Rasel Creation

  • Home
  • Rasel Creation

Rasel Creation আমরাই বাংলাদেশ।

দেশের চাবি আমাদের হাতে।
07/11/2025

দেশের চাবি আমাদের হাতে।

01/11/2025

বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড টুরিজম ফেয়ার (BTTF)-এ স্ক্রিনে চলছে আমার ভিডিও; ভ্রমণ আর নতুন গন্তব্যের খোঁজে সবাই!

29/10/2025

পাহাড় আর গাছের সবুজ মিশে গিয়ে তৈরি করেছে এক অসাধারণ ক্যানভাস। স্নিগ্ধ ভোরে এমন দৃশ্য মনকে এক অন্যরকম শান্তি এনে দেয়। এই দৃশ্য উপভোগ করা আশীর্বাদ।

"আকাশ ছুঁয়েছে পাহাড়।প্রকৃতির এমন রূপে মন হারানো ছাড়া উপায় নেই! "
29/10/2025

"আকাশ ছুঁয়েছে পাহাড়।
প্রকৃতির এমন রূপে মন হারানো ছাড়া উপায় নেই! "

27/10/2025

একদিন না আমি ঠিক উড়ে যাবো

27/10/2025

পৃথিবীর এই সময়টা সত্যিই অন্যরকম শান্ত, স্নিগ্ধ আর শীতল। মনে হচ্ছিল যেন প্রকৃতি শুধু আমার জন্যই সেজে উঠেছে।

26/10/2025

আজকের দিনে শুধু হেঁটেছি আর প্রকৃতির রং দেখেছি। বাঁশ-কাঠের নড়বড়ে সেতু পার হয়ে অপরূপ এক ধানক্ষেতের সামনে এসে যেন থমকে গেলাম। এই বিস্তীর্ণ সবুজ আর দূর পাহাড়ের মিতালি—যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি। মাঝে মাঝে হারিয়ে যাওয়াই ভালো, এতে জীবন নতুন করে বাঁচার মানে খুঁজে পায়। 💚

24/10/2025

প্রতিটা ইট যেন এক-একটা চাপা দীর্ঘশ্বাস।
এই ইটের শহর শুধু শরীর পোড়ায় না, আত্মাকেও পোড়ায়।
আলো ঝলমলে কংক্রিটের ভিড়ে হাঁসফাঁস করছে ভেতরের আমিটা।
জোড়াতালি দেওয়া সম্পর্ক, জোড়াতালি দেওয়া স্বপ্ন, আর জোড়াতালি দেওয়া একটা জীবন বয়ে বেড়াচ্ছি... এই 'ভাল থাকা'র অভিনয় আর ভালো লাগে না রে।
আসলে, 'বাঁচা' আর 'বেঁচে থাকা'-র ফারাকটা এই শহরের ধূলোয় মিশে গেছে।
কবে এই কৃত্রিমতার খাঁচা ভেঙে বেরিয়ে আসব, যেখানে শুধু খোলা আকাশ আর সত্যিকারের শ্বাস! 💔

23/10/2025

Stock footage Available Baitul mokarram
4k 60 fps standard colour
Contact: 01725722623 

Microfilm - মাইক্রোফিল্ম

16/10/2025

কুষ্টিয়ার ছেউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইজি'র পবিত্র আখড়ায় এক অসাধারণ অভিজ্ঞতা লাভ করলাম। 🤍✨
লালন দর্শন আর বাউল গানের সুরে যেন মন প্রাণ জুড়িয়ে গেল। তাঁর মাজারের শান্ত পরিবেশ, ভক্তদের শ্রদ্ধা আর সাধু-সঙ্গের সেই গভীর অনুভূতি— সব মিলিয়ে এক অন্য জগতে ছিলাম! 😍🎶
মাটির টানে, মনের গভীরে শান্তি খুঁজতে লালনের আখড়া একটি সত্যিকারের তীর্থস্থান।
"খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়
তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়"
লালন সাঁইজির এই অমর সৃষ্টির প্রাঙ্গণে এসে তাঁর জীবন ও দর্শনকে আরো কাছ থেকে জানার সুযোগ হলো। যারা এখনও আসেননি, কুষ্টিয়ার এই ঐতিহ্যবাহী স্থানে একবার হলেও ঘুরে যেতে পারেন!
#লালনশাহ #লালনআখড়া #কুষ্টিয়া #বাউল #বাউলগান #লালনউৎসব #সাধুসঙ্গ

একটি শহরের দুটো ভিন্ন গল্প।লেকের এপারে কড়াইল বস্তির সংকীর্ণতা, যেখানে জীবন সংগ্রাম আর স্বপ্নগুলো সীমিত পরিসরে বাঁচে।আর ও...
15/10/2025

একটি শহরের দুটো ভিন্ন গল্প।

লেকের এপারে কড়াইল বস্তির সংকীর্ণতা, যেখানে জীবন সংগ্রাম আর স্বপ্নগুলো সীমিত পরিসরে বাঁচে।
আর ওপারে, সুউচ্চ অট্টালিকা আর আধুনিকতার ছোঁয়া, যেখানে সুযোগ আর সমৃদ্ধি ঝলমল করে।
এই বৈষম্যই হয়তো ঢাকা শহরের সবচেয়ে কঠিন বাস্তবতা। এপার আর ওপারের এই ব্যবধান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের সমাজের দুটো দিক।

11/10/2025

জাপানিজ রামেন লাভারদের জন্য সুখবর! Gojo Ramen-এ যেন এক টুকরো জাপান! 🇯🇵
যদি অথেন্টিক জাপানিজ খাবারের স্বাদ নিতে চান আর একটা কুল জাপানিজ ভাইব পেতে চান, তাহলে মোহাম্মদপুর, তাজমহল রোডের Gojo Ramen-এ চলে আসুন!
ভিডিওতে যেমন দেখলেন, ভেতরে ঢুকলেই জাপানের ঐতিহ্য আর অ্যানিমে-স্টাইল আর্টের এক দারুণ কম্বিনেশন! ⛩️ ঐতিহ্যবাহী চিত্রকর্ম, কাঠের কাজ, আর অ্যানিমে পোস্টার দিয়ে সাজানো দেওয়াল – পুরো পরিবেশটাই মন মুগ্ধ করে দেয়।
আর খাবার? 👌 তাদের সি-ফুড রামেন (ভিডিওতে যেটা দেখা যাচ্ছে, সেটা তো দেখেই জিভে জল!), সুশি, শাশুমি, কাৎসু কারি, গিয়োজা—সব কিছুই ট্র্যাডিশনাল জাপানিজ ফ্লেভারে ভরপুর!
বন্ধুদের সাথে আড্ডা বা স্পেশাল ডিনারের জন্য Gojo Ramen হতে পারে পারফেক্ট চয়েস! আর যারা জুজুৎসু কাইসেনের ফ্যান, তাদের জন্য বিশেষ চমকও আছে! 😉
ঠিকানা: মোহাম্মদপুর, তাজমহল রোড।
আপনারা যারা Gojo Ramen-এ খেয়েছেন, কমেন্টে আপনাদের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না! 👇
#জাপানিজখাবার
Gojo Ramen

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rasel Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rasel Creation:

  • Want your business to be the top-listed Media Company?

Share