Rasel Creation

  • Home
  • Rasel Creation

Rasel Creation আমরাই বাংলাদেশ।

🌟 শিশুদের হাতেই ভবিষ্যতের রঙ 🌟শিশুরা যখন রঙে ভিজে হাসিমুখে হাত তুলে ধরে, তখন বোঝা যায়—তাদের ভেতর কত স্বপ্ন, কত সম্ভাবনা ...
15/09/2025

🌟 শিশুদের হাতেই ভবিষ্যতের রঙ 🌟

শিশুরা যখন রঙে ভিজে হাসিমুখে হাত তুলে ধরে, তখন বোঝা যায়—তাদের ভেতর কত স্বপ্ন, কত সম্ভাবনা লুকিয়ে আছে। আজকের এই ছোট্ট হাতগুলোই আগামী দিনের বড় পরিবর্তনের হাতিয়ার হবে।

তাদের সৃজনশীলতা, উদ্যম আর নিষ্পাপ আনন্দ আমাদের শেখায়—পরিবর্তন শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে। 🌈

চলুন, আমরা প্রত্যেকে চেষ্টা করি এই শিশুদের পাশে দাঁড়াতে, তাদের জন্য একটি সুন্দর, নিরাপদ আর স্বপ্নময় পৃথিবী গড়ে তুলতে। 💙

#প্রেরণা #আগামীর_বাংলাদেশ #শিশুর_হাসি_আমাদের_আশা

05/09/2025

মসজিদের গ্রামে আপনাকে স্বাগতম, এটি হলো বেরাইদ পূর্ব পাড়া জামে মসজিদ। শান্ত নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই মসজিদটির রয়েছে শত বছরের ইতিহাস।”

31/08/2025

ভোলা থেকে বরিশাল যাওয়ার এই নদীপথের যাত্রা যেন জীবনেরই এক মায়াময় অধ্যায়। 🌊নদীর বুকে ছুটে চলা নৌকা, জেলের হাতে ভেজা জাল, ভাসমান ঘরবাড়ি, আর তীর ঘেঁষে থাকা সবুজ গ্রামের দৃশ্য—সব মিলিয়ে মনে হচ্ছিলো যেন প্রকৃতি তার আপন রূপে আমাকে বুকে টেনে নিচ্ছে।নদী কেবল চলার পথ নয়, এ আমাদের সংস্কৃতি, আমাদের শেকড়, আমাদের ভালোবাসা। 💙যতবারই নদীপথে যাই, ততবারই মনে হয়—বাংলার সৌন্দর্য সবচেয়ে কাছ থেকে দেখা যায় নদীর বুকেই। 🛶✨ #বাংলার_নদী #ভ্রমণের_ডায়েরি #প্রকৃতির_ডাক

পিঠে কিটনাশকের ট্যাংক, গায়ে ঘামের গন্ধ, হাতে টাটকা শাক—সকাল থেকে দুপুর পর্যন্ত নিজের খেতে যুদ্ধ করে ফিরছেন তিনি।দূর থেকে...
11/08/2025

পিঠে কিটনাশকের ট্যাংক, গায়ে ঘামের গন্ধ, হাতে টাটকা শাক—
সকাল থেকে দুপুর পর্যন্ত নিজের খেতে যুদ্ধ করে ফিরছেন তিনি।
দূর থেকে হাসিমুখে ডাক দিলেন,
“আমাদের জিমে ভর্তি হতে হয় না, আমরা মাঠেই মাশেল বানাই!”
শহরের ট্রেডমিল আর প্রোটিন শেকের বদলে,
তার জিম হলো কাদামাটি, আর প্রোটিন হলো নিজের ঘামের ফসল।

গ্রামের আকাশে সাদা-কালো মেঘের খেলা।দূরে তালগাছের ছায়ায় দাঁড়িয়ে আছে একটি ছোট্ট টং দোকান — ওটাই বাবার জীবিকার কেন্দ্র।আজ ম...
10/08/2025

