13/09/2025
অনেক বছর আগে গ্রামের মানুষ বিশ্বাস করত, নদীর গভীরে একটি রহস্যময় মৎসকন্যা বাস করে। একদিন বন্যার সময় বিশাল এক অদ্ভুত মাছ ধরা পড়ে। মাছটির উপর দেখা গেল এক সুন্দরী মৎসকন্যাকে। গ্রামের মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। কেউ ভয়ে পিছিয়ে গেল, আবার কেউ ভেবেছিল এটি নদীর দেবতার আশীর্বাদ। কিন্তু মৎসকন্যা শুধু হেসে বলল—
“আমি কারো ক্ষতি করতে আসিনি, নদীকে রক্ষা করতে এসেছি।”
তারপর হঠাৎ ঝড়ের মতো জল উঠে সে মাছটিকে নিয়ে নদীর গভীরে মিলিয়ে গেল। আজও গ্রামের মানুষ সেই দিনটিকে রহস্যময় কাহিনি হিসেবে বর্ণনা করে।