Priyo Narayanganj

  • Home
  • Priyo Narayanganj

Priyo Narayanganj Narayanganj news, photo & video

12/02/2025

মানুষ কখন, কেন, কি উদ্দেশ্য মন্তব্য করছে তা বোঝা মুসকিল!

যেমন-
✍️মদ বিক্রেতাকে কেউ জিজ্ঞেস করে না মদে পানি মিশিয়েছে কি না! কিন্তু দুধ বিক্রেতাকে ঠিকই সন্দেহ করে পানি মিশিয়েছে ভেবে।

✍️কেউ সরকারি চাকরি না পেলে ভাবি তার যােগ্যতা নেই। আবার কেউ চাকরি পেয়েছে শুনলে জিজ্ঞেস করি- ঘুষ কত দিতে হয়েছে?

✍️কেউ সাহায্য না করলে নিষ্ঠুর বলি। আবার কেউ আগ বাড়িয়ে সাহায্য করতে এলে সন্দেহ করি - লােকটার মতলব কী!

✍️আপনি কম দামি মােবাইল ব্যবহার করলে লােকে ডাকবে কৃপণ। আর দামী মােবাইল ব্যবহার করলে মুখে ভেংচি কেটে বলবে- ফুটানি কত!

*✍️ দূর এলাকার ছেলেটি গুগলে জব করছে শুনলে প্রশংসা করে বলি ছেলের মেধা আছে; অথচ পাশের ঘরের ছেলেটি গুগলে জব করার প্রস্তুতি নিচ্ছে শুনলেও ভাবি চাপাবাজি।

✍️কারণ আমাদের ধারণা সফল ব্যক্তিরা পাশের গ্রামে জন্মায়, পাশের এলাকায় জন্মায় কিন্তু নিজের ঘরে জন্মায় না। কাছের মানুষ যে ভালাে কিছু করতে পারে তা বিশ্বাস করতেই আমাদের কষ্ট হয়। আমাদের মানসিকতা নেগেটিভ ভাইরাসে ভরপুর যা করােনার সংক্রামক।

✍️বিশ্বাস করুন, পুরা পৃথিবীতে আপনার মত দ্বিতীয় কেউ নেই। আপনি চাইলেই সফল মানুষদের একজন হতে পারেন।

✍️আপনি যা-ই করেন, কিছু লোক পিছু কথা বলবেই!
অতএব, লোকের কথায় কান না দিয়ে, এগিয়ে যান দুর্বার গতিতে।
ইনশাআল্লাহ সফলতা আসবে।

05/12/2024

বিভিন্ন দেশের হিতোপদেশ:

1. "যে তার প্রতিবেশীর ঘর কাঁপিয়ে দেয় তার নিজের ঘরও নড়ে যায়।" (সুইস প্রবাদ)

2. "কোন ব্যক্তি যদি পেট ভরে খায়, তবে সে রুটির স্বাদ নিতে পারে না।" (স্কটিশ প্রবাদ)

3. "আপনি যদি হাসতে না জানেন তবে একটি দোকান খুলবেন না।" (চীনা প্রবাদ)

4. "ভাল চেহারা সবচেয়ে শক্তিশালী সুপারিশ।" (ইংরেজি প্রবাদ)

5. "সওয়াবের আশা না করে ভালো কাজ করা সমুদ্রে সুগন্ধি ঢেলে দেওয়ার মতো।" (পোলিশ প্রবাদ)

6. "একটি জাতির অগ্রগতি জানতে, তার নারীদের দিকে তাকান।" (ফরাসি প্রবাদ)

7. "আমরা প্রায়শই জিনিসগুলিকে ভিন্নভাবে দেখি কারণ আমরা কেবল শিরোনাম পড়ি।" (আমেরিকান প্রবাদ)

8. "অন্যান্য মানুষের ভুল সবসময় আমাদের নিজেদের থেকে পরিষ্কার হয়।" (রাশিয়ান প্রবাদ)

9. "তৃপ্তি সুখের অর্ধেক।" (ইতালীয় প্রবাদ)

