22/08/2025
ইউনুস স্যার চলে যাবে ,কনফার্ম চলে যাবে!
আজকে স্পষ্ট করে বলে দিয়েছে!
"জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে।
এরপর যে সরকার আসবে, সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদে তিনি থাকবেন না"
কিরে ক্ষমতার কা*ঙ্গালরা!
তোরা যারা বলতি, ইউনূস ক্ষমতালো*ভী!
এবার তোরা কি বলবি!!
কি আর বলবি, আরে তোদের তো লজ্জাই নাই,
এই জাতির কপালে দুঃখ আছে!
একজন দেশপ্রেমিক, জ্ঞানী মানুষকে পাইলো!
কোন দামই দিলো না!
৮৫ বছরের লোকটা দেশের ক্রা'ন্তিলগ্নে জাতির হাল ধরে আসছিলো!
জাতির ভাগ্য পরিবর্তন করতে আসছিলো।
ভেঙ্গে পড়া অর্থনীতিটা টেনে তুললো।
কিন্তু ক্ষমতালো'ভী ,দু'র্নীতিবা'জরা উনারে কোন কাজই করতে দেয় নাই।
বরং জায়গায় জায়গায় অসহযোগিতা করছে ,শব্দ বো*মা দিয়ে অপ'মাণ করছে।
যেখানে হাত দিতো, সেখানেই বাঁধা দিছে!
কেউ কেউ ১৫ মিনিটে পতনের হুম*কি দিছে।
হাসিনার সাথে তুলনা করে বলছে ,"ইউনূস পালানোর জায়গা পাবে না"!
এবার বুঝলাম,
বাংলাদেশের বুয়েটিয়ান,ভালো ডাক্তার, গবেষক,শিক্ষক ,মেধাবী শিক্ষার্থীরা কেন এদেশে থাকে না!
কারণ এ জাতি তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে জানে না!
এদেশে জ্ঞানীরা আর আসবে না!
কারণ জ্ঞানের দাম এ জাতি দিতে পারে না!!!
নে ক্ষমতালো*ভীরা, ক্ষমতায় যা.. ,লু*টেপু*টে খা!
জনগণকে ইচ্ছেমতো শোষণ কর।
তবে দুঃখ হয় এ জাতির জন্য ,তাদের ভাগ্য আর পরিবর্তন হইলো না!
আমরা চোখের সামনে ভাই হারাইলাম!
বুলে'টের সামনে দাড়াইলাম,
কেন? দেশনি পরিবর্তন হয়, দেশের মানুষ যেন ভালো থাকে।
আর তোরা!
ক্ষমতার জন্য জাতির সাথে গা*দ্দা*রি করলি?
কখনো ক্ষ*মা করবো না
কেয়ামতের মাঠে জবাব চাইবো!!!