Mah'bub K.

Mah'bub K. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mah'bub K., Munshiganj.

ব্যবসা করতে গিয়ে যা শিখেছিঃ--------*----------**----------১। সিস্টেমকে বিশ্বাস করুন, মানুষকে নয়, সে যেই হোক। ২। অযোগ্য ম...
05/09/2025

ব্যবসা করতে গিয়ে যা শিখেছিঃ
--------*----------**----------
১। সিস্টেমকে বিশ্বাস করুন, মানুষকে নয়, সে যেই হোক।
২। অযোগ্য মানুষকে হেল্প করার নিয়তে ব্যবসার দায়িত্ব দেবেন না।
বাঁশ খাবেন ঝাড় সহ।
৩। নেগেটিভ মানুষদের (যারা ভাইরাস ছড়ায়) কোনো চিন্তা না করেই ফায়ার করুন। এরা বিষাক্ত ও ছোঁয়াচে।
৪। আপনার স্বপ্নকে যে কর্মী বিশ্বাস করেনা, লালন করেনা , ফায়ার করুন।
৫। যে এমপ্লয়ী নিজেকে আপডেইট করেনা, NOKIA হয়ে আছে বছরের পর বছর, ফায়ার করুন।
৬। একজন এমপ্লয়ীকে যত বেতন দিচ্ছেন তার কমপক্ষে ১২ গুণ মুনাফা তার কাছ থেকে না পেলে ঐ কর্মী প্রতিষ্ঠানের বোঝা।
৭। নতুন এমপ্লয়ী নিয়োগ দিলে যদি পুরাতন কেউ আপনার ও প্রতিষ্ঠানের সমালোচনা করে, তাকে সাথে সাথে ফায়ার করুন।
৮। প্রতিষ্ঠানের একটি সংস্কৃতি গড়ে তুলুন। মানতে বাধ্য করুন।
৯। একবার কেউ চুরি করলে মাফ করবেন না। সুযোগ পেলে আবারো করবে। নিশ্চিত থাকুন।
১০। যতটা সম্ভব ক্যাশ লেনদেন থেকে বের হয়ে আসুন। কাউকে বিশ্বাস করবেন না। মরা মানুষও নাকি টাকা দেখলে হা করে।
১১। শর্টটার্মের জন্য এমপ্লয়ী নেবেন না।
১২। যে এমপ্লয়ী চাকরি করার মনোভাব রাখে, প্রতিষ্ঠানকে নিজের মনে করে না তাকে দিয়ে প্রতিষ্ঠানের কোনো উন্নয়ন সম্ভব নয়।
১৩। যে এমপ্লয়ী প্রতিষ্ঠানের অপচয় রোধে সচেতন নয় (বিদ্যুত/গ্যাস/পানি/খাবার/গ্যাস/স্পেইস/কাগজ/কলম ইত্যাদি) তাকে কিক আউট করুন।
১৪। যে এমপ্লয়ীরা গীবত করে তাদের কিক আউট করুন।
১৫। যে এমপ্লয়ীরা ভুল করার পর অযুহাত দাড় করায় বা অন্যের উপর দোষ চাপায়, কিক আউট করুন।
১৬। আত্মীয় হলেই বিশ্বাস করে টাকাপয়সা হ্যান্ডল করতে দেবেন না। তদারকির মধ্যে রাখবেন।
১৭। যাদের যে কোনো ধরনের নেশা আছে, তাদেরকে প্রতিষ্ঠানে যুক্ত না রাখাই ভালো। বেশ ভালো।

প্রসঙঃ নারী ও সমাজ - ফুটপাতের ৩০০/- টাকা মূল্যের সস্তা দরের পরিধেয় কাপড় খুললে নারী হয়ে যায় বেশ্যা।আর যখন ৫০০০০/- বা তদ...
29/08/2025

প্রসঙঃ নারী ও সমাজ -

ফুটপাতের ৩০০/- টাকা মূল্যের সস্তা দরের পরিধেয় কাপড় খুললে নারী হয়ে যায় বেশ্যা।
আর যখন ৫০০০০/- বা তদোধিক টাকা মূল্যের জমকালো কাপড় স্টেজে দাঁড়িয়ে লাখো-কোটি মানুষের উপস্থিতিতে খুলতে পারলে সে হয়ে যায় রিতিমত আধুনা মডেল, নায়িকা, সেলিব্রিটি কিংবা স্টার।

প্রেমের টানেই হোক কিংবা আবেগ বা কামনার বশবর্তী হয়ে কাপড় খুললে সে হয় আদর্শ বা যুগোপযোগী মর্ডান বান্ধবি বা GF; সে একই কাজ পেটের দায়ে কিংবা পরিস্থিতির স্বীকার হয়ে করলে সমাজের চোখে সে নারী হয় একজন মাগী।

জোছনা, গোলাপী, জড়িনারা কাপড় খুললে তাদেরকে আমরা বলি খাছ বাংলায় "খানকি" বলতে এতটুকু দ্বিধা করি না; আর যখনই কোন এঞ্জেল, কারিনা, এ্যামিলি নামক ধনী বাবার দূলালীরা জাস্ট একটু ফিগার দেখায়, আমাদের চোখে তারা বনে যায় স্মার্ট, স্যোশাল।

নারীর বিয়ের আগে কাপড় খুললে সে হয় নটি; আর বিয়ের পড় খুললে আমরাই সপ্রশংশ দৃষ্টিতে গর্ব করে বলি "সি ইজ জাস্ট মেইন্টেনিং দা সোসাইটি"।

কোন নারী কখনও স্বেচ্ছায় ধর্ষিতা হয় না,
কিন্তু সে সত্যটা জানার পরও সকলে বাঁকা চোখে তাকে দূরে ঠেলে দেয়। অথচ, কোন বিবাহিতাকে নিয়ে পালিয়ে পরকীয়া করতে এতটুকু ইতস্তত বোধ করে না।

ভাইরে, কাপড়টা তো সব নারী মাত্রই খোলে, এখানে আসলে, কাপড় খোলাটা বড় কোন ফ্যাক্ট নয়; মূল ফ্যাক্ট হচ্ছে, এই সমাজ সে " খোলাটাকে" কোন দৃষ্টিতে দেখছে তার ওপর।

কাপড় খুলেলেই কেউ বেশ্যা হয়ে যায় না, বরং, বেশ্যা - এই সমাজেরই তৈরি ফসল। কিন্তু প্রশ্ন হলো "ওই বেশ্যাদের কাছে আসলে যায়টা কারা?" তাই, অন্যের দিকে আঙুল তোলার আগে, নিজের দিকে ও অন্তত একটিবার কি আমাদের ফিরে দেখা উচিৎ নয়?

নারীর প্রতিটা (স্বেচ্ছায়/অনিচ্ছায়) কুকর্মের ইন্ধন শুধু এবং একমাত্র পুরুষের বদৌলতে ঘটে ; কেননা, তালি তো আর কখনও এক হাতে বাঁজতে পারে না। অথচ বেশিরভাগ পুরুষই অপরাধ করে লোকচক্ষুর আড়ালে গিয়ে পার পায়। কিন্তু জন সমুদ্রে উত্তাল ঢেউয়ে পরে দোল খেতে হয় এই নারী জাতীটাকেই

আর্টিকেলটি লিখার সময় এ রকম স্লাং ভাষা ব্যবহার করার জন্য আন্তরিক ভাবে দূঃখিত। কিন্তু এখানে বাস্তবতাই এ রকম যে, সমাজের প্রচলিত এই শব্দেগুলোট প্রয়োগ না ঘটালে বিষয়টি তার নিজস্ব স্বকীয়তা পেতো না; আর পাঠক সমাজও বিষয়টির যথাপোযুক্ত গুরত্ব উপলব্ধি করতে ব্যার্থ হতেন।

প্রতিটি নারীই "নারী" হিসেবে জন্ম নেবার পাশাপাশি একটি "মা" -এর সত্ত্বা নিয়ে জন্ম নেয়, এটাই স্রষ্টা ও সৃষ্টির অমোঘ বিধান। তাই, তাকে সম্মান করতে শেখাটা আমাদের নৈতিক দায়িত্ব।

যে পুরুষ বেশ্যাকে ঘৃণা করে - সে পুরুষই রাতের আধারে কোন না কোন বেশ্যাকেই বুকে জড়িয়ে নিজ কমনার আগুনকে নিবৃত্ত করে।
যে ছেলে কোন নারীর প্রেমে ছ্যাকা খেয়ে গোটা নারী জাতিটাকেই গালাগাল দেয়; কয়দিন পর সেই ছেলেই আবার ভিন্ন কোন নারীর প্রেমের সাগরে অবগাহন করে।
চলচ্চিত্রের সব থেকে সভ্য, ভালো ও শালীন নায়িকাটির গলায়ও দুই দিন পর তারই কোন অতিব্যাক্তিগত ভিডিও ভাইরাল হবার কারনে সমাজের নিন্দা ও সমালোচনার মালা শোভা পায়।

