অক্ষরের উঠোন

অক্ষরের উঠোন * শব্দের গোলকধাঁধায় হারিয়ে, আপনার হৃদয়ে পৌঁছানোর পথ খুঁজি।*
অনন্য দৃষ্টিভঙ্গির প্রতি অনুরাগী একজন পেশাদার লেখক।

03/09/2025

কি মহাবিপদ থেকে গতকাল বেঁচে গেছিলাম!😔
গতকাল ৩ মেয়ে আমাদের বাসায় এসে নক করে। যেহেতু আমি একা থাকি সারাদিন বাসায় তাই কেউ আসলে খুলি না। গতকাল বাবা বাসায় ছিল তাই খুলেছিলাম। মেয়েরা এসে বললো বাড়িওয়ালা পাঠিয়েছে রুম দেখতে। আমি বললাম আমরা তো রুম ছাড়বো না। বলে ৫ তলা খালি হবে বাট তারা বাসায় নেই তাই আপনাদের রুম দেখতে বলছে। সেইম সিস্টেমের নাকি। আমি বললাম আমাদের তো টাইলস করা না আর ৫ তলা তো টাইলস রুম। বলে সমস্যা নাই দেখলেই হবে। তারপর ৩ মেয়ে আমাকে কথার ধা'ন্দা'য় ফেলে দেয়। একের পর এক প্রশ্ন করছে। আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। তারপর আমাকে বললো ভিতরের রুমে যাই। বললাম যান। গিয়ে দেখে বাবা ভিতরে। বাবাকে দেখে থতমত খেয়ে যায়। বলে আচ্ছা ঠিক আছে বাড়িওয়ালার সাথে কথা বলবো নে।

একটু পর বাড়িওয়ালার সাথে আমার দেখা। তাকে জিজ্ঞেস করতে সে বললো নাতো আমি কাউকে পাঠাইনি! আজ সেই ৩ মেয়ে পাশের বাসায় সেইম প্রক্রিয়াতে মোবাইল, গহনা, টাকা নিয়ে গেছে।

আব্বুর ব্যবসার টাকা, গহনা(শেষ সম্বল) কাল সব যেত আমাদের।
খুব সাবধানে থাকবেন ঢাকায় আপনারা।

সবাইকে সর্তক করার জন্য পোস্টটি দ্রুত শে-য়া-র করে দিন।

লেখা- সংগৃহীত


#জীবন_চক্র

03/09/2025

এই যে ১০ সেকেন্ড বাহিনী
তোমাদের আমার পেইজের খবর দিলো কে?
আমি তো এদের নিয়েই সুখে সংসার করছিলাম।
হঠাৎ তোমরা কোথা থেকে দখল দিলে ভাই?
ম'রণ জ্বা'লা তো 🙂

03/09/2025

ছোটবেলায় ভাবতাম, 😩 আমি ইয়াং মম হবো, অনেক energy থাকবে। বাচ্চা নিয়ে কোচিং এ গেলে বাচ্চার বন্ধুরা জিগ্যেস করবে "এটা কি তোর বোন? " আর আমি চুল উড়িয়ে বলব “No baby I’m her Mommy”.............😇
আর এখন অবস্থা এমন যে বাচ্চা বড় হয়ে স্কুলে যাইতে যাইতে, ওর ফ্রেন্ডরা আমাকে দেখলে জিগ্যেস করবে “তোকে নিতে আসছে কে ? তোর দাদী নাকি নানি? ” 🙂
Keu hasben na. It's a serious post!

13/08/2025

আমার চাচার ঢাকায় একটা বিল্ডিং আছে। ৫ তলা। সেই বিল্ডিং তার ৫ মেয়ের নামে উইল করে দিয়েছে। চাচার কোনো ছেলে নাই।
চাচাকে জিজ্ঞেস করলাম, মেয়েরা তো সম্পত্তির অর্ধেক অংশ পাবে। বাকিটা তার ভাই, বা অন্য আত্মীয়রা পাবে। সে বলল, এই বিল্ডিং আমি নিজের টাকা দিয়ে করেছি। তাই এই সম্পত্তিতে অন্যের ভাগ নাই।
জানতে চাচ্ছি হল, মিরাস অনুযায়ী চাচার দালানের ভাগ কিভাবে হবে। আমাদের তো হক আছে এখানে , কিভাবে হক আ%*দায় করা যাবে ?

13/08/2025

আকাশে হোক বা সমুদ্রে
সর্বত্রই আমি কান পেতে তো তোমার গানই শুনেছি...

13/08/2025

জামাইয়ের জন্মদিনে শাড়ি উপহার দিয়ে বলবো "এটা তোমার বউয়ের জন্য"!😌

19/06/2025

ডেন্টিস্ট: একি! হাঃ এতো ছোট কেন!
মহিলা রোগী: আমার হাঃ এতো বড় হলে তো আমার স্বামী আমার ইশারাতেই সারাদিন নাচতো!

19/06/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবার প্রোফাইল ঘুরে আসবো!!❤

29/07/2023

Mashaallah❤️oshadharon dui vai bon er gojol

26/05/2023

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when অক্ষরের উঠোন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অক্ষরের উঠোন:

Share