
28/07/2025
"ছোটবেলার আনন্দগুলো ছিল ঠিক বৃষ্টির ফোঁটার মতো—সরল, স্বচ্ছ, কিন্তু ভরা অকৃত্রিম খুশিতে! 🌧️💫 একটা বৃষ্টিতে ভিজে যাওয়াই যেন ছিল জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার... এখনো মনে পড়ে সেই নির্মল হাসি, ভিজে জামা আর মাটির গন্ধে ভরা দুপুর... 💙😊
#সোনালি_শৈশব ✨ #আনন্দ_যে_এত_সহজ 😌 #বৃষ্টি_আর_আড্ডা 💬 #ছোটবেলার_স্মৃতি 🧒 #প্রাকৃতিক_খুশি 🌈