* রাস্তায় পরিত্যক্ত পাগলিটার পেটেও এক সময় বাচ্চা আসতে দেখা যায়।
* মায়ের সবচেয়ে "আতেল" মার্কা গর্দভ ছেলেটাও একসময় প্রেমে পড়তে দেখা যায়।
* মা-বাবার চোখের গরমে ভয়ে কেঁদে দেওয়া মেয়েটিকেও দেখা যায় রাতে অধারে লুকিয়ে বাঁশ বাগানে যেতে।
* ১৫ বছরের একটা ইম্যাচিউর ছেলেকেও বলতে শোনা যায় "তোকে ছাড়া বাঁচবো না।"
* দেখা যায় ১০ বছরের মেয়েটাকেও ফেইসবুকে স্ট্যাটাস দিতে, "অতীত ভুলে যেতে চাই, নতুন করে শুরু করতে চাই।"

প্রতিদিন কেউ না কেউ ধর্ষিতা হয়ে কেঁদে বুক ভাসায় - আইনের দ্বারে দ্বারে কড়া নারে সুবিচার পেতে। আবার, কেউ না পেরে দড়ির মালা গলায় দিয়ে ভিন্ন দেশে পাড়ি জমায়।

ওদিকে, কেউ আবার স্বামীর অনুপস্থিতিতে লাজ-লজ্জা মাথা খেয়ে দেহের ক্ষুধা মিটিয়ে তৃপ্ত হয়।

এখন তাহলে দোষটা আসলে দেবো কাকে বলুন? "দিনশেষে তো এদের নিয়েই আমাদের সমাজ ও সংসার" - এ সত্যটাকে তো অস্বীকার করার উপায় নেই।

- নারী ছলনাময়ী, নারী বেইমান
- পুরুষ স্বার্থপর, পুরুষ বিশ্বাসঘাতক
- পরের বোনটা মাল। নিজের বোন টা কলিজা
- রোগীও নায়, নয় মেন্টালও -
- তবুও এই মানুষ জাতটাই আসলে মাতাল।।

সারমর্ম?
* দৃষ্টি ভঙ্গি বদলান মহাবিশ্ব বদলে যাবে....!! *

©
ছবিঃ সংগ্রহীত।

স্যাম অল্টম্যান (OpenAI-এর CEO)-কে জিজ্ঞেস করা হলো যে, তার মতে একটা সফল স্টার্টআপের বা অনলাইন ব্যবসার ‘গোপন রহস্য’ কী? ত...
16/08/2025

স্যাম অল্টম্যান (OpenAI-এর CEO)-কে জিজ্ঞেস করা হলো যে, তার মতে একটা সফল স্টার্টআপের বা অনলাইন ব্যবসার ‘গোপন রহস্য’ কী?

তার উত্তরটা এতটাই সহজ ছিলো যে, শুনলে অবাক হতে হয়!

স্যামের মতে - "এমন একটি প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করুন যা এতটাই ভালো যে, মানুষ নিজে থেকেই তাদের বন্ধুদের কাছে এর প্রশংসা করবে। যদি এটা করতে পারেন, আপনার অর্ধেক কাজ সেখানেই শেষ।"

একবার Google-এর কথা ভাবুন। তাদের কোনো মার্কেটিং ক্যাম্পেইনের দরকার হয়নি। এটি এতটাই দ্রুত এবং ভালো ছিল যে, মানুষ মুখে মুখে এর প্রচার করেছে।

অথবা Facebook-এর কথা ভাবুন, যা বিজ্ঞাপন ছাড়াই বছরের পর বছর ধরে ছড়িয়ে পড়েছে শুধু মানুষের ভালো লাগার কারণে।

স্যাম অল্টম্যানের মতে, এই অবিশ্বাস্য গ্রোথের পেছনে কয়েকটি সাধারণ কিন্তু শক্তিশালী নীতি কাজ করে:

১. এমন কিছু বানান যা এক কথায় বোঝানো যায়:
একজন ব্যবহারকারী যদি আপনার প্রোডাক্টকে এক লাইনে ব্যাখ্যা করতে না পারে, তাহলে সে কখনওই এটা শেয়ার করবে না। যে আইডিয়াগুলো সবচেয়ে বেশি ভাইরাল হয়, সেগুলো বোঝানোও সবচেয়ে সহজ।

২. স্রোতের সাথে চলুন, উল্টোদিকে নয়:
এমন একটি মার্কেটে কাজ শুরু করুন যা ইতোমধ্যেই বড় হচ্ছে। ইন্টারনেট যখন জনপ্রিয় হচ্ছিল, তখন Google এসেছিল। অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক যখন অপরিহার্য হয়ে উঠছিল, তখন Facebook এসেছিল। স্রোত আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

৩. আসল ট্রেন্ডকে চিনতে শিখুন:
আসল ট্রেন্ড হলো সেটাই, যেখানে ব্যবহারকারীরা বারবার ফিরে আসে এবং অন্যদেরও আসতে বলে। এটা এক সপ্তাহের হাইপ নয়, বরং মাস বা বছর ধরে এর জনপ্রিয়তা বাড়তে থাকে।

আর সবচেয়ে অসাধারণ বিষয়টা কী জানেন?

