Daily News

Daily News Welcome to Daily News. A trusted source for authentic, unbiased news and current affairs.

In a world of overwhelming information, we are committed to bringing you the facts, free from sensationalism, political influence, or personal bias.

13/08/2025

“গরীবের বুফে” ভাইরাল হয়েই মাথায় হাত, ফুটপাতের সেই হোটেল মালিকের | Daily News

#মিজানেরবুফে #ঢাকাভ্রমণ #ঢাকাখাবার

12/08/2025

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযান, ১৪ জন গ্রেফতার | Geneva Camp | Daily News


11/08/2025

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের উদ্দেশ্যে গেরিলা প্রশিক্ষণ নেন নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা | Daily News

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুইজনের লাশ উদ্ধার করেছ...
11/08/2025

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে লাশ দুটি দেখতে পান। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি রমনা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে দুপুর দেড়টার পর লাশ দুটি উদ্ধার করা হয়।

কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে সাদা রঙের ওই প্রাইভেটকারটি পার্কিংয়ে প্রবেশ করে। এরপর থেকে গাড়িটি সেখানেই ছিল। সোমবার দুপুরে নিয়মিত চেকের সময় নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে দুইজনকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন, তারা ঘুমিয়ে আছেন। কিন্তু ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে গিয়ে রমনা থানা পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট আলামত সংগ্রহ করছে। তবে এখন পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি এবং মৃত্যুর কারণও নিশ্চিত হওয়া যায়নি।

#মৌচাক #ঢাকা #লাশউদ্ধার #প্রাইভেটকার #ডাসিরাজুলইসলামমেডিকেলকলেজ #বাংলাদেশসংবাদ #অপরাধসংবাদ #রাজধানীসংবাদ #পুলিশতদন্ত #সিআইডি

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউ...
11/08/2025

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সফরকালে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিডার চেয়ারম্যান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূতসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

এমওইউগুলোতে গুরুত্ব পাবে—প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সহযোগিতা, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মেমোসের (মালয়েশিয়ান কোম্পানি) মধ্যে সমঝোতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস) এর মধ্যে সমঝোতা এবং এফবিসিসিআই ও মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমআইসিসিআই) মধ্যে সমঝোতা।

তিনটি নোট বিনিময়ের বিষয় হলো—হালাল খাদ্য ব্যবস্থাপনা, ফরেন সার্ভিস একাডেমি ও ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন রিলেশনসের (আইডিএফআর) মধ্যে সহযোগিতা, এবং দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা খাতে সহযোগিতা।

#মুহাম্মদইউনূস #প্রধানউপদেষ্টা #মালয়েশিয়া_সফর #বাংলাদেশ #রাষ্ট্রীয়সফর #বাংলাদেশমালয়েশিয়া #আন্তর্জাতিকসম্পর্ক #সমঝোতাস্মারক #জ্বালানিসহযোগিতা #প্রতিরক্ষাসহযোগিতা

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের উদ্দেশ্যে সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে গোপনে গেরিলা প্রশিক্ষণ নেন নিষিদ্ধ আওয়ামী ...
11/08/2025

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের উদ্দেশ্যে সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে গোপনে গেরিলা প্রশিক্ষণ নেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে অংশগ্রহণকারীরা পরিচয় গোপন রেখে বিশেষ কোড ব্যবহার করেন। পরিকল্পনা অনুযায়ী, শেখ হাসিনা নির্দেশ দিলে সমর্থকরা রাজধানীতে সমবেত হয়ে শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। এরপর জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হবে। এ পরিকল্পনার জন্য সভায় শপথ নেওয়া হয়।

ভাটারা থানার মামলায় গ্রেফতার চালক লীগ সভাপতি মিলন শিকদার রোববার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে দেওয়া জবানবন্দিতে এসব তথ্য জানান। তিনি বলেন, আওয়ামী সমর্থক সোবহান গোলন্দাজ তাকে সেখানে নিয়ে যান। বৈঠকে সরাসরি ও অনলাইনে ২০০-৩০০ জন অংশ নেন। প্রশিক্ষণ দেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন।

মিলনকে গ্রেফতারের আগে শনিবার উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে। মামলার তদন্ত কর্মকর্তা জেহাদ হোসেন জানান, মিলন বৈঠকে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন।

এর আগে গত বুধবার সুমাইয়া জাফরিনকে গ্রেফতার করা হয়। আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে দেন। শুনানিতে সুমাইয়া দাবি করেন, তার নামে দোষ চাপানো হচ্ছে এবং বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানতেন না।

