30/06/2025
#দ্বিতীয় হুল #দ্বিতীয় সাঁওতাল বিদ্রোহ #হুল মাহা পালনে বাধা 30 শে জুন 2025 ভগনাডিহি ঝাড়খণ্ডে।।
অমর শহীদ সিধু কানহুর পবিত্র ভূমিতে আদিবাসীদের উপর #আঘাত হেনস্তা অত্যাচার! আজকের দিনটি আদিবাসী জাতির আত্মপরিচয়, আত্মসম্মান ও আত্মত্যাগের স্মারক।এই অধিকার এই মর্যাদা থেকে আদিবাসীদের #দূরে সরিয়ে দেওয়া মানে আরো ঐক্য আরো জোটবদ্ধ আরো দ্বিতীয় হুল দ্বিতীয় সাঁওতাল বিদ্রোহ দ্বিতীয় ভয়ংকর আর্তনাদ।
এই ভগনাডিহি – শহীদ সিধু-কানহু মুর্মুর জন্মভূমি, যে ভূমি ১৮৫৫ সালের হুল বিদ্রোহের সূতিকাগার, সেই পবিত্র ভূমিতেই আজ আদিবাসীদের উপর #লাঠিচার্জ, টিয়ার গ্যাস,গুলি বর্ষন ও পুলিশি দমন পীড়ন – এ এক লজ্জাজনক, অপমানজনক এবং বেদনাদায়ক অধ্যায়!
একরাশ ঘৃণা সহ একটাই আওয়াজ
🔴 শহীদ বংশধরদের অনুষ্ঠান করতে দেওয়া হয়নি!
🔴 ভগনাডিহি চাপপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে!
🔴 পুলিশি বলপ্রয়োগে আদিবাসীদের গলায় চেপে ধরা হয়েছে!
🔴 আদিবাসী নারী-পুরুষ, প্রবীণরা অসম্মানের শিকার হয়েছেন!
আমরা এই #ঘটনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই!
আদিবাসী ঐক্য মতাদর্শ এর জবাব দ্বিতীয় হুল দ্বিতীয় সাঁওতাল বিদ্রোহ
আজকের এই ঘটনার প্রতিবাদে সারা ভারতবর্ষে দ্বিতীয় হুলের আগমন জানান দিল।।।।।
#ভগনাডিহি ゚ #খবর
©Chandan Murmu