স্যাম অল্টম্যান বিশ্বাস করেন, এই সময়ে একজন মানুষ একাই একটি বিলিয়ন-ডলারের কোম্পানি তৈরি করতে পারে!

একসময় যে টুলগুলো ব্যবহার করার জন্য শত শত মানুষের টিম লাগত, তা এখন আপনার হাতের মুঠোয়: AI, ক্লাউড কম্পিউটিং এবং গ্লোবাল পেমেন্ট সিস্টেম—এসবের সাহায্যে আপনি একাই ডিজাইন, নির্মাণ, মার্কেটিং এবং সারা বিশ্বে আপনার প্রোডাক্ট পৌঁছে দিতে পারেন।

তাই, এমন একটি আইডিয়া বেছে নিন যা আপনাকে উত্তেজিত করে এবং তাকে এতটাই অসাধারণ করে তুলুন যে, আপনার প্রথম ব্যবহারকারীরাই এর মার্কেটিং শুরু করে দেয়।

কারণ, বিলিয়ন-ডলারের গল্পগুলো ঠিক এভাবেই শুরু হয়।

#উদ্যোক্তা #ব্যবসাপরামর্শ #স্টার্টআপ #প্রেরণা

"০ রিটার্ন" (Zero Return) মানে হলো—আপনার ইনকাম ট্যাক্সযোগ্য নয়, অথবা কোনো আয় নেই, কিন্তু আপনি নিয়ম মেনে আয়কর রিটার্ন দিচ...
08/08/2025

"০ রিটার্ন" (Zero Return) মানে হলো—আপনার ইনকাম ট্যাক্সযোগ্য নয়, অথবা কোনো আয় নেই, কিন্তু আপনি নিয়ম মেনে আয়কর রিটার্ন দিচ্ছেন। বাংলাদেশে অনলাইনে "০ রিটার্ন" সাবমিট করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

✅ প্রয়োজনীয় জিনিসপত্র:

1. TIN সার্টিফিকেট

2. eTIN User ID ও Password (যদি না থাকে, https://etaxnbr.gov.bd থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে)

3. জাতীয় পরিচয়পত্র (NID)

4. মোবাইল নম্বর ও ইমেইল অ্যাক্সেসযোগ্য থাকতে হবে

🖥️ ০ রিটার্ন জমা দেওয়ার ধাপসমূহ (অনলাইনে):

১. ভিজিট করুন:

👉 https://etaxnbr.gov.bd

২. Login করুন:

"eReturn Login" অপশন সিলেক্ট করুন
TIN, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগইন করুন

৩. নতুন রিটার্ন শুরু করুন:

Dashboard থেকে “New Return” বা “Create Return” ক্লিক করুন
Assessment Year নির্বাচন করুন (যেমন: 2023-2024)

৪. “০ রিটার্ন” বেছে নিন:

যখন “Income Details” আসবে, সেখানে সমস্ত ইনকাম সেকশন ০ রাখুন
ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন অটোমেটিক্যালি ০ দেখাবে
অন্যান্য তথ্যগুলো (ব্যক্তিগত তথ্য, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে) দিন

৫. “Verification” এবং “Submission” করুন:

সব তথ্য ভালোভাবে যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন
প্রয়োজন হলে DSC (Digital Signature) ব্যবহার করুন অথবা Verification Code মোবাইলে যাবে

রিটার্ন সাবমিট হয়ে গেলে আপনি একটি Acknowledgement Receipt পাবেন (PDF ডাউনলোড করতে পারবেন)

🧾 কেন ০ রিটার্ন দেয়া জরুরি?

