25/07/2024
কিছু বিষয় ত মাথায় রাখা উচিত।
ইন্টারনেট ব্ল্যাক আউটে যারা ফোন করে আপনার খোঁজ নেয়নি, তারা হয়তো ফোন করার অবস্থায় ছিলোই না।
হয়তো তারা আপনার নিরাপত্তার জন্যই ফোন করেনি, হয়তো অনেকের মেন্টাল পরিস্থিতি ভালো ছিলো না। অনেকে হয়তো অনেকদিকে বিজি ছিলো।
টাফ টাইমে মানুষকে এতো সহজে জাজ করতে হয় না। টাফ টাইমে মানুষের সাথে হিসেবের খাতা খুলে বসা লাগে না।
কতজন যে কত রকম ক্রাইসিস ফেস করতেছে, আপনারা ইভেন ইমাজিন করতে পারবেন না।
এইসময় কে ফোন করলো, কে করলো না, কে আসল বন্ধু কে নকল বন্ধু এইসব বাচ্চামি আর ন্যাকামি করার কোন মানে আছে?
অনেকের ফোনে ব্যালেন্স নাই। অনেকের হাতে ক্যাশ নাই। অনেকেই এই মুহূর্তে লুকাইয়া আছে। অনেকেই রাস্তার মাঝপথে আটকায়ে আছে।
আপনার যদি কারো সাথে কথা বলতেই ইচ্ছা করে, আপনি নিজে ফোন করেন না কেন? নিজে খোঁজ নেন না কেন? উল্টো হিসাবের খাতা খুলে বসে আছেন
এমন এক সিচুয়েশনেও এইসব ফাত্রামি মার্কা চিন্তাভাবনা আপনাদের মনে কেমনে আসে?
আমরা আমাদের জীবনের সবচে কঠিন সময়টা পার করতেছি। এই সময় পারলে মায়া, সহানুভূতি আর সাপোর্ট দিয়ে মানুষের পাশে দাড়ান। কঠিন জীবনটা একটু সহজ করে দেন।
না পারলে অন্তত এই ভয়ঙ্কর সময়ে হিসাবের খাতা খুলে মানুষের জীবনটা আরো কঠিন বানায়েন না প্লিজ!
এগুলো ছোট মানসিকতা, আপনি জানেন না তারা কোন হালে ছিলো বা এখনো আছে।
ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন সবাই ভালো থাকতে পারে।
✍️©