01/19/2025
আজকে চুল কাটতেই হবে
কারন, গ্রামে গেলে সবারই একই প্রশ্ন, চুল কেন এত বড় রাখছি, কাটাইনা কেন ? ওর দাদু-নানুদের কথা শুনতে হচ্ছে আমাকে😂
আমরাই যে কাটছিনা তাও না, ও নিজেও কাটতে চায়না । ভাবলাম ছোট বাচ্চা, থাক ! কিন্তু আজ কাটতেই হবে । আমি বুঝিনা চোখের উপরে চলে আসছে চুল তাও ওর বিরক্ত লাগেনা ?
আমার ছেলের চুল বড় রাখার পেছনে বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত, শীতের শুরু, মাঝখান বা শেষে ওর প্রচণ্ড কাশি ও নিঃশ্বাসের সমস্যায় পড়তে হয়, যা গত কয়েক বছর ধরে আমাদের জীবনের একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই চাচ্ছিলাম ঠান্ডা বের হলেই ওর চুলটা কাটাব কিন্তু চুলের যে অবস্থা তাতে না কেটে পারা যাচ্ছেনা ।
এই বিষয়টি ব্যাখ্যা করা যেমন কঠিন, তেমনি বাইরে থেকে বোঝাও সম্ভব নয়। চুল বড় রাখলে হয়তো শীতে একটু সুরক্ষা হয়—এটাও আমার মনে হয়।
দ্বিতীয়ত, আমার ছেলের চুলগুলো খুব সুন্দর এবং ঘন। মায়ের পক্ষ থেকে একটা স্বাভাবিক ইচ্ছা হয়, যেমন ছেলে হলে মেয়ের মতো কিছু ভাবা, বা মেয়ে হলে ছেলের মতো কিছু ভাবা। আমরাও ভাবলাম, যদি মেয়ে হতো, তাহলে এমন সুন্দর চুল রাখতাম। এখন এই ছেলের চুলগুলো যখন এমন ঘন ও সুন্দর, তখন কাটানোর কথা ভাবতে মন চায় না।
এছাড়াও, ওর ছবিগুলোতে চুল বড় থাকলে খুব সুন্দর লাগে, না রাখলে খারাপ লাগে কারণ ও অনেক শুকনা । আমার নিজের চুল পাতলা হয়ে যাচ্ছে এবং চুল পাকতেছে, তাই চুলের গুরুত্বটা আমি ভালোভাবেই বুঝি। এই চুল দেখে মনে হয় যেন ছোট বাচ্চার সরলতাটা আরও ফুটে ওঠে।
সব মিলিয়ে, আমার ছেলের চুল বড় রাখাটা শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং একটা আবেগের বিষয়ও।