
14/07/2025
Case Study 01 - Figma To WordPress Website using Elementor
আলহামদুলিল্লাহ সম্প্রতি আমি একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট সফলভাবে শেষ করলাম— ক্লায়েন্ট এর জন্য,
ক্লাইন্টের প্রোজেক্টের মূলত Figma ডিজাইনকে একটি Functional WordPress Website এর রূপান্তর করা। ক্লায়েন্ট চেয়েছিলেন 100% Pixel Perfect ডিজাইন আর ফাস্ট লোডিং, যা নোকোড বিল্ডার অর্থাৎ Elementor Page builder দিয়ে ডেভেলপ করতে হবে।
✅ Challenges:
Figma ডিজাইনের সব কম্পোনেন্ট ঠিকঠাক WordPress এ কনভার্ট করা।
Responsive মোবাইল-ট্যাবলেট ভিউ রাখা।
Customized ফর্ম ইন্টিগ্রেশন যা ক্লায়েন্টের CRM সিস্টেমের সাথে মেলানো।
✅ Solution:
All Page Pixel-perfect Conversion
Fully Responsive on All Devices
SEO Friendly with Proper Heading
Setup Elementor Global font and color
ফর্মের জন্য কাস্টম API ইন্টিগ্রেশন করেছি যাতে ডাটা ক্লায়েন্টের CRM এ যায়।
🚀 Result:
সাইটটি লঞ্চের পর ক্লায়েন্টের মার্কেটিং দল খুব খুশি হয়েছে।
লোডিং টাইম ছিল ২.৫ সেকেন্ডের কম।
আপনিও পারবেন!
👉 দরকার শুধু শেখার ইচ্ছা, সঠিক গাইডলাইন আর প্র্যাকটিস।
আমি এখন NoCode Learners Community তে ফ্রি টিপস আর গাইডলাইন শেয়ার করি—আপনিও চাইলে আমাদের কমিউনিটিতে যুক্ত হতে পারেন।
👇 আমাদের গ্রুপে এখনই জয়েন হোন:
✅ Facebook Group: https://cutt.ly/groups_nocodelearners