26/06/2025
নদীটা যেন গল্প বলে—না বলা কথা, না শোনা স্মৃতি আর এক আকাশ ভাবনা নিয়ে।
নৌকার মাথায় বসে এক বাবা, তার পাশে ছেলে—বয়সের ফারাকে আলাদা হলেও, দুজনের চোখে একটাই দিগন্ত।
মাঝির হাতে বৈঠা, ছেলের মনে স্বপ্ন।
একজন পার করে জীবন, আরেকজন ঠিক শিখে নেয় পার হওয়ার ভাষা।
নৌকা শুধু বাহন নয়—এটা তাদের ছোট্ট জগৎ,যেখানে প্রেম, সংগ্রাম আর উত্তরাধিকার একসাথে বয়ে চলে।
#নদীর_ডায়েরি #মাঝি_ও_ছেলে #জীবনযাত্রা #নৌকারগল্প #ভিন্নচোখে_প্রকৃতি #জলেঘেরা_যাপন