10. "প্রত্যেক মানুষ তার নিজের ভাগ্য তৈরি করে।" (ইংরেজি প্রবাদ)

11. "আপনার মনকে জ্ঞান দিয়ে সাজান, আপনার শরীরকে রত্ন দিয়ে নয়।" (চীনা প্রবাদ)

12. "আত্মপ্রেম হল অজ্ঞতার সন্তান।" (স্প্যানিশ প্রবাদ)

13. "প্রেম যা উপহারের উপর নির্ভর করে সবসময় ক্ষুধার্ত।" (ইংরেজি প্রবাদ)

14. "যে মহিলা তার গুণাবলী সম্পর্কে কথা বলে এবং যে তার সততার কথা বলে তার থেকে সাবধান।" (ফরাসি প্রবাদ)

15. "আপনার স্ত্রীকে ভালোবাসুন এবং আপনার মাকে বিশ্বাস করুন।" (আইরিশ প্রবাদ)

16. "আপনার সন্তানকে পাঁচ বছরের জন্য রাজপুত্র, দশ বছরের জন্য একজন ক্রীতদাস এবং তারপরে একজন বন্ধু বানাও।" (হিন্দি প্রবাদ)

17. "মানুষ হওয়া সহজ; মানুষ হওয়া কঠিন।" (রাশিয়ান প্রবাদ)

18. "আমার পরিবার আমাকে কথা বলতে শিখিয়েছে, এবং লোকেরা আমাকে চুপ থাকতে শিখিয়েছে।" (চেকোস্লোভাক প্রবাদ)

19. "যে মানুষকে জ্ঞানের সাথে দেখে সে তাদের ঘৃণা করে; যে তাদের বাস্তবতার সাথে দেখে সে তাদের ক্ষমা করে।" (ইতালীয় প্রবাদ)

20. "ক্রোধ একটি শক্তিশালী বাতাস যা যুক্তির প্রদীপ নিভে যায়।" (আমেরিকান প্রবাদ)

21. "যারা দেয় তাদের দান করার কথা বলা উচিত নয়; যারা পায় তাদের উচিত।" (পর্তুগীজ প্রবাদ)
22. "একটি বড় গাছ বেশি ছায়া দেয় কিন্তু ফল কম দেয়।" (ইতালীয় প্রবাদ)

23. "আপনার উদ্বেগগুলি একটি ছেঁড়া পকেটে রাখুন।" (চীনা প্রবাদ)

©ইমাম মাহমুদ ❤️

সু-খবর! নরায়ণগঞ্জ থে‌কে ঢাকা রু‌টে পুনরায় শুরু হ‌য়ে‌ছে ট্রেন চলাচল। নতুন সূ‌চি অনুযায়ী আট জোড়া ক‌মিউটার ট্রেন আসা-যাওয়া...
01/08/2023

সু-খবর! নরায়ণগঞ্জ থে‌কে ঢাকা রু‌টে পুনরায় শুরু হ‌য়ে‌ছে ট্রেন চলাচল। নতুন সূ‌চি অনুযায়ী আট জোড়া ক‌মিউটার ট্রেন আসা-যাওয়া কর‌বে।

বৈদ্যুতিক বাতির আবিস্কারক বিজ্ঞানী টমাস আলভা এডিসন এর একটি গল্প পড়েছিলাম।'মাদারস লাভ ফর এ বয়' গল্পটির কাহিনি অনেকেই জানে...
24/05/2023

বৈদ্যুতিক বাতির আবিস্কারক বিজ্ঞানী টমাস আলভা এডিসন এর একটি গল্প পড়েছিলাম।
'মাদারস লাভ ফর এ বয়' গল্পটির কাহিনি অনেকেই জানেন। তারপরও আজকে এই ছবিটি দেখে, সেই গল্পের কথা মনে পড়ে গেল।

