29/03/2025
দক্ষিণ দিনাজপুর ভ্রমণ: বল্লা কালীবাড়ি, বালুরঘাট মিউজিয়াম ও রেল স্টেশন | দিন ৩ | উত্তরবঙ্গের ভ্রমণ
উত্তরবঙ্গের তিন দিনের ভ্রমণের শেষ দিনে আমরা দক্ষিণ দিনাজপুরের ঐতিহাসিক বল্লা কালীবাড়ি মন্দির পরিদর্শন করি। মন্দিরটির বর্তমান অবস্থা এবং এর ঐতিহাসিক গুরুত্ব এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। এরপর যাত্রা করি বালুরঘাটের উদ্দেশ্যে এবং ঘুরে দেখি বালুরঘাট মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে ভিডিও করার অনুমতি না থাকায়, আমরা যা দেখেছি তা ক্যামেরার সামনে বর্ণনা করেছি। দিন শেষে বালুরঘাট রেল স্টেশন পরিদর্শন করে, ট্রেনে করে বাড়ি ফিরে আসি। এই ভিডিওটি দেখুন আমাদের তিন দিনের উত্তেজনাপূর্ণ ভ্রমণের সমাপ্তি!
#উত্তরবঙ্গ #ভ্রমণ #বাংলা #মন্দির