স্বর্ণের মুকুট পড়িয়ে কোটি টাকা খরচ করে বিয়ে দিয়েছিল।
একদিকে জীর্ণশীর্ণ হয়ে মানুষ মরছে, অন্যদিকে মুজিবের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা।
মুজিব তখন থেকেই মানুষের মন থেকে উঠতে শুরু করেছিল। সেই মন থেকে উঠার শেষ পরিণতিই ঘটেছিল ১৫ই আগস্টে।
বিদেশি টিভি চ্যানেল CBS পর্যন্ত সেদিন রিপোর্ট করতে এসে দেখেছিল ঢাকার পরিস্থিতি একদম শান্তশিষ্ট, যেন কিছুই ঘটেনি।
তাদের মতে- মুজিব দেশের অর্থনীতিকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাচ্ছিল তাই তার মৃত্যু যে কারো হাতে যেকোন সময় ঘটতে পারতো।
তাছাড়া কারো মৃত্যুতে জনগণ এমনি এমনি মিষ্টি বিলায় না, দীর্ঘদিনের জমে থাকা আফসোস আর ক্ষোভের কারণেই বিলায়।
ইতিহাস বিকৃত করে লিখে শেখ মুজিবের সেসব ঘটনাগুল এতদিন জানতে দেয়া হয়নি আমাদেরকে।
শুধু শেখ মুজিব না, ইরাক-ইরান, সিরিয়ার বহু জনদরদী নেতাও ক্ষমতায় বসার পর চেঞ্জ হয়ে গিয়েছিল। তারপর তাদের পতন ঠিক জনগণের হাতেই হয়েছিল।
তাই ১৫ই আগস্ট আগামীর রাজনীতিবিদদের জন্যে একটা নজিরের মতো।
যে-ই পরবর্তীতে ক্ষমতায় বসার পর শেখ মুজিব বা হাসিনার মতো একনায়কতান্ত্রিক স্বৈরাচারী হতে চাইবে তাদের অবস্থাও জনগণ এদের মতোই করে ছাড়বে!
লেখা- Ibrahim Khalil Shawon

Irony? 🤪
04/08/2025

Irony? 🤪

01/08/2025

জুলাই ঘোষণাপত্র আসছে…

26/07/2025

21/03/2025

জনগণ ট্যাক্স এর টাকায় আর্মি পালে সর্বভৌমত্ব রক্ষার জন্য, আর সেই আর্মি দেশের টাকা খেয়ে ভারতের পা চাটে।

18/03/2025

আমি যাওয়ার আগেই মশা গিয়ে মশারির মধ্যে বইসা থাকে 😑

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Toxic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share