এডিসন পড়াশোনাতে বেশ দূর্বল ছিলেন। পরীক্ষায় খাতায় তেমন ভালো করতে পারেননি। ফলে তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে স্কুল কর্তৃপক্ষ বলেন, 'চিঠিটা যেনো খোলা না হয়। সোজা মায়ের হাতে দেয়া হয়।

এডিসন মায়ের হাতে চিঠি দিলেন এবং চিঠিতে কি লেখা কৌতুহলবশত মায়ের কাছে জানতে চাইলেন।

তার মা আওয়াজ করে এডিসনকে শুনিয়ে বললেন,‘আপনার পুত্র খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোটো এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন।'

তারপর থেকে তিঁনি মায়ের কাছেই শিক্ষা নেওয়া শুরু করলেন। দীর্ঘ সময় অতিবাহিত হবার পর টমাস আলভা এডিসন হয়ে উঠেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, শিল্পপতি এবং মার্কেটিং জগতে সফল উদ্যোক্তা। কিন্তু তাঁর মা সেসময় বেঁচে ছিলেন না। হঠাৎ একদিন পুরানো কাগজ নাড়তে থাকেন। ভাঁজ করা এক কাগজের দিকে চোখ আটকে যায়। চিঠিটি খুলে দেখেন সেই পুরানো স্কুলের চিঠি। আবেগতারিত হয়ে যান। মনের ক্যানভাসে ভেসে উঠে সেসব দিনের কথা।

সেই চিঠিতে লেখা ছিল- ‘আপনার সন্তান স্থূলবুদ্ধিসম্পন্ন, সে এই স্কুলের উপযুক্ত নয়, আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না’।

তারপর এডিসনের চোখ ভিজে যায়! তাঁর মায়ের কথা ভীষণ মনে হয়। ডাইরীতে লিখে রাখলেন তখন,‘টমাস আলভা এডিসন মানসিক অসুস্থ এক শিশু ছিলেন কিন্তু তার মা তাকে শতাব্দীর সেরা প্রতিভাবান মানুষ হিসেবে গড়ে তুলেছেন।’

এই ছবিটি কে তুলেছেন জানা নেই।

তবে জানা আছে মায়ের ভালোবাসার কথা। এই সন্তানকে গড়তে মায়ের অকৃত্রিম ভালোবাসা আর সংগ্রামের কথা। মায়েরা সন্তানকে এভাবেই গড়ে তোলেন!

একজন সাহসী, সংগ্রামী, মমতাময়ী
সব মায়েরা যেনো এমনি।

স্যালুট মা ❤️
(ফেসবুক থেকে সংগ্রহ?

