18/08/2023
বাচ্চাদের সহজে হাতের লেখা শেখানোর দারুণ ৫টি উপায়
সারাদিন যে শিশুটি হৈচৈ করে খেলে বেড়াচ্ছে, তাকে লেখা শেখানো একটু ঝামেলার ব্যাপার বটে! তবে সে যদি খেলতে খেলতে হাতের লেখা শিখে যায়, তাহলে কিন্তু শুরুটা দারুণ হয়! এজন্যে আপনার দরকার কিছু নিয়ম জেনে নেয়া, তাহলে খুব সহজেই সে লেখা শিখতে পারবে!
১। নিজ থেকে বুঝতে দিন
প্রথমেই তার হাতে পেন্সিল ধরিয়ে দিলে সে বুঝতে পারবে না কীভাবে লিখতে হয়। শিশুর সামনে আপনি নিজে কোন একটি অক্ষর লিখুন। এরপর তার সামনে পেন্সিল দিন। দেখুন সে নিজ থেকে কীভাবে পেন্সিল ধরে, কোন হাতে ধরে। সে যেমনভাবে লিখতে সাচ্ছন্দ্যবোধ করে, সেভাবেই তাকে লিখতে দিন। এতে সে দ্রুত লেখা শিখবে।
২। পর্যাপ্ত সময় দিন
যে কোন প্রকার তাড়াহুড়োয় হিতে বিপরীত হবে। পর্যাপ্ত সময় দিয়ে তাকে লেখার কাজের সাথে পরিচিত হতে সময় দিন। দেখুন সে কত সময় নিচ্ছে এটি বোঝার জন্যে। অভিভাবক হিসেবে শিশুকে দিন সর্বোচ্চ মনোযোগ।
৩। লাইনের মধ্যে লিখতে শেখান মোট তিনটি লাইন এঁকে ছোট হাতের বর্ণের জন্যে নিচের দুই লাইন এবং বড় হাতের বর্ণের জন্যে পুরো তিন লাইন ব্যবহার করতে বলুন। এতে করে সে আলাদা আলাদা বর্ণের জন্য পরিমাপটা শিখবে।
৪। লাইন স্পেসিং দেখান
একটি একটি করে বর্ণ লেখার পর দুই বর্ণের মাঝে জায়গা রাখতে বলুন। এতে করে যখন সে পুর্ণাঙ্গ বাক্য লিখতে যাবে তখন প্রতি শব্দের পরে স্পেস দেয়া শিখবে। সে যদি বাঁ-হাতি হয়, তাহলে একটি পপসিকল স্টিক ব্যবহার করুন।
৫। সমজাতীয় বর্ণের ক্ষেত্রে “থাম্বসআপ” ব্যবহার করুন
ইংরেজি b এবং d লিখতে গেলে শিশুরা দ্বিধায় পড়ে যায়। তাই এই ক্ষেত্রে আপনার দুই হাত ব্যবহার করুন। b লেখার সময় বাম হাতের থাম্বসআপ দেখান এবার d লেখার সময় ডান হাতের থাম্বসআপ দেখান। এতে করে শিশুরা বর্ণ নিয়ে কোন দ্বিধায় পড়বে না।
(Collected)