TIN Active রাখতে

কোনো ব্যাংক, পাসপোর্ট, লোন, ঠিকাদারি লাইসেন্স, ফেসবুক পেমেন্ট (Payoneer বা bKash) ইত্যাদির ক্ষেত্রে প্রমাণ দেখাতে

NBR থেকে জরিমানা এড়াতে

কোভিড ২০২৫ ইংপরিস্থিতি পর্যালোচনা করলে বলতে হয় কোভিড ২০২৫ এর হানা থেকে নিজেকে কিছুটা নিরাপদ করতে আমরা আবার মাস্ক পরার দি...
13/06/2025

কোভিড ২০২৫ ইং

পরিস্থিতি পর্যালোচনা করলে বলতে হয় কোভিড ২০২৫ এর হানা থেকে নিজেকে কিছুটা নিরাপদ করতে আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি।

COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।

v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।

তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকেন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

জনসচেতনতা তৈরীতে সম্ভব হলে পোষ্টটি শেয়ার করুন।

(ছবিটি বিগত কভিটের সময়ে দাফনের কাজে নিয়োজিত টিমের)

দালাল ছাড়া ঘ‌রে ব‌সেই একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে : A to Z তু‌লে ধরা হ‌লো..…. √ জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য - ...
07/06/2025

দালাল ছাড়া ঘ‌রে ব‌সেই একদম কম খর‌চে নামজা‌রি কর‌বেন যেভা‌বে : A to Z তু‌লে ধরা হ‌লো..….

√ জমি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য - নামজারি প্রক্রিয়া ও খরচ :

নামজারি বা মিউটেশন হলো জমির বর্তমান খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে একটি নতুন খতিয়ান তৈরি করার প্রক্রিয়া। জমি ক্রয়-বিক্রয় বা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বৈধভাবে নিজের নামে রেকর্ড করতে এটি অপরিহার্য।

√ নামজারি করতে যা যা প্রয়োজন:

নামজারি আবেদন করার জন্য নিচের ডকুমেন্টগুলো জমা দিতে হবে :

1. জমির দলিলের সার্টিফাইড কপি/মূল কপি।

2. এস এ/আর এস খতিয়ানের কপি।

3. ওয়ারিশান সনদের কপি (যদি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি হয়)।

4. ছবি (জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করলে)।

5. বায়া দলিলের কপি (যদি প্রয়োজন হয়)।

6. মোবাইল নম্বর।

7. জাতীয় পরিচয়পত্র (NID)।

8. কর/খাজনার রশিদ।

√ নামজারি প্রক্রিয়া:

১ম ধাপ:
mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে নাগরিক বা কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করুন। আবেদন করার পর একটি কেস নম্বর পাবেন, যা মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে।

২য় ধাপ:
আপনার আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে। তদন্তের পর সব ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানো হবে।

৩য় ধাপ:
এসিল্যান্ড অফিস থেকে শুনানির তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। শুনানির পর ডিসিআর ফি পরিশোধ করে অনলাইনে কিউআর কোডসহ নামজারি কপি সংগ্রহ করতে পারবেন।

√সময় ও খরচ:
নামজারি প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগে।

মোট খরচ: ১১৭০ টাকা।

√ তথ্য ও সহায়তা :
নামজারি আবেদন বিষয়ক যেকোনো তথ্যের জন্য কল সেন্টার 16122-এ যোগাযোগ করুন।



দেশের মূদ্রা ব্যাবস্থায় কেমন যেন ডলার ডালার ভাব চলে এসেছে। 🥰কাক ময়ুরের পুচ্ছ লাগলেই তো তা ময়ূর হয়ে যায় না।তাই আমাদের সকল...
07/06/2025

দেশের মূদ্রা ব্যাবস্থায় কেমন যেন ডলার ডালার ভাব চলে এসেছে। 🥰
কাক ময়ুরের পুচ্ছ লাগলেই তো তা ময়ূর হয়ে যায় না।
তাই আমাদের সকলের একান্ত কামনা ও প্রচেষ্টা হোক, দেশের মূদ্রার আধুনিকায়নের সাথে সাথে দেশটাকেও ডলার প্রচলিত দেশের মত অত্যাধূনিক করে গড়ে তোলায় ভূমিকা রাখা। 🙏

২০২৪ অর্থবছরে আশাতীত পার্ফমেন্স দেখানো ব্যাংকগুলো।
18/05/2025

২০২৪ অর্থবছরে আশাতীত পার্ফমেন্স দেখানো ব্যাংকগুলো।

দেশের পুঁজিবাজারের জানাজা সম্পন্নের মধ্য দিয়ে, দেশের অর্থনীতিতে এক নতুন লজ্জাকর ইতিহাস -বিস্তারিত প্রথম কমেন্ট -
18/05/2025

দেশের পুঁজিবাজারের জানাজা সম্পন্নের মধ্য দিয়ে, দেশের অর্থনীতিতে এক নতুন লজ্জাকর ইতিহাস -