পুলিশ সূত্রে জানা গেছে, সুমাইয়া ইউনিলিভার বাংলাদেশের টেরিটরি ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি ও তার স্বামী মেজর সাদেকুল হক পূর্বাচলের সি-সেল রিসোর্টের কাটাবন রেস্টুরেন্ট, মিরপুর ডিওএইচএস এবং উত্তরায় নিজ ফ্ল্যাটে একাধিকবার গোপন বৈঠকের আয়োজন করেন।

১ আগস্ট আইএসপিআর জানায়, ১৭ জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তাকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

১৩ জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এখন পর্যন্ত ২৯ জন গ্রেফতার হয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ৮ জুলাই নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অংশগ্রহণে ৩০০-৪০০ জনের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়।

#গেরিলা_প্রশিক্ষণ #আওয়ামীলীগ #শেখহাসিনা #শাহবাগ #রাজনীতি #বাংলাদেশ #আইনশৃঙ্খলা #নিষিদ্ধ_দল #সংবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সেনাবাহিনীর ৮০ হাজারেরও বেশি...
11/08/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সেনাবাহিনীর ৮০ হাজারেরও বেশি সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১১ আগস্ট) কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, বিজিবি ও র‍্যাবও নির্বাচনী দায়িত্বে থাকবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য। ভোটের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনের জন্য সরকারের সব ধরনের প্রচেষ্টা থাকবে।”

তিনি সতর্ক করে দিয়ে বলেন, “নিরীহ ও নিরপরাধ মানুষ যেন আইনের আওতায় না আসে, সে বিষয়ে কঠোরভাবে নজর রাখা হবে। টাকার লোভে অনেকে জুলাই-আগস্টে মামলায় জড়িয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করছে যাতে কেউ হয়রানির শিকার না হয়।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “গত জুলাইয়ের তুলনায় এ জুলাইয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। অতীতে থানায় কেউ যেতে চাইতো না, আনসার বাহিনী বিদ্রোহ করছিল, অন্যান্য বাহিনীও ততটা সক্রিয় ছিল না। এখনও হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাইনি, তবে নির্বাচনের জন্য কোনো সমস্যা নেই। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল—এমন তথ্য পাওয়া যায়নি।”

#জাতীয়_নির্বাচন২০২৫ #সেনাবাহিনী #আইনশৃঙ্খলা #ভোটনিরাপত্তা #বাংলাদেশ

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ চ...
11/08/2025

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার (১০ আগস্ট) মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেন। অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

অভিযোগপত্রে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকায় নিরস্ত্র ছাত্র-জনতার আন্দোলন দমনে বেপরোয়া ভূমিকা নেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তার উপস্থিতিতেই ১৯ জুলাই রামপুরায় আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয় মো. নাদিম ও বৃদ্ধা মায়া ইসলামকে। এ ঘটনায় ৬ বছরের শিশু বাসিত খান মুসা গুরুতর আহত হয়।

পুলিশের গুলিতে ওইদিন অন্তত ২৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

এ মামলায় আসামি পাঁচজনের মধ্যে চারজন—হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া—পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

এ ছাড়া রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেফতার আছেন এবং তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে।

প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ জানান, গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এতে ১৯ জুলাই রামপুরায় সংঘটিত হত্যাকাণ্ড ও আহত করার তিনটি পৃথক অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

#বাংলাদেশ #ঢাকা #মানবতাবিরোধীঅপরাধ #মানবাধিকার #ন্যায়বিচার #জুলাইঅভ্যুত্থান #বিচারহবে #আন্তর্জাতিকঅপরাধট্রাইব্যুনাল #পুলিশ #সর্বশেষসংবাদ

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল শিফা হাসপাতালের প্রধান ফটকের সামনে ইসরায়েলি হামলায় আল-জাজিরার পাঁচ সাংবাদিকসহ অন্তত সাতজন ন...
11/08/2025

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল শিফা হাসপাতালের প্রধান ফটকের সামনে ইসরায়েলি হামলায় আল-জাজিরার পাঁচ সাংবাদিকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন পরিচিত সাংবাদিক আনাস আল-শরীফ।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরাপার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিয়া। হামলার সময় তারা হাসপাতালের নিকটবর্তী একটি তাবুতে অবস্থান করছিলেন।

হামলার কিছুক্ষণ আগে ২৮ বছর বয়সী আল-শরীফ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) জানান, গাজার পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েল ভয়াবহ ‘ফায়ার বেল্ট’ নামে পরিচিত বোমা হামলা চালাচ্ছে। তার শেয়ার করা ভিডিওতে বিস্ফোরণের শব্দের সঙ্গে রাতের আকাশ কমলা রঙে আলোকিত হতে দেখা যায়।

আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে একে “সংবাদপত্রের স্বাধীনতার ওপর প্রকাশ্য ও পরিকল্পিত আঘাত” বলে উল্লেখ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, চলমান ইসরায়েলি হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে—যেখানে বেসামরিক মানুষদের হত্যা, অনাহারে বাধ্য করা এবং গোটা জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

আল-জাজিরা দাবি করে, আল-শরীফ ও তার সহকর্মীদের হত্যা গাজা দখল ও দমন নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠগুলো চিরতরে স্তব্ধ করার মরিয়া প্রচেষ্টা। নেটওয়ার্কটি আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানো বন্ধ করতে এবং গণহত্যা রোধে কার্যকর পদক্ষেপ নিতে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, আল-শরীফ হামাসের একটি শাখার নেতৃত্ব দিতেন এবং তাদের কাছে এর প্রমাণ রয়েছে। তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা বলেছেন, আল-শরীফের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। তার ভাষায়, “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়ানোই ছিল তার প্রতিদিনের রুটিন।”

#গাজা #ফিলিস্তিনসংবাদ #আলজাজিরা #সাংবাদিকহত্যা #ইসরায়েলহামলা #গণহত্যা #গাজাযুদ্ধ #সংবাদিকনিরাপত্তা #মানবাধিকার #গাজানিউজ

10/08/2025

সাংবাদিক তুহিন হ ত্যা য় প্রিজন ভ্যান থেকে চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা | Daily News

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উ...
10/08/2025

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, “আমাদের হারানো হাতিয়ারগুলো উদ্ধারে উদ্যোগ নিয়েছি। পুরস্কারের ঘোষণা দেওয়া হবে এবং কত টাকা পুরস্কার দেওয়া হবে তা শিগগিরই গণমাধ্যমে জানানো হবে। যে তথ্য দেবে সে পুরস্কার পাবে।”

তিনি জানান, আসন্ন নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন সশস্ত্র আনসার সদস্য এবং প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন সশস্ত্র আনসার সদস্য থাকবেন। এছাড়া, ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যাতে কেন্দ্রের ভেতরে-বাইরে যেকোনো ঘটনা তাৎক্ষণিকভাবে নথিভুক্ত ও পর্যবেক্ষণ করা যায়।

উপদেষ্টা বলেন, “নির্বাচনে কোনো অরাজকতা হতে দেব না। এমন একটি সুষ্ঠু নির্বাচন চাই, যাতে জনগণ প্রশংসা করে।”

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। এর মধ্যে প্রায় ৭০০টি এখনো উদ্ধার হয়নি। সরকার এসব অস্ত্র উদ্ধারে জনগণের সহযোগিতা কামনা করেছে।

#লুটঅস্ত্র #স্বরাষ্ট্রমন্ত্রণালয় #গণঅভ্যুত্থান #নির্বাচন২০২৫ #বাংলাদেশনির্বাচন #আইনশৃঙ্খলা #আনসার #বডিক্যামেরা #নিরাপত্তা #বাংলাদেশসংবাদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুন করে ৪৫ লাখ ...
10/08/2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুন করে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার যুক্ত হয়েছেন এবং মৃত বা অবৈধ হিসেবে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।

রবিবার (১০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, খসড়া তালিকার বিরুদ্ধে ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে। এসব আবেদন নিষ্পত্তির পর আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এ বছরের ২ মার্চ প্রকাশিত প্রথম হালনাগাদ ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। চলতি হালনাগাদে নতুন ভোটার যুক্ত হওয়া এবং মৃত/অবৈধ ভোটার বাদ দেওয়ার ফলে তালিকায় পরিবর্তন এসেছে।

নতুন আইনের আওতায়, ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। ফলে নবীন ভোটারদের আর এক বছর অপেক্ষা করতে হবে না।

২০২৫ সালে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে— ২ মার্চ, ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর।

খসড়া তালিকা প্রকাশের পর সারাদেশের নির্বাচন অফিসগুলোতে তা সাঁটানো হয়েছে। ভুল-ত্রুটি সংশোধনের আবেদন ২১ আগস্ট পর্যন্ত গ্রহণ করা হবে এবং ২৪ আগস্ট পর্যন্ত এসব আবেদন নিষ্পত্তি হবে। এরপর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

#জাতীয়নির্বাচন #ভোটারতালিকা #নির্বাচন২০২৫ #বাংলাদেশনির্বাচন #ইসি #ভোটারআপডেট #ভোটাধিকার #বাংলাদেশভোট #নির্বাচনসংবাদ #ভোটারতালিকাখসড়া

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily News:

  • Want your business to be the top-listed Media Company?

Share