
12/06/2025
শিক্ষার মানোন্নয়নে ফেনীতে যাত্রা শুরু রাফা ফাউন্ডেশনের
শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন, আগামীর প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা, ভবিষ্যত প্রজন্মকে সরকারি-বেসরকারি উচ্চ পদে চাকরির জন্য প্রস্তুত করা, অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যকে সামনে রেখে ফেনী সদর উপজেলায় অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন রাফা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটেছে।
বুধবার (১১ জুন) সকাল ১০টায় ফেনী সদরের ছনুয়া উচ্চ বিদ্যালয়ে আত্মপ্রকাশ করে ফাউন্ডেশনটি৷
ফাউন্ডেশনটির কার্যকরী কমিটিতে সভাপতি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. শামসুদ্দিন ফরহাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট নুর হোসেন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের এসসিপিএস ডা. সারওয়ার জাহান তুহিন (মনোবিদ্যা) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফির স্নাতকোত্তরের শিক্ষার্থী জহিরুল ইসলাম জনি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. জানে আলম যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এতে কোষাধ্যক্ষ হয়েছেন চার্টার একাউন্টেন্ট আরিফুল ইসলাম সানি এবং
অফিস সেক্রেটারি হয়েছেন আর্কিটেক্ট জাহিদুল ইসলাম।
এ সময় নুর হোসেনের সঞ্চালনায় ও ড. শামসুদ্দিন ফরহাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. সাইফুল ইসলাম সাইফ, অতিরিক্ত পুলিশ সুপার (এপিবিএন) মো. ফখরুল ইসলাম, আইবিবিএলের সোনাগাজী শাখার ম্যানেজার মনসুর আহমদ, বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন মো. ফাইজুল ইসলাম, তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শাখা প্রধান নূরুল ইসলাম মনির ও উত্তর ফাজিলপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. ইমরান'সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
https://thedailycampus.com/cities-and-villages/204593