বিস্তারিত প্রথম কমেন্ট -

এই যে জনাব কুলাঙ্গার, শুনছেন?; হ্যা, আপনাকে বলছি।।ব্যাবহার কখনও বংশের পরিচয় হতে পারে না, - কখনই না।কেননা, আপনার-আমার আশে...
16/05/2025

এই যে জনাব কুলাঙ্গার, শুনছেন?; হ্যা, আপনাকে বলছি।।

ব্যাবহার কখনও বংশের পরিচয় হতে পারে না, - কখনই না।
কেননা, আপনার-আমার আশেপাশে অনেকে বংশীয় হওয়া সত্বেও অতি উচ্চমানের কুলাঙ্গার - ফলতঃ ভন্ড।

যারা মানুষকে ঠকিয়ে বাড়তি কিছু প্রাপ্তির আনন্দে আত্মহারা হয়ে উঠে পরম তৃপ্তির ঢেঁকুর তোলে।

এই যে জনাব কুলাঙ্গার; হ্যা, আপনাকে(দের) বলছি, "নিজেকে কয়েকগুণ বেশি ঠকার জন্য মানুষিক ও শারীরিকভাবে প্রস্তুত করছেন তো?"

যা সত্য, তাই চিরন্তন; তাকে সাময়িক ভাবে দাবিয়ে রাখতে পারলেও সময়েও বিবর্তনে তা আরোও বিকট আকৃতি নিয়ে
প্রকাশ পাবেই। আর তখন, প্রতিবার আপনার নামের স্মরন/উচ্চারণের সাথেই থাকবে মানুষের দীর্ঘশ্বাস, ঘৃনা, তিরস্কার ও অফুরান অভিশাপ। যার ফলাফল সোজা চলে যাবে আপনার সেই সাড়ে তিন হাত নিবাসে। যাদের ভরনপোষণের জন্য ঐ ভন্ডামি ও প্রতারণার আশ্রয় নিয়েছিলেন - তারা কেউই আপনার এই প্রাপ্তির দায়ভার নিয়ে সমব্যাথি হবেনা।

সুতরাং اتَّقُوا اللّٰهَ - আল্লাহকে ভয় করো, যথাযথভাবে।

15/05/2025

সেক্স ও সফলতা কখনই একসাথে চলতে পারে না।
তাই, কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না"।

কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু পুরুষ সফলতার জন্য পরিশ্রম করে। আবার কিছু পুরুষ শুরু হওয়ার আগেই তাদের সফলতা ধ্বংস করে ফেলে।

আপনি জানেন কি?❓
অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো সেক্স।‼️

যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর যে পুরুষ নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই সবার চেয়ে এগিয়ে থাকে। কেননা সফলতার জন্য দরকার কঠোর নিয়মানুবর্তিতা। আর যৌন আসক্তি সেই নিয়মানুবর্তিতাকে ধ্বংস করে দেয়।

তাই আপনি যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ না করতে পারেন,
তাহলে ভবিষ্যতও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।❗

➤ কঠিন সত্যঃ🛐

1️⃣ ক্ষমতাবান পুরুষ যৌন-বিভ্রান্তি এড়িয়ে চলে, দুর্বল পুরুষ না বলতে পারে না।
ইতিহাসের সব মহান পুরুষদের একটা বিষয় মিল: তারা ছিল কঠোর নিয়মানুবর্তিতায় অভ্যস্ত।

আলেকজান্ডার দ্য গ্রেট ৩০ বছরের মধ্যেই পৃথিবী জয় করেছিলেন—তিনি মেয়েদের পেছনে সময় নষ্ট করেননি।

এলন মাস্ক সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করেন—তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করেন না।

মোহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌনতা থেকে বিরত থাকতেন—কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি।

কিন্তু আজকের অনেক পুরুষ কী করছে?
প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পর্ন ও মাস্টারবেশনে নষ্ট করছে।
মেয়েদেরকে ইমপ্রেস করতে শেষ টাকা পর্যন্ত খরচ করছে।
একটা মেয়ের জন্য কাঁদছে, ভবিষ্যত গড়ার চেয়ে।
অথচ কোনো মহান পুরুষ কখনোই তার কামনার দাস ছিল না।

2️⃣ যৌনতা আপনার শক্তি, মনোযোগ, ও উদ্যম কেড়ে নেয়।
প্রতিবার আপনি "রিলিজ" করলে, আপনি কেবল কয়েক সেকেন্ডের আনন্দ হারান না— আপনি হারান:
টেস্টোস্টেরন (যা আপনাকে শক্তি ও সাফল্য দেয়)
উদ্যম (জয় পাওয়ার ক্ষুধা)
মানসিক স্থিরতা (মনোযোগ ধরে রাখার ক্ষমতা)
তাইতো অনেক পুরুষ যৌনতার পর ক্লান্ত ও অলস অনুভব করে।

ভাবুন, আপনি যদি প্রতিদিন এভাবে নিজেকে দুর্বল করে ফেলেন— তাহলে আপনি কীভাবে শক্তিশালী হবেন?

