ছনুয়া বুলেটিন-Chanua Bulletin

  • Home
  • ছনুয়া বুলেটিন-Chanua Bulletin

ছনুয়া বুলেটিন-Chanua Bulletin ছনুয়া বুলেটিন-Chanua Bulletin

অশ্রুসিক্ত নয়নে শিবির কর্মী  মাসুদকে শেষ বিদায়😭বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ...
26/09/2025

অশ্রুসিক্ত নয়নে শিবির কর্মী মাসুদকে শেষ বিদায়😭

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া স্যারের ইমামতিতে মাসুদের জানাজা নামাজ সম্পন্ন হয়।
উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক নিজাম উদ্দিন স্যার,ইউনিয়ন জামায়াতের আমির মাওঃমোঃইমরান ভাই,ইউনিয়ন সেক্রেটারি আমির হোসেন মামুন ভাই,পূর্ব ছিলোনাীয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃনুরুল আবছার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার সেক্রেটারি শফিকুর রহমান ভাইসহ জামায়াত- শিবিরের জনশক্তি ও এলাকাবাসীগন।

আল্লাহ মাসুদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমীন🤲

26/09/2025

এই ধরনের আচরন ফ্যাসিস্টদের আচরন-
রাজনৈনিক নেতাদের আচরন আরো সহনশীল হতে হবে-

এই ধরনের নেতাদের জন্য আজ রাজনৈতিক সম্পৃতি নস্ট হচ্ছে-এরা দেয় ও জাতীর শক্রু-মানবতার শক্রু

এরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে অথচ তার পাশেই চাদাবাজ-

শেষ পর্যন্ত এদের অবস্থা ফ্যাসিস্ট আওয়ামিলীগ এর মতই হবে-

ছনুয়াতে TCB চাউল কম দেয়ার অভিযোগ
26/09/2025

ছনুয়াতে TCB চাউল কম দেয়ার অভিযোগ

ছনুয়া ইউনিয়নে বিএনপির নিজ দলীয় কর্মীর বিরুদ্ধ শালিস বানিজ্য আর দুর্নীতির অভিযোগ এনে সোস্যাল মিডিয়াতে পোস্ট।https://www.f...
26/09/2025

ছনুয়া ইউনিয়নে বিএনপির নিজ দলীয় কর্মীর বিরুদ্ধ শালিস বানিজ্য আর দুর্নীতির অভিযোগ এনে সোস্যাল মিডিয়াতে পোস্ট।

https://www.facebook.com/share/19QgAizzhi/

ছিলো আওয়ামী লীগ। এখন ৫নং ওয়ার্ডের বিএনপি নেতা হয়ে গেছে।ঘঠনাটি কি সত্য?
14/09/2025

ছিলো আওয়ামী লীগ। এখন ৫নং ওয়ার্ডের বিএনপি নেতা হয়ে গেছে।
ঘঠনাটি কি সত্য?

📢 গণসংযোগ : (১ম পর্ব)📍 ০৭ নং ওয়ার্ড (পূর্ব ছিলোনীয়া), ছনুয়া ইউনিয়ন, ফেনী সদর, ফেনী✨ আল্লাহর আইন চাই ✨✨ সৎ লোকের শাসন চাই...
13/09/2025

📢 গণসংযোগ : (১ম পর্ব)
📍 ০৭ নং ওয়ার্ড (পূর্ব ছিলোনীয়া), ছনুয়া ইউনিয়ন, ফেনী সদর, ফেনী

✨ আল্লাহর আইন চাই ✨
✨ সৎ লোকের শাসন চাই ✨

🗳️ ফেনী-২ নং সংসদীয় আসনে
অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া স্যারকে
✅ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন ✅

🤝 গণসংযোগে উপস্থিত ছিলেন :
👉 ছনুয়া ইউনিয়ন আমির জনাব মাওঃ মোঃ ইমরান
👉 ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ

---

#গণসংযোগ #ফেনী২ #দাঁড়িপাল্লা #আল্লাহরআইন #সৎলোকেরশাসন

১০নং ছনুয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক, জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, সন্ত্রাসী ইব্রাহিম ভুইঁয়াকে ঢাকা এয়ারপোর্ট থেকে...
12/09/2025

১০নং ছনুয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক, জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, সন্ত্রাসী ইব্রাহিম ভুইঁয়াকে ঢাকা এয়ারপোর্ট থেকে পালিয়ে যাওয়া সময় গ্রেফতার করা হয়েছে।

আশাকরি দ্রুত সময়ে তাকে আইনি হেফাজতে নিয়ে হত্যার সাথে যুক্ত সকল সন্ত্রাসীর হত্যা নিবে আইনশৃঙ্খলা বাহিনী।

দমদমা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও আদর্শ পাঠাগার এর উদ্বোধন হলো।
29/08/2025

দমদমা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও আদর্শ পাঠাগার এর উদ্বোধন হলো।

18/08/2025

ডাকসুতে শিবিরের প্যানেল! ভিপি-সাদেক কাইয়ুম। জিএস-এস এম ফরহাদ। এজিএস - মহিউদ্দিন খান।

03/08/2025

কাকা নাকি ছাত্রদল😜😜

শিক্ষার মানোন্নয়নে ফেনীতে যাত্রা শুরু রাফা ফাউন্ডেশনেরশিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন, আগামীর প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষ...
12/06/2025

শিক্ষার মানোন্নয়নে ফেনীতে যাত্রা শুরু রাফা ফাউন্ডেশনের
শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন, আগামীর প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা, ভবিষ্যত প্রজন্মকে সরকারি-বেসরকারি উচ্চ পদে চাকরির জন্য প্রস্তুত করা, অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যকে সামনে রেখে ফেনী সদর উপজেলায় অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন রাফা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটেছে।
বুধবার (১১ জুন) সকাল ১০টায় ফেনী সদরের ছনুয়া উচ্চ বিদ্যালয়ে আত্মপ্রকাশ করে ফাউন্ডেশনটি৷
ফাউন্ডেশনটির কার্যকরী কমিটিতে সভাপতি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. শামসুদ্দিন ফরহাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট নুর হোসেন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের এসসিপিএস ডা. সারওয়ার জাহান তুহিন (মনোবিদ্যা) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফির স্নাতকোত্তরের শিক্ষার্থী জহিরুল ইসলাম জনি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. জানে আলম যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এতে কোষাধ্যক্ষ হয়েছেন চার্টার একাউন্টেন্ট আরিফুল ইসলাম সানি এবং
অফিস সেক্রেটারি হয়েছেন আর্কিটেক্ট জাহিদুল ইসলাম।
এ সময় নুর হোসেনের সঞ্চালনায় ও ড. শামসুদ্দিন ফরহাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. সাইফুল ইসলাম সাইফ, অতিরিক্ত পুলিশ সুপার (এপিবিএন) মো. ফখরুল ইসলাম, আইবিবিএলের সোনাগাজী শাখার ম্যানেজার মনসুর আহমদ, বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন মো. ফাইজুল ইসলাম, তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শাখা প্রধান নূরুল ইসলাম মনির ও উত্তর ফাজিলপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. ইমরান'সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

https://thedailycampus.com/cities-and-villages/204593

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ছনুয়া বুলেটিন-Chanua Bulletin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share