17/06/2025
"তুমি শেষ ও শ্রেষ্ঠ"
-মোঃ-রাকিবুল খান সাওম
________________________________
তুমি চলে গেছো—
বলে গেছো, এ গল্পের শেষ হয়ে গেছে।
তবুও জানো?
আমার বুকের ভেতর, কোন এক অলক্ষ্যে—
তুমি এখনও বেঁচে আছো, এক অনন্ত স্মৃতি হয়ে।
হয়তো আর কথা হবে না,
হয়তো আর ছুঁয়ে দেখা হবে না,
তবুও হাজার ভিড়ের মাঝে
চোখ দুটো খুঁজে বেড়ায়— শুধু তোমাকেই।
তুমি ছিলে শেষ আশ্রয়,
শেষ ভরসার ঘর,
তাই আজও বলি—
তুমি শেষ, এবং শ্রেষ্ঠ।
অনেক কিছু বদলে যাবে,
দিন যাবে, রাত যাবে—
কিন্তু এই মন জানে,
তোমার নামেই লেখা রয়ে যাবে
আমার হৃদয়ের শেষ কবিতা।