3️⃣ মেয়েদের পেছনে প্রতিটি মিনিট মানে নিজের ভবিষ্যৎ থেকে দূরে যাওয়া। প্রতিদিন আপনি কত সময়:
মেয়েদের ছবি স্ক্রল করে কাটান?
ফ্লার্ট ও চ্যাটিংয়ে ব্যয় করেন?
পর্ন দেখে বা মাস্টারবেট করে নিজের শক্তি নষ্ট করেন?

ভাবুন, এই সময়গুলো যদি আপনি ব্যয় করতেন:
উচ্চ আয়ের দক্ষতা শেখায়, নিজের ব্যবসা বা ক্যারিয়ারে, শরীর গঠনে— তাহলে আপনাকে কারো পেছনে ছুটতে হতো না, তারা নিজেরাই আপনার দিকে ছুটে আসত।

4️⃣ ইতিহাস বলে, যৌন দুর্বলতাই অনেক মহান পুরুষকে ধ্বংস করেছে।
ভেবে দেখুন, ইতিহাসের অনেক শক্তিশালী পুরুষ কীভাবে ধ্বংস হয়েছে? না যুদ্ধ, না দারিদ্র্য— বরং যৌন দুর্বলতায়।
শিমশোন (Samson) তার শক্তি হারিয়েছিল ডেলিলার কারণে।
সলোমন ছিলেন জ্ঞানী, কিন্তু নারীদের কারণে ধ্বংস হয়েছিলেন।
টাইগার উডস হারিয়েছেন কোটি কোটি টাকার স্পনসরশিপ যৌন স্ক্যান্ডালের জন্য।
বিল ক্লিনটনের ক্যারিয়ার পড়ে গিয়েছিল বিপদের মুখে।

অর্থাৎ একজন অসংযত পুরুষ মানে একটি নিশ্চিত বিপর্যয়ের অপেক্ষা।

5️⃣ নারীরা কখনোই এমন পুরুষকে সম্মান করে না যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না।
আপনি কি ভাবেন, কোনো নারী তার পেছনে ছুটে বেড়ানো একজন পুরুষকে সম্মান করে? না। নারীরা সম্মান করে সেই পুরুষকে যার আছে: লক্ষ্য, আত্মসংযম, বড় কোনো মিশন জীবনে।

যখন আপনি আপনার উদ্দেশ্যে মনোযোগ দিবেন, নারীরাই আপনাকে খুঁজবে।

6️⃣ পর্ন, মাস্টারবেশন ও আকস্মিক যৌনতা পুরুষদের দুর্বল করে দিচ্ছে। আধুনিক পুরুষ: দুর্বল, অলস, অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত— এবং এর মূল কারণ হলো সস্তা আনন্দে আসক্তি।

পর্ন ধ্বংস করে আপনার মস্তিষ্ক।
মাস্টারবেশন খেয়ে ফেলে আপনার উদ্যম।
ক্যাজুয়াল সেক্স নষ্ট করে আপনার নিয়মানুবর্তিতা।

ফলাফল?⁉️
পুরুষেরা আজ: অনুপ্রাণিত না, আর্থিকভাবে বিপর্যস্ত, হতাশাগ্রস্ত ও দিকহীন।

7️⃣ যে পুরুষ নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে ভবিষ্যৎও নিয়ন্ত্রণ করতে পারবে না।
আপনি হয়ত বলছেন আপনি ধনী, ক্ষমতাবান ও সফল হতে চান। কিন্তু আপনি কি পারেন:
এক সপ্তাহও সেক্স বা পর্ন ছাড়া থাকতে?
কাজের মাঝে নারীর চিন্তা বাদ দিতে?
প্রতিটি নারী দেখে তার পেছনে না ছুটতে?

যদি নিজের শরীরকেই আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন,
তাহলে এই পৃথিবী আপনি কীভাবে জয় করবেন?

8️⃣ সফল পুরুষ সেক্সকে নিয়ন্ত্রণ করে, ব্যর্থ পুরুষ সেক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
সেক্স একটি মাধ্যম। দুর্বলরা এটা ব্যবহার করে শুধুই আনন্দের জন্য। শক্তিশালীরা ব্যবহার করে এটা নিয়ন্ত্রণের জন্য।

সফল পুরুষ জানে কবে, কীভাবে এই চাহিদা নিয়ন্ত্রণ করতে হয়। ব্যর্থ পুরুষ নিজের কামনার গোলাম হয়ে থাকে।
অথচ এই পৃথিবী শাসন করে সেসব পুরুষ, যারা ভোগ নয় বরং নিয়ন্ত্রণকে বেছে নেয়।

9️⃣ নারী আসবে যাবে, কিন্তু সফলতা চিরস্থায়ী।
আজকে আপনি হয়ত ১০০ জন নারীর সাথে আছেন, কালকে তারা একসাথে চলে যেতে পারে। কিন্তু যদি আপনার থাকে: অর্থ, ক্ষমতা, অবস্থান— তাহলে শত শত নারী নিজে থেকেই আসবে।

তাই সফল পুরুষদের নারীর অভাব হয় না, আর দুর্বল পুরুষদের জীবন কাটে পিছনে ছুটে।‼️

🔟 প্রথমে নিয়মানুবর্তিতা, পরে আনন্দ।
সেক্স নিজে খারাপ কিছু নয়। কিন্তু যদি আপনি আনন্দকে উদ্দেশ্যের আগে রাখেন, তাহলে আপনি সবসময় সংগ্রামে থাকবেন। যদি আপনি আত্মসংযম রপ্ত করেন, তাহলে আপনি সবার চেয়ে এগিয়ে থাকবেন।

☞ শেষ কথা:
যদি আপনি ধনী, শক্তিশালী ও সফল হতে চান⁉️ তাহলে প্রথম শিখুন নিজের ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে।

কারণ শেষ পর্যন্ত…
যে পুরুষ নিজের কামনাকে জয় করে, সে-ই নিজের ভবিষ্যৎ জয় করে। আর যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে একদিন সবকিছু হারায়।

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তসহ ৫ দফা নির্দেশনা প্রধান উপদেষ্টার।পুঁজিবাজার ডেস্ক পুঁজিবাজার রবিবার, ১...
12/05/2025

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তসহ ৫ দফা নির্দেশনা প্রধান উপদেষ্টার।

পুঁজিবাজার ডেস্ক পুঁজিবাজার রবিবার, ১১ মে ২০২৫।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের পুঁজিবাজারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনেকেই গুরুতর দুর্নীতির সঙ্গে জড়িত—এমন অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

একই সাথে প্রধান উপদেষ্টা সরকারি অংশীদারিত্ব রয়েছে এমন বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুততম সময়ের মধ্যে শেয়ারবাজারে (আইপিও) তালিকাভুক্ত করাসহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন।

রোববার (১১ মে) দুপুরে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে ‘শেয়ারবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ শীর্ষক এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, শেয়ারবাজারে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ পদক্ষেপের মাধ্যমে সংশ্লিষ্ট সবার কাছে বার্তা যাবে—কোনো অনিয়ম সহ্য করা হবে না।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

বিএসইসি চেয়ারম্যান বৈঠকে গত ৯ মাসে গৃহীত সংস্কার কার্যক্রম ও চলমান উদ্যোগ নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন। আলোচনা শেষে ড. ইউনূস শেয়ারবাজারের দীর্ঘস্থায়ী উন্নয়নে পাঁচটি নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা হলো:

১. সরকারি অংশীদারিত্ব রয়েছে এমন বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুততম সময়ের মধ্যে শেয়ারবাজারে (আইপিও) তালিকাভুক্ত করা।

২. দেশীয় বড় বেসরকারি কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা বিবেচনায় নেওয়া।

৩. বাজারে নিহিত স্বার্থে জড়িত ব্যক্তিদের প্রভাব হ্রাস করে নিরপেক্ষ মনিটরিং নিশ্চিত করা এবং বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে তিন মাসের মধ্যে রিফর্ম শুরু করা।

৪. বড় প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যাংক ঋণের পরিবর্তে কোম্পানিগুলো যেন বন্ড বা শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহে আগ্রহী হয়, সে বিষয়ে কৌশল নির্ধারণ।

৫. দুর্নীতিগ্রস্ত মধ্যস্থতাকারী বা দালালদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।

প্রেস সচিব বলেন, শেয়ারবাজারে যে প্রভাবশালী গোষ্ঠী সংস্কার প্রতিহত করে, তাদের নিয়ন্ত্রণে এনে গভীর সংস্কার কার্যকর করতে হবে। এতে করে বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আসবে।

Address

Munshiganj

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801720526204

Alerts

Be the first to know and let us send you an email when Mah'bub K. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share