SAGOR 360

SAGOR 360 "স্বাগতম আমার page এ , SAGOR 360! এটি একটি (Travel and Personal Vlogging) page❤❤😊😊💖💖

08/08/2024

ছাত্রসমাজ নতুনত্ব চায় পিছনের কাউকেই নয় অন্তত নারী নেতৃত্ব তো নয়ই। নতুন দল গঠন করা অপরিহার্য!❤️
যে দলটা শহীদের র/ক্ত শুকানোর আগেই সমাবেশ করে ক্ষমতায় আসার আগেই ধ্বংসলীলা শুরু করে দিয়েছে আর যাইহোক সে যে দেশসেবা করতে আসে নাই,সেটা বুঝার জন্য রকেট সাইন্স জানা লাগে নাহ।

06/08/2024

সকল প্রকার দুর্নীতিবাজদের সম্পদ বিক্রি করে বিদেশি ঋণ পরিশোধ এবং দেশের অবকাঠামো নির্মাণের জন্য আবেদন জানাচ্ছি

05/08/2024

দেশের পরিস্থিতি খুব খারাপ
সবাই সতর্ক থাকুন🔴

















05/08/2024

সবাই অতি দ্রুত হ্যাসট্যাগ করুন..

05/08/2024

আজকের বাংলাদেশকে নিয়ে আমি সারাজীবন গর্ব করবো 🇧🇩
36th july
5 August
🫡💪

01/08/2024

আমরা কোন রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করিনি, আমরা আমাদের দাবি আদায়ে অংশ নিয়েছি,যারা এই আন্দোলনকে রাজনৈতিক ভাবছো/বর্বর নির্যাতন করছো,তাদের হুঁশিয়ারি দিচ্ছি, এখনো সাধারণ ছাত্ররা জেগে উঠিনি।।
আমাদের রাজনীতির আদর্শ এক আর ছাত্র হিসেবে দায়িত্ব ও কর্তব্য আরেক জিনিস।।
🔴ভেবে দেখো,তুমি ছাত্র হিসেবে তুমি এখনো কোথায় আছো..!!

পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ✊

30/07/2024

হুম গুড যারা করতেছো তারা পিলিজ আর করিও না বুঝছো? যে আমাদের মেট্রো দিছে, এক্সপ্রেসওয়ে দিছে তার জন্য তোমরা ইজতেমাল করতেছো? করতেছো যারা তোমরা কি ভুলে গেছো দেশ এ বাতাবি লেবুর বাম্পার ফলন হইতেছে? এর পরেও তোমরা লিখতে পারবা কিনা বলে দিও আমারে। আমি তো মনে করি লিখে তোমরা সফল হতে চাও, কিন্তু হতে পারবা কি? হ্যাশট্যাগটা কি তোমরা ট্রেন্ডিং এ নাম্বার ১ বানাইতে চাও? কি করবা এটা করে বুঝাও আমাকে লিখে কিচ্ছু করতে পারবা"''কী? বুঝায় বলো তো দেখি।
যারা করতেছো তারা কিন্তু আমরা সাথে কথা বলবা না বুঝছো? বলে তোমরা ঠিক করতেছো না। কথায় কথায় কিসের এত্তো

25/07/2024

কিছু বিষয় ত মাথায় রাখা উচিত।

ইন্টারনেট ব্ল্যাক আউটে যারা ফোন করে আপনার খোঁজ নেয়নি, তারা হয়তো ফোন করার অবস্থায় ছিলোই না।

হয়তো তারা আপনার নিরাপত্তার জন্যই ফোন করেনি, হয়তো অনেকের মেন্টাল পরিস্থিতি ভালো ছিলো না। অনেকে হয়তো অনেকদিকে বিজি ছিলো।

টাফ টাইমে মানুষকে এতো সহজে জাজ করতে হয় না। টাফ টাইমে মানুষের সাথে হিসেবের খাতা খুলে বসা লাগে না।

কতজন যে কত রকম ক্রাইসিস ফেস করতেছে, আপনারা ইভেন ইমাজিন করতে পারবেন না।

এইসময় কে ফোন করলো, কে করলো না, কে আসল বন্ধু কে নকল বন্ধু এইসব বাচ্চামি আর ন্যাকামি করার কোন মানে আছে?

অনেকের ফোনে ব্যালেন্স নাই। অনেকের হাতে ক্যাশ নাই। অনেকেই এই মুহূর্তে লুকাইয়া আছে। অনেকেই রাস্তার মাঝপথে আটকায়ে আছে।

আপনার যদি কারো সাথে কথা বলতেই ইচ্ছা করে, আপনি নিজে ফোন করেন না কেন? নিজে খোঁজ নেন না কেন? উল্টো হিসাবের খাতা খুলে বসে আছেন

এমন এক সিচুয়েশনেও এইসব ফাত্রামি মার্কা চিন্তাভাবনা আপনাদের মনে কেমনে আসে?

আমরা আমাদের জীবনের সবচে কঠিন সময়টা পার করতেছি। এই সময় পারলে মায়া, সহানুভূতি আর সাপোর্ট দিয়ে মানুষের পাশে দাড়ান। কঠিন জীবনটা একটু সহজ করে দেন।

না পারলে অন্তত এই ভয়ঙ্কর সময়ে হিসাবের খাতা খুলে মানুষের জীবনটা আরো কঠিন বানায়েন না প্লিজ!
এগুলো ছোট মানসিকতা, আপনি জানেন না তারা কোন হালে ছিলো বা এখনো আছে।
ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন সবাই ভালো থাকতে পারে।

✍️©

17/07/2024

17/07/2024

আজ ঢাবি,জাবি,রাবি-কে বাঁচাতে না পারলে প্রিয় মাতৃভূমির কবর খুঁড়ে রাখুন।
কপি করে যাস্ট পোস্ট করতে থাকেন!!
বেশি সময় লাগবে না!
যে যেই গ্রুপেই পারেন পোস্ট করেন প্লিজ।
সবাই গ্রুপে অন্তত ১টা হ্যাশট্যাগ পোস্ট করেন, তাহলে আজকের মধ্যেই ১০ লক্ষ হ্যাশট্যাগ পূর্ণ হবে ইনশাআল্লাহ।।।


















Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when SAGOR 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share