22/05/2023
08/05/2023

✪ Who - কে, যে,
✪ Often - প্রায়ই ,মাঝে মাঝে
✪ More - আরো , অধিকতর
✪ Which - যেটি , যা
✪ Hence - অত:পর/সুতরাং
✪ Similarly - অনুরূপভাবে, একইভাবে
✪ Therefore - অতএব , সুতরাং
✪ Firstly - প্রথমত
✪ Finally - সর্বষেশ
✪ That - যে ,যা,
✪ Even - এমনকি
✪ At first - প্রথমত
✪ Moreover - তাছাড়া, অধিকন্তু
✪ In order to - উদ্দেশ্যে, জন্যে
✪ Even if - এমনটি যদিও
✪ First of all=প্রথমত
✪ Rather - বরং, চেয়ে
✪ So that - যাতে , যেন
✪ As if - যেন
✪ All though - যাতে
✪ While - যখন ,
✪ Such as - তেমনই
✪ However - যাইহোক
✪ To be honest - সত্যি বলতে
✪ Come what may - যাই ঘটুক না কেন
✪ If you do care - যদি আপনি চান
✪ Next to nothing - না বললেও চলে
✪ As far as it goes - এ ব্যাপারে যতটুকু বলা যায় ।
✪ As far as I’m concerned - আমার জানামতে ।
✪ Why on earth - (বিরক্তি প্রকাশার্থে)- কেন যে?
✪ On the other hand - অন্যদিকে ।
✪ In this connection - এ বিষয়ে ।
✪ Regrettably - দুঃখজনকভাবে ।
✪ To be frank - খোলাখুলি ভাবে বলা যায় ।
✪ Sincerely speaking - সত্যিকার ব্যাপার হলো ।
✪ To sum up - সংক্ষেপে বলতে গেলে
✪ Although - যদিও
✪ Though - যদিও,সত্বেও
✪ Incidentally - ঘটনাক্রমে
✪ Then - তারপর ,তখন
✪ Than - চেয়ে ,থেকে
✪ For a while - কিছুক্ষণের জন্য
✪ Suddenly - হঠাৎ
✪ Unless - যদিও না
✪ Above all - সর্বপরি
✪ Usually - সাধারনত
✪ As well as - সাথে , এটাও….ওটাও
✪ For example - ঊদাহরনস্বরূপ
✪ Yet - তথাপি , তবুও
✪ Actually - প্রকৃতপক্ষে
✪ But also - এমনি , এটিও
✪ Not only....but also - শুধু এটিই নয় ... ওটিও
✪ Where as - পক্ষান্তরে
✪ After that - তারপর
✪ Instead of - পরিবর্তে
✪ In addition - অধিকন্তু , মোটের উপর
✪ Thus - এইভাবে
✪ Unfortunately - দূর্ভাগ্যবশত
✪ Infact - প্রকৃতপক্ষে
✪ In this connection - এই ক্ষেত্রে ,এই বষয়ে
✪ Furthermore - আরো
✪ Once - একদা
✪ Gradually - ধিরে ধিরে
✪ Since - কারন, যেহেতু
✪ Sometimes - মাঝে মাঝে
✪ Above all - সর্বপরি
✪ As a result - ফলে
✪ On the other hand - পক্ষান্তরে, অপরপক্ষে
✪ In that - কারন
✪ Still - তথপি ,তারপরও
✪ Either - দুয়ের যে কোন একটি
✪ Neither - দুয়ের কোনটি নয়
✪ Nevertheless - তথাপি ,তবুও ,তারপরও
✪ Till - পর্যন্ত
✪ As long as - যতক্ষন পর্যন্ত
✪ Until - যতক্ষন পর্যন্ত না
✪ As though - যেন , যেন মনে হয়
✪ Even though - এমন যদিও হয়ও
✪ So ...that - এতই যে...তে পারে না
✪ Such as - মতো ,ঠিক সেই রকম
✪ No sooner - হতে না হতেই
✪ Lest - পাছে ভয় হয়
✪ Whether - কি ...না , যদি
✪ Only - ব্যতীত যে ,ছাড়া ,শুধু
✪ Sooner or later - আজ না হোক কাল
✪ No more buts - আর কোন কিন্তু নয়
✪ On the occasion of - উপলক্ষ্যে
✪ From a reliable source - বিশ্বস্ত সূত্রে
✪ Due to - কারণে
✪ Without hesitation - বিনা দি¦ধায়
✪ First of all - প্রথমেই
✪ Surprisingly - আশ্চর্যজনকভাবে
✪ Strangely enough - আশ্চর্যের ব্যাপার হলো
✪ Truly speaking - সত্য বলতে কি !

শিশুটিকে পাওয়া গেছে মোস্তাকিম (৭),পিতা - নুরুল হক, মাতা- অজ্ঞাত, ভাইয়ের নাম মুন্না, ঠিকানা বলতে পারে না। ছেলেটিকে নারায়...
06/04/2023

শিশুটিকে পাওয়া গেছে

মোস্তাকিম (৭),পিতা - নুরুল হক, মাতা- অজ্ঞাত, ভাইয়ের নাম মুন্না, ঠিকানা বলতে পারে না। ছেলেটিকে নারায়ণগ‌ঞ্জের সাইনবোর্ড এলাকায় পাওয়া গেছে। যদি কোন ব্যক্তি ছেলেটিকে চিনতে পারেন তাহলে সিদ্ধিরগঞ্জ থানায় যোগাযোগ করেন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Narayanganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share