Like Father Like Son

Like Father Like Son Its All About Calling Everyone To The Path Of Allah(SWT)

03/08/2025

আমি চোখ বুজে দেখি আমার এ লাশ কাফন হয়েছে সারা,,,সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ কাদিছে আপন যারা,,,।

01/26/2025

😂😂কনফিডেন্স যখন অন্য লেভেলে😂😂

আজকে চুল কাটতেই হবে কারন, গ্রামে গেলে সবারই একই প্রশ্ন, চুল কেন এত বড় রাখছি, কাটাইনা কেন ? ওর দাদু-নানুদের কথা শুনতে হচ্...
01/19/2025

আজকে চুল কাটতেই হবে
কারন, গ্রামে গেলে সবারই একই প্রশ্ন, চুল কেন এত বড় রাখছি, কাটাইনা কেন ? ওর দাদু-নানুদের কথা শুনতে হচ্ছে আমাকে😂
আমরাই যে কাটছিনা তাও না, ও নিজেও কাটতে চায়না । ভাবলাম ছোট বাচ্চা, থাক ! কিন্তু আজ কাটতেই হবে । আমি বুঝিনা চোখের উপরে চলে আসছে চুল তাও ওর বিরক্ত লাগেনা ?

আমার ছেলের চুল বড় রাখার পেছনে বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত, শীতের শুরু, মাঝখান বা শেষে ওর প্রচণ্ড কাশি ও নিঃশ্বাসের সমস্যায় পড়তে হয়, যা গত কয়েক বছর ধরে আমাদের জীবনের একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই চাচ্ছিলাম ঠান্ডা বের হলেই ওর চুলটা কাটাব কিন্তু চুলের যে অবস্থা তাতে না কেটে পারা যাচ্ছেনা ।

এই বিষয়টি ব্যাখ্যা করা যেমন কঠিন, তেমনি বাইরে থেকে বোঝাও সম্ভব নয়। চুল বড় রাখলে হয়তো শীতে একটু সুরক্ষা হয়—এটাও আমার মনে হয়।

দ্বিতীয়ত, আমার ছেলের চুলগুলো খুব সুন্দর এবং ঘন। মায়ের পক্ষ থেকে একটা স্বাভাবিক ইচ্ছা হয়, যেমন ছেলে হলে মেয়ের মতো কিছু ভাবা, বা মেয়ে হলে ছেলের মতো কিছু ভাবা। আমরাও ভাবলাম, যদি মেয়ে হতো, তাহলে এমন সুন্দর চুল রাখতাম। এখন এই ছেলের চুলগুলো যখন এমন ঘন ও সুন্দর, তখন কাটানোর কথা ভাবতে মন চায় না।

এছাড়াও, ওর ছবিগুলোতে চুল বড় থাকলে খুব সুন্দর লাগে, না রাখলে খারাপ লাগে কারণ ও অনেক শুকনা । আমার নিজের চুল পাতলা হয়ে যাচ্ছে এবং চুল পাকতেছে, তাই চুলের গুরুত্বটা আমি ভালোভাবেই বুঝি। এই চুল দেখে মনে হয় যেন ছোট বাচ্চার সরলতাটা আরও ফুটে ওঠে।

সব মিলিয়ে, আমার ছেলের চুল বড় রাখাটা শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং একটা আবেগের বিষয়ও।

01/13/2025

ভিডিওটা এতটা ফানি লেগেছিল যে আমি শেয়ার না করে পারলাম না । তাহমিদ নিজেই সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওটা কখন করছে আমরা কেউই জানিনা । ফোন হাতে পেলে সে চুপিচুপি এই কাজ করে । তো আমাকে কোর্স এর ভিডিও বানাইতে দেখে সেও বানাইছে, আর বোনের ইংরেজি Sister না বলে Girl বলেছে ।

সবার আমার মতো আমারাও সেদিন সরিষা ক্ষেতে ছবি তুলেছিলাম বাবা-ছেলের সাথে স্মৃতি হিসেব ❤️❤️
01/08/2025

সবার আমার মতো আমারাও সেদিন সরিষা ক্ষেতে ছবি তুলেছিলাম বাবা-ছেলের সাথে স্মৃতি হিসেব ❤️❤️

I have no idea why most of my own people haven't liked the page yet. Am I doing something wrong, or is it just not worth...
01/04/2025

I have no idea why most of my own people haven't liked the page yet. Am I doing something wrong, or is it just not worth liking the page? I don't know how this happened—it's really surprising!

01/03/2025

এই #কোর্সটি বিশেষভাবে তাদের জন্য উপকারী যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করেন কিন্তু ক্লায়েন্টের সাথে সঠিকভাবে যোগাযোগ করতে সমস্যায় পড়েন। এটি আপনাকে ক্লায়েন্টের ভাষা বুঝতে এবং তাদের মত করে কথা বলতে সাহায্য করবে। যারা ইংরেজি ভাষায় দুর্বল বা শিখতে আগ্রহী, তারাও এই কোর্সের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন, ইনশাআল্লাহ।

01/03/2025

আপনি কি ফ্রিল্যান্সিং করছেন কিন্তু ক্লায়েন্টের সঙ্গে ইংরেজিতে কথা বলতে সমস্যায় পড়ছেন?
অথবা, ইংরেজি সাহিত্যে অনার্স করছেন, কিন্তু ইংরেজিতে কথা বলতে বা লিখতে জড়তা অনুভব করছেন?

এই সমস্যাগুলোর সমাধান পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপে।
🤙WhatsApp: +1(704)4126928

12/26/2024

#গ্রাম আমাদের শেকড়, আমাদের শেকড়ের গল্প, আমাদের গ্রাম। আসুন একসাথে ফিরে যাই শেকড়ের কাছে, যেখানে মাটির গন্ধ আর প্রকৃতির সুর আমাদের সত্যিকারের পরিচয় গড়ে তোলে।

#গ্রাম_আমাদের_শেকড় #বাংলার_প্রাণ #মাটির_টান #আমার_গ্রাম #বাংলার_রূপ #শেকড়ের_খোঁজে #গ্রামের_জীবন"

12/26/2024

ফুল ভিডিও আসছে আজ রাত ৮টায়

12/23/2024

ইংরেজীতে 'আমি চাই' যুক্ত বাক্য কিভাবে বলে ?
https://youtu.be/_tNEZLugL1w


Address

Charlotte, NC
5

Telephone

+17044126928

Website

Alerts

Be the first to know and let us send you an email when Like Father Like Son posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Like Father Like Son:

Share