07/06/2025
প্রতিভা কখনো দাবিয়ে রাখা যায় না, সময় এলে সে আলোয় নিজেই উদ্ভাসিত হয়, সেটার প্রমাণ রাংগামাটির
উমেহ্লা মারমা 🇧🇩🌼...
মাত্র ১৬ বছর বয়সে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলে ডাক পেয়েছেন পাহাড়ের আর'এক প্রতিভাবান প্রতিময়ী ফুটবলার উমেহ্লা মারমা। মাঠে সুযোগ পেলে তার প্রতিভা দেখার জন্য আমরা উৎফুল্ল।
এদিকে জর্ডান, ইন্দোনেশিয়ার প্রস্তুতির ম্যাচের জন্য আজ বাংলাদেশ নারী ফুটবল দল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন।
বিস্তারিত, বাংলাদেশ জাতীয় মহিলা দলে একসময় মারমা জনগোষ্ঠী থেকে, বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে প্রথম হ্যাট্রিক করা অংম্রাচিং মারমা, সুইনুচিং মারমা, মায়েনু মারমা, নুবাই মারমা, সুনাইপ্রু মারমা রা খেলেছিলেন! এর পর থেকে বাদ পরতে পরতে অবশেষে আনাই, আনুচিং দুইবোনও জাতীয় দলে আর ঠায় পাইনি বিভিন্ন নানান ইস্যু দেখিয়ে খালি হাতে ফিরিয়ে দিয়েছে বাড়ি। পার্বত্য অঞ্চল থেকে জাতীয় দলে ঋতু পর্ণা, রুপনা, মনিকা চাকমা ছাড়া প্রায় মারমাদের নাম মুছিয়ে গিয়েছে লাল সবুজের দল থেকে, তবে আমরা হতাশ হয়নি, সে সুবাদে আরেক আমাদের বনোফুল প্রতিভাবান ফুটবলার যুক্ত হয়েছে জাতীয় দলে নাম উমেহ্লা মারমা।
বয়স কেবল ১৬, এই কম বয়সে সিনিয়রদের সাথে খেলা কিংবা দলে চান্স পাওয়া একটা চ্যালেঞ্জিং এবং জাতীয় দলের ডাক পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। উমেহ্লা মারমা রাঙ্গামাটির কাউখালি উপজেলা দল হয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনুধর্ব-১৭ গোল্ডকাপ টুর্নামেন্ট দিয়ে তা যাত্রা শুরু করেছিলেন। তার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে সমতল থেকে পাহাড়ের সবার পরিচিত বাবু সুইহ্লামং মারমা। তিনি রাংগামাটি কাউখালি উপজেলার একাডেমির প্রতিষ্ঠাতা এবং কোচ হিসেবে দায়িত্বে আছেন। তার হাতে কারিগর অগণিত তরুণ প্রতিভাবান ফুটবলার জাতীয় দলে খেলে গেছেন।
উমেহ্লা, কাউখালী উপজেলা উসাথোয়াই মারমা ও উচিংবাই মারমা এর মেয়ে। এএফসি চ্যাম্পিয়নশিপ -২০২২ এ অনুধর্ব-১৫ বয়সভিত্তিক বাংলাদেশ জাতীয় দলের প্রথম অংশগ্রহণ করে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। পরে ২০২৩ সালে এএফসি কোয়ালিফাইয়িং অনুধর্ব-১৭ বয়সভিত্তিক বাংলাদেশ জাতীয় দলের হয়ে অংশগ্রহণ করে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলা গৌরব অর্জন করে।
বাফুফে জানান, গত চলতি বছরের'ও সাফ অনুধর্ব- ১৯ চ্যাম্পিয়নশিপ-২০২৪ বয়সভিত্তিক বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে