08/07/2025
মেরিল স্ট্রিপ একবার বলেছিলেন:
“সব কিছু ঠিক রাখতে গিয়ে নিজেকে ক্লান্ত করে তোলো না—ভেঙে পড়তে দাও। সব সম্পর্ক বা অবস্থান চিরকাল টিকে থাকার জন্য নয়। যা ভেঙে যাচ্ছে, তা ধরে রাখার চেষ্টা কেবল তোমাকে নিঃশেষ করে দেবে। অনেক সময় সবচেয়ে ভালো কাজ হলো—ছেড়ে দেওয়া।”
মানুষের রাগকে রাগ হতে দাও। তারা ভুল বুঝুক, বিচার করুক, সমালোচনা করুক—তাতে তোমার কিছু আসে যায় না। কারণ, তাদের মতামত আসলে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন—তোমার মূল্যের কোনো পরিমাপক নয়।
যারা ইচ্ছা করেই তোমাকে বুঝতে চায় না, তাদের কাছে নিজেকে ব্যাখ্যা করার কোনো দায় তোমার নেই। অন্যরা তোমাকে কীভাবে দেখবে বা তোমার সত্যে কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সেটার দায়িত্ব তোমার না।
অজানাকে ভয় পেও না। নিজেকে প্রশ্ন করো না—“এখন আমি কোথায় যাবো? কী করবো?”—এই ভেবে যে, মহাবিশ্ব তোমার জন্য কোনো পথ বানিয়ে রাখেনি।
হারানো কষ্টের হতে পারে, কিন্তু মাঝে মাঝে সেটাই দরজা খুলে দেয় আরও ভালো কিছুর জন্য। যা চলে যাওয়ার কথা, তা চাইলেও থাকবে না। আর যা থাকার কথা, তা হাজার অনিশ্চয়তার মাঝেও ঠিক থেকেই যাবে। জীবন সবসময়ই নিজের ভারসাম্য খুঁজে নেয়—even যদি আমরা দেখতে না পাই।
জীবনের একটা ছন্দ আছে—শেষ হওয়া আর শুরু হওয়ার প্রাকৃতিক এক প্রবাহ। আমরা যখন সেই প্রবাহের বিরুদ্ধাচরণ করি, তখনই কষ্ট তৈরি হয়। আমরা যা ইতিমধ্যে ভেঙে যাচ্ছে, তা আঁকড়ে ধরি—এই ভেবে যে আর কিছু ভালো আসবে না।
কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা। মহাবিশ্ব অফুরন্ত—প্রতিনিয়ত নতুন সুযোগ, নতুন ভালোবাসা, নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করছে। শুধু একটাই বাধা—তুমি যেটা আর তোমার নয়, সেটার সাথে তোমার আসক্তি।
এবং কখনোই বিশ্বাস করো না যে জীবনের সবচেয়ে ভালো অংশটা পিছনে পড়ে গেছে।
তুমি কষ্ট পেরিয়ে এসেছো মানে এই না যে জীবন আর তোমাকে সৌন্দর্য উপহার দেবে না। ভালো জিনিস এখনো বাকি আছে—আরও আনন্দ, আরও ভালোবাসা, আরও শান্তি তোমার অপেক্ষায় আছে। শুধু দরকার—তার জন্য একটু জায়গা করে দেওয়া।
তাই নিজেকে জিজ্ঞেস করো—
“আমি এমন কী ধরে আছি, যা আমাকে আটকে রেখেছে?”
আর যখন উত্তর পাবে, তখন নিজের উপর বিশ্বাস রাখো—
ছেড়ে দিতে শেখো।
কারণ, আরও ভালো কিছু ঠিক পথেই আছে তোমার দিকে আসার জন্য।