গ্রামের আকাশে সাদা-কালো মেঘের খেলা।
দূরে তালগাছের ছায়ায় দাঁড়িয়ে আছে একটি ছোট্ট টং দোকান — ওটাই বাবার জীবিকার কেন্দ্র।
আজ মেঠোপথ কর্দমাক্ত, টমটম গাড়ি দোকানের কাছে পৌঁছতে পারছে না।
তাই বাবার সাথে কাঁদা মেখে, হাসিমুখে, ছোট্ট হাতগুলোতেও লেগেছে দায়িত্বের ছোঁয়া।
সদাই পাতি নিয়ে যাচ্ছে তারা দু’জন, কাদামাটির পথ পাড়ি দিয়ে…
কারণ বাবার দোকান শুধু ব্যবসার জায়গা নয়, ওটা তাদের জীবনের স্বপ্নের ঠিকানা। ❤️

কলাপাড়া, পটুয়াখালী।

27/07/2025

নদী আর সাগরের মিলনবেলায়,
নৌকার সারি যেন জীবনের ছায়া।
আমি ক্যামেরায় বাঁধছি একেকটা গল্প,
যেখানে ঢেউয়ের সাথে কথা বলে সময়।
এই ঘাটে কেবল নৌকা ভিড়ে না,
ভিড়ে মানুষ, স্বপ্ন আর অপেক্ষার চিহ্ন।
কুয়াকাটার এই মোহনায় দাঁড়িয়ে,
আমি হারিয়ে যাই নীরবতার এক নৌকায়

26/07/2025

এটাই আমার শান্তির ঠিকানা…
না এখানে এসি চলে না, ডিজাইন করা ওয়ালও নেই,
কিন্তু এই ভেজা মাটি, টিনের চালের টুপটাপ শব্দ,
আর উঠোনে ছড়িয়ে থাকা বৃষ্টির জল
—সবকিছু মিলে এখানে একটা আলাদা ঘ্রাণ থাকে, যেটা শহরের কোনো দামি ফ্ল্যাটেও পাওয়া যায় না।

শিকড়ের টান… সেটা শুধু চোখে দেখা যায় না, মনেই অনুভব করা যায়।

26/07/2025

হাসি শুধু মুখের সৌন্দর্য নয়, এটা অন্তরের শান্তি। যত কঠিন সময়ই আসুক—নিজেকে হারাতে নেই।হাসিখুশি থাকাটাই একরকম সাহস।

25/07/2025

“মনটা কেমন অজানা কষ্টে ভারী হয়ে আছে।সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছি, অথচ ভেতরে আরেকটা ঝড় চলছে।বাইরে প্রচণ্ড হাওয়া, ভেতরে প্রচণ্ড একাকিত্ব।কখনো কখনো নিজের ভেতরের কথা শুধু নীরবতা আর ঢেউই বুঝতে পারে…”

20/07/2025

“এই রাস্তাটা কেবল গন্তব্যে পৌঁছানোর নয়, হারিয়ে
যাওয়ারও।একটা ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে, চারপাশে সবুজে মোড়া প্রকৃতি — কোনো তাড়া নেই,
কোনো হুলস্থুল নেই।
এ যেন জীবনের সেই সহজ সরল দিনগুলো,
যেখানে একটা সাইকেলেই ছিল শত রকম স্বপ্ন,
আর একটা গ্রামের পথেই ছিল পুরো পৃথিবীর শান্তি।
মন চায়, এমন কোনো বিকেলে আবার ফিরে যাই
— ঠিক এই রকম কোনো পথে। ”

11/07/2025

এই পুরনো গাছটার ছায়া এখনো আগের মতোই শান্ত। পাশের টং দোকানটা যেন জীবনের সরলতার প্রতিচ্ছবি।
না আছে কৃত্রিমতা, না আছে ব্যস্ততা—শুধু প্রকৃতি, নিরবতা আর কিছু গল্প বলা মানুষ।
এখানেই তো সময় একটু ধীরে চলে, আর মনটা ফিরে যায় শৈশবে…

☀️ মাটির গন্ধ, পাতার শব্দ আর চায়ের ধোঁয়ার মাঝে হারিয়ে যাওয়া যায় অবলীলায়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rasel Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rasel Creation:

  • Want your business to be the top-listed Media Company?

Share