
26/02/2024
খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলাধীন চৌংড়াছড়ি মধ্যম পাড়ার বেনুবন বৌদ্ধ বিহারের নতুন একটি ভিক্ষু সীমাঘর "বিশুদ্ধ সীমাঘর" স্থাপন করার হয়েছে এবং নতুন সীমাঘরটি এখন নির্মাণে কাজ চলছে । সবাই উক্ত পুন্যময় কাজের অংশগ্রহণ করে পুন্যভাগীদার হোন।
ঐতিহ্যবাহী চোংড়াছড়ি মধ্যম পাড়ার বেনুবন বৌদ্ধ বিহারের " সংঘবিশুদ্ধ" সীমাঘরটি নির্মাণের জন্য মহালছড়ি চৌংড়াছড়ি মধ্যম পাড়া গ্রামে নিবাসী শ্রদ্ধাবান উপাসক অংসাঞো পরিবার বর্গ = ১০০০০/-
টাকা শ্রদ্ধাদান দিয়ে পূণ্য ভাগীদার হয়েছেন।
আপনার আর্থিক শ্রদ্ধাদানকে বিহার সেবক কমিটি পক্ষ থেকে সাধুবাদ দিয়ে গ্রহণ করছি । 🙏🙏🙏
ঐতিহ্যবাহী চোংড়াছড়ি মধ্যম পাড়ার বেনুবন বৌদ্ধ বিহার সেবক কমিটি ও এবং গ্রামবাসীদের পক্ষ থেকে দাতাঁর
প্রতি উত্তোরুতর শ্রীবৃদ্ধি ,মঙ্গল কামনাসহ, সুস্বাস্থ্য, নিরোগ ও দীর্ঘায়ু জীবন কামনা করছি।
"নিব্বানস্স পচ্চেয হোতু "
কেউ যদি স্বেচ্ছায় ভিক্ষু সীমার নির্মাণের আর্থিক শ্রদ্ধাদান দিয়ে পূণ্য ভাগীদার হতে চান নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগঃ ভদন্ত পঞঞাসারা ভিক্ষু ,
অধ্যক্ষ চোংড়াছড়ি মধ্যম পাড়ার বেনুবন বৌদ্ধ বিহার।01843139739 বিকাশ/
অংসাঞো মারমা
অর্থ সম্পাদক ,চোংড়াছড়ি বেনুবন বৌদ্ধ বিহার সেবক কমিটি।
01892733914 ( নগদ ও বিকাশ)
কৃষি ব্যাংক সঞ্চয়ী হিসাব
নং 34020311008344
এই পর্যন্ত যারা সীমাঘর নির্মাণের আর্থিক শ্রদ্ধাদান দিয়েছেন তাদের নাম নিচে দেওয়া হলঃ
১/ সুইচিং মং কারবারি - ৫০,০০০/=
২/ পাইশে মারমা ৯০০/=
৩/ সামাওয়িদী মারমা ১০,০০০/=
৪/ আপ্রুমং মারমা ১০০০/=
৫/ চাইথুই মারমা ১,১০০/=
৬/ চরিম্রা মারমা ১০০০/=
৭/ উম্রাসং মারমা ২০০০/=
৮/ আপ্রুসি মারমা ১০০০/=
৯/ মুইসাই মারমা ১০,০০০/=
১০/ সুইপ্রু মারমা ১,৫০০/=
১১/ মায়াবি মারমা ৫০০/=
১২/ রেসনা চাকমা ১০০০/=
১৩/ জানাপ্রু মারমা ২০০/=
১৪/ হ্রাংবাই মারমা ১০০০/=
১৫/ অংক্রাসং মারমা ১০০০/=
১৬/ চাইম্রা মারমা ১০০০/=
১৭/ থোওয়াইউ মারমা ২০০০/=
১৮/ থোওয়াইসাপ্রু মারমা ৫০০০/=
১৯/ মংসা মারমা ৪০০০/=
২০/ কংহ্লাসাই মারম ৫০০০/=
২১/ চাইহ্লপ্রু মারমা ৩০০০/=
২২/ মংশিনু মারমা ৫০০০/=
২৩/ রুইপ্রুসাই মারমা ১,২০০০/=
২৪/ হ্রাংপ্রু মারমা ১০০০০/=
২৯/ চাইগ্য মারমা ৭০০০/=
৩০/ নিঅং মারমা ৫০০০/
৩১/ ঞোমং মারমা ১০০০০/=
৩২/ পাইতুমা মারমা ৩০০/=
৩৩/ অংসাঞো মারমা ১০০০০/=