DEEN ISLAM দ্বীনের পথে

  • Home
  • DEEN ISLAM দ্বীনের পথে

DEEN ISLAM দ্বীনের পথে আমাদের একজন রব আছেন, যিনি আমাদের কে সবসময়ই ভালোবাসেন, الله اكبر ❤️

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ (একটি সত‍্য ঘটনা) একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।যেইম...
31/05/2025

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ
(একটি সত‍্য ঘটনা)
একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।
যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল।
নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:
“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।”
এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।
কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়… কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!
অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:
“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।”
কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
হঠাৎ… খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে!
প্লেন ফিরে এলো, মেরামত করা হলো… কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।
অফিসার আবার বলল:
“হয়তো তোমার ভাগ্যে নেই।”
কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
প্লেন আবার উড়ে গেল… কিছুক্ষণ পর আরেকটি খবর এলো:
প্লেনে আবারও সমস্যা হয়েছে!
এবার নিজেই পাইলট বললেন:
“আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”
শেষ পর্যন্ত… আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল —
তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

“আল-কাহّহার” — এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি।
এর অর্থ:
তিনি কারণগুলোকেও পরাস্ত করেন।
আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই “কীভাবে”, “কখন” — এসব নিয়ে বেশি চিন্তা কোরো না…
যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান,
বিশ্বাস করো…
তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন,
এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন।
শর্ত একটাই:
নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।

31/12/2024

ও মুসলমানের সন্তান,
আপনার জীবনের আনন্দ বিনোদনের জন্য, পবিত্র দুইটি ঈদ ইসলাম আমাদের দিয়েছে, সেগুলো কি যথেষ্ট নয়,

FOLLOW, DEEN ISLAM দ্বীনের পথে 🌿

#নহিত

24/12/2024

২৫ শে ডিসেম্বরে যারা মে/রি ক্রি/সমা/স বলেছে তারা আল্লাহ সাথে শিরিক করেছে!! 🚫সাবধান 🚫

মে/রি ক্রি/সমাস বলার সাথেই সাথেই মুসলিম থেকে বের হয়ে গেল,তাকে আবার নতুন করে ইমান আনতে হবে,,,,

Follow, DEEN ISLAM দ্বীনের পথে

05/06/2024

কোনো ধর্মীয় গ্রন্থ ওপেনলি এই চ্যালেঞ্জ করতে পারে নাই,

ফলো করুন, DEEN ISLAM দ্বীনের পথে

স্থান, সিদ্দিক আকবর (রা:) জামে মসজিদ

08/05/2024

মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তিনটা বছর
মুফতি আমির হামজার জীবন থেকে নষ্ট হয়ে গেল এগুলোর জবাব আল্লাহ কাছে দিতে হবে,
ফলো করুন, DEEN ISLAM দ্বীনের পথে

#আমিরহামজা #ওয়াজ

02/05/2024

এরা হলো সেই হতভাগা, যারা দুনিয়াতে মানুষের গীবত করতো!

ফলো করুন, DEEN ISLAM দ্বীনের পথে

30/04/2024

হে মুসা! বৃষ্টি হবে, কিন্তু তোমার এ মজলিশে একজন পাপিষ্ঠ ব্যক্তি রয়েছে। তাকে মজলিশ থেকে বের করে দাও। যতক্ষণ এ পাপিষ্ঠ ব্যক্তি এ মজলিশে অবস্থান করবে ততক্ষণ তোমার দোয়া কবুল হবে না আর বৃষ্টিও হবে না।কোনো কোনো বর্ণনায় পাপিষ্ঠ ব্যক্তিকে জেনাকারি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবার কোনো বর্ণনায় ৪০ বছর ধরে আল্লাহকে সেজদা না করার বিষয়টি উঠে এসেছে। আর সেজনা না করার বিষয়টিকে সঠিক মত বলে উল্লেখ করা হয়েছে।

হজরত মুসা আলাইহিস সালাম মজলিশের লোকদের উদ্দেশ্য করে বললেন- এ মজলিশে কে আছ জেনাকারী/সেজদা না করা পাপিষ্ঠ? সে মজলিশ থেকে বের হয়ে যাও। অন্যথায় আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না আর বৃষ্টিও হবে না। এ ঘোষণার পর একে অপরের দিকে সজাগ দৃষ্টিতে তাকাতে থাকলো।এ দিকে অপরাধী পাপিষ্ঠ ব্যক্তি বুঝতে পারল এবং এ মর্মে চিন্তা করল যে, আমি যদি এখন থেকে উঠে যাই তবে সবাই আমাকে চিনে ফেলবে এবং ছিঃ ছিঃ করবে। যা আমার জন্য লজ্জার কারণ। আবার আমার জন্য এতগুলো মানুষ ও পশু-পাখি অনাবৃষ্টিতে কষ্ট পাবে। না, তা হয় না।

পাপিষ্ঠ ব্যক্তির ফরিয়াদহে আল্লাহ! দয়ার মালিক, আমি পাপ করেছি এটি আমার মা জানে না, বাবা জানে না। তুমি এত দিন (দীর্ঘ ৪০ বছর) গোপন রেখেছ।

