
15/06/2025
1 টন AC মানে আসলে কী?
অনেকে বলে, “আমার বাসায় 1 টন এসি আছে।” কিন্তু এই “1 টন” মানে কী?
ধরেন আপনার সামনে ১,০০০ কেজি বরফ আছে । ১ টন এসি মানে এমন একটা এসি, যা এক দিনে ১ টন(১০০০ KG) বরফ গলাতে যত তাপ দরকার, ঠিক সেই পরিমাণ তাপ রুম থেকে বের করে দিতে পারে।
★ ১ টন ইনভার্টার এসি দিনে ৮ ঘণ্টা চালালে এক মাসে খরচ কতো হয়?
ধরি এসিটা ঘণ্টায় ১ ইউনিট বিদ্যুৎ খায় (আসলেও একটু কম খেতে পারে)।
✅ দিনে ৮ ঘণ্টা × ১ ইউনিট = ৮ ইউনিট
✅ ৩০ দিনে = ৮ × ৩০ = ২৪০ ইউনিট
বাংলাদেশে বিদ্যুতের গড় দাম ধরি ৮ টাকা/ইউনিট।
📌 তাহলে মাসে খরচ = ২৪০ × ৮ = প্রায় ১,৯২০ টাকা
তাই, এক মাসে আনুমানিক ১,৯০০–২,০০০ টাকা খরচ হতে পারে ৮ ঘণ্টা করে চালালে।
★ ইনভার্টার আর নন-ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কী?
AC কে যদি একটি Car ইঞ্জিন মনে করি, তাহলে -
একটি নন-ইনভার্টার AC হলো, এমন একটি Car, যেটি শুধুমাত্র ফুলস্পিডে যেতে পারে অথবা থেমে থাকতে পারে। এটা চালু হলে, ফুল পাওয়ারে চলে, রুম ঠান্ডা হলে আবার বন্ধ হয়। পরে আবার চালু হয়। এভাবে প্রচুর বিদ্যুৎ খরচ হয়।
ইনভার্টার এসি একটা স্মার্ট Car এর মতো যেটা স্পিড কমাতে-বাড়াতে পারে। রুম গরম থাকলে, এটা দ্রুত কাজ করে আর রুম ঠান্ডা হয়ে গেলে ধীর গতিতে চলে - বারবার অন-অফ হওয়া ছাড়াই। তাই বিদ্যুৎ অনেক বিদ্যুৎ খরচ বাচায়।
✅ এই পোস্ট থেকে যদি নতুন কিছু জেনে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেইজে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন সাথে আপনার বন্ধুদের জন্য পোস্টটা শেয়ার করে দিতে পারেন। আপনার এই বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন।এসি ফ্রিজ সম্পর্কিত এইরকম আরো ইন্টারেস্টিং তথ্য পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন।
AC Fridge Home Service All Dhaka City
আমরা এই পেইজে এসি ফ্রিজ সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে থাকি যা আপনার অনেক কাজে লাগতে পারে। এসি সম্পর্কিত আপনার কোন তথ্য জানার থাকলে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা সরাসরি কল করুন 01725-303845
এসির যেকোনো সমস্যায়, দ্রুত ও নির্ভরযোগ্য সমাধানে আছে - AC Fridge Home Service All Dhaka City এর টিমে!
আমরা #এসিসার্ভিস #এসিইনস্টলেশন #এসিমেরামত. #এসিওয়াশ #এসিরিপেয়ার #এসিগ্যাসচার্জ #এসিরলিকরিপেয়ার #এসিরকম্প্রেসারচেঞ্জ #এসিরওয়াটারড্রপ সমশ্যার সমাধান #গ্যাসচার্জ #রিপেয়ারিং #এসি_সার্ভিসিং #ইনস্টলেশন #রিপেয়ারিং #সার্ভিসিং #এসিলিক #রিপেয়ারিং #গ্যাসচার্জ
Premium Master Service
এসির যাবতীয় সকল ধরনের কাজ করে থাকি।
আপনার এসির যে কোন সমস্যার সমাধান পেতে নিম্ন নাম্বারে কল করুন 01725303845