হে দয়ার মালিক! আমি তোমার কাছে খাঁটি দিলে তাওবাহ করছি। আমি আর তোমার নাফরমানি করব না। আজকেও তুমি আমার অপরাধ গোপন করে দাও।

হে দয়ার মালিক! তুমি আমার ইজ্জত রক্ষা কর। আমাকে ও আমার অপরাধ সবার সামনে প্রকাশ না করে আমাকে ক্ষমা কর। আমার তাওবাহ কবুল কর।

তাওবাহ কবুল ও বৃষ্টি শুরুপাপিষ্ঠ ব্যক্তি এ তাওবাহ ও ক্ষমা মহান আল্লাহ কবুল করেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলো এবং মুহুর্তের মধ্য বৃষ্টির ধারা শুরু হয়ে গেল। হজরত মুসা আলাইহিস সালাম অবাক, বিস্মিত হয়ে গেলেন।

হজরত মুসা আলাইহিস সালামের প্রশ্ন?হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ! তুমি বললে, মজলিশ থেকে সেই পাপিষ্ঠ ব্যক্তি বের না হলে দোয়া কবুল করবে না আবার বৃষ্টিও দেবে না। তাহলে এমন কী হলো যে, সেই পাপিষ্ঠ ব্যাক্তি অবস্থানরত থাকাকালীন সময়েই তুমি বৃষ্টি দিয়ে দিলে?আল্লাহ জানান-আল্লাহ তাআলা বললেন, হে মুসা! নিশ্চয়ই আমি যা জানি, তুমি তা জান না। যার কারণে বৃষ্টি দেব না বলেছিলাম। তার কারণেই বৃষ্টি দিলাম।

এ বৃষ্টির জন্য সে তার স্বীয় পাপের বিষয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে, খাঁটি দিলে তওবাহ করেছে। আর আমিও তার তওবাহ কবুল করেছি, তার গোনাহসমূহ ক্ষমা করে দিয়েছি। আর মিসরবাসীর জন্য বৃষ্টি দান করেছি।

সুতরাং এ ইসরাইলি বর্ণনাও প্রমাণ করে যে, তাওবাহ করলে মহান আল্লাহ তাআলা অত্যাধিক খুশি হন। এ খুশির পরিমাণ ও অবস্থা বর্ণনা করেছেন স্বয়ং বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

যে আল্লাহ তাওবাহ করার কারণে অপরাধীর অপরাধ ক্ষমা করে বৃষ্টি দান করতে পারেন। সে আল্লাহ তাওবার ফলে মানুষের যাবতীয় বিপদ-আপদ থেকে রক্ষা করতে পারেন।

উল্লেখ্য, বনি ইসরাইলি এ রেওয়ায়েতটি অনেক গ্রন্থে উল্লেখ করা হয়েছে। তাহলো- শায়েখ হানিউল হাজ্জ সংকলিত ‘আলফু কিসসাতুন কিসসাতুম মিন কাসাসিস সালিহিনা ওয়াস সালিহাত’ গ্রন্থে। শায়েখ ইবনে কুদামা আল-মাকদিসি রচিত ‘আততাওয়াবিন’ গ্রন্থে। মুজাদ্দেদি হেলালির ‘কাইফা নুহিব্বুল্লাহ ওয়া নাশতাতু ইলাইহি গ্রন্থে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ঘটনা থেকে তাওবাহর দিকে ফিরে আসার শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন। আল্লাহর অবাধ্যতা ও নাফরমানি থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আল্লাহর অনুগ্রহ লাভের তাওফিক দান করুন। আমিন।

ফলো করুন, DEEN ISLAM দ্বীনের পথে

28/04/2024

হে আল্লাহ! বৃষ্টির জন্য সারা দেশে কান্নার রোল পড়ে গেছে,আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করুন!

ফলো করুন : DEEN ISLAM দ্বীনের পথে

09/04/2024

ঈদ তুমি ফিরে যাও খুশির বরহ নিয়ে এ ধারার বুকে আজ ঈদ হবে না,

যেই জমিনে ভাসে মুসলমানের খু/ন,অবুজ শিশুর বুক ফাটা কান্না😭😭😭

Follow, DEEN ISLAM দ্বীনের পথে

06/04/2024

হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন।

follow, DEEN ISLAM দ্বীনের পথে

03/04/2024

আপনি কী আপনার বাচ্চা কে কোলে নিয়ে কখনো দাফন করেছেন?
তাহলে ছোট্ট বাচ্চা হারানোর বেদনা আপনি বুঝবেন কী ভাবে? 😭😭

হে আল্লাহ রহম করুন মুসলমানদের উপর 🤲
ফলো করুন, DEEN ISLAM দ্বীনের পথে

28/03/2024

রমাদানের প্রতিদিন প্রতিটি মুমিনের একটি আমল! মিস যেনো না হয়..মা বোনেরা পুরুষদের উৎসাহ দিন..একটি রহমত প্রাপ্তির বক্স বানিয়ে নিন!

ফলো করুন, DEEN ISLAM দ্বীনের পথে

শায়েখ আব্দুলাহ হাই সাইফুল্লাহ 🌸

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when DEEN ISLAM দ্বীনের পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share