Mystery Girl

Mystery Girl Trendy Now Facebook

ভাতের মাড় ফেলবেন কিন্তু লুছনী খুঁজে পাচ্ছেন না, গোসলে যাবেন গামছা খুঁজে পাচ্ছেন না সাথে সাথে আল্লাহকে বলবেন যে, আল্লাহ খ...
05/11/2025

ভাতের মাড় ফেলবেন কিন্তু লুছনী খুঁজে পাচ্ছেন না, গোসলে যাবেন গামছা খুঁজে পাচ্ছেন না সাথে সাথে আল্লাহকে বলবেন যে, আল্লাহ খুঁজে পাচ্ছিনা পাইয়ে দাও। যদিও এগুলো জিনিস হাতের কাছেই থাকে একটু খুঁজলেই পাওয়া যায় তবুও আগে আল্লাহকে বলবেন।

আমার ছেলে ঘুমের মধ্যে পুরো বিছানা গড়াগড়ি করে, খাটের মাথায় গিয়ে বাড়ি খায় নয়তো নিচে পড়ে যায় এইজন্য দুই পাশে কোল বালিশ দিয়ে রাখি। রাতে ঘুমের মধ্যে হঠাৎ হাত দিয়ে দেখি এক পাশে বালিশ নাই। ঘুমের মধ্যেই উঠে বিছানার চারপাশে খুঁজলাম পেলাম না পরে বিরক্ত হয়ে শুয়ে পড়লাম। তখনই মনে খেয়াল আসলো, আল্লাহ তো জুতার ফিতাও চাইতে বলছেন আচ্ছা আল্লাহকেই বলি। বলে আবার খুঁজা শুরু করলাম। আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম অথচ সেই একই জায়গায় মাত্রই দেখেছি কিন্তু পাইনি।

বড় বড় বিপদ ছাড়া আল্লাহকে বলার অভ্যাস নাই আমাদের কিন্তু বলা উচিত তাহলে জীবন সহজ হয়ে যায়। কারণ লুছনী বলেন বা গামছা প্রত্যেকটা জিনিসের মালিক আল্লাহ। এই ছোট্ট জিনিসটাও আল্লাহর ইচ্ছে ছাড়া ফিরে পাওয়া সম্ভব না। যতই নাগালে থাকুক, চোখের সামনে থাকুক। তাই খুঁজবেন কিন্তু আল্লাহকে বলে নিবেন।

একটা আইসক্রিম খেতে চাইলেও হাজব্যান্ড বা বাবাকে বলার আগে আল্লাহকে বলবেন। এই ছোট্ট জিনিসটা কিনে দিতে কোনো বাবা বা হাজব্যান্ডই না করবেন না। কিন্তু এমন হতে পারে যে, তাদের আনার কথা মনে থাকলোনা কিংবা আনার পথে হারিয়ে গেলো বা কোনোভাবে নষ্ট হয়ে গেলো। কিন্তু আল্লাহ ইচ্ছে করলে যেভাবেই হোক আপনার হাতে পৌঁছে যাবে।

সবচেয়ে বড় ফায়দা হলো, এই ধরনের ছোট ছোট বিষয়ে বলার অভ্যাস থাকলে আল্লাহর সাথে স্ট্রং একটা কানেকশন তৈরি হয়ে যায় তখন বড় বড় বিপদে মাথা ঠান্ডা থাকে। নয়তো আমরা প্যানিক করে ফেলি, হসপিটালে দৌড়াই টাকা ঢালতে থাকি, এর কাছে বলি ওর কাছে দৌড়াই, এই সেক্টরে পরিচিত উচ্চপদস্থ কে আছে খুঁজতে থাকি। সবশেষে যখন কোন কাজ হয়না তখন আল্লাহকে বলি অথচ শুরুতেই আল্লাহকে বললে আল্লাহ বিষয়টা সবচেয়ে সুন্দরতম উপায়ে সহজ করে দিতেন।

The smallest hands hold the biggest piece of hearts.♥️🥹🥹
23/10/2025

The smallest hands hold the biggest piece of hearts.♥️🥹🥹

সম্পর্কে জরানো উচিত একজন প্রাপ্ত বয়স্ক ম্যাচিউর ছেলে/মেয়ের সাথে।যে ভবিষ্যত নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে...
21/10/2025

সম্পর্কে জরানো উচিত একজন প্রাপ্ত বয়স্ক ম্যাচিউর ছেলে/মেয়ের সাথে।
যে ভবিষ্যত নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই বুঝে নিতে পারবে, ফিনান্সিয়াল ক্রাইসিস বুঝবে। যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে।
শুধু "আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো" তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয়।
পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে; মন দিয়ে মনের কথা বলার আর শুনবার মানুষ একজনও থাকে না!

হযরত আলী রাঃ বলেছেন..!!👇কারো মনে ভালোবাসা জন্ম দিয়ে তাকে ছেড়ে দেওয়া মানে তাকে হত্যা করার সমতুল্য..!! ❤️‍🩹☘️
18/10/2025

হযরত আলী রাঃ বলেছেন..!!👇

কারো মনে ভালোবাসা জন্ম দিয়ে তাকে ছেড়ে দেওয়া মানে তাকে হত্যা করার সমতুল্য..!! ❤️‍🩹☘️

আপনি যাকে তাকে ফুল দিতে পারবেন না, নচিকেতার “নীলাঞ্জনা” গানটা কিন্তু সবাইকে উৎসর্গ করা যায় না, শরৎচন্দ্রের উপন্যাস বিশেষ...
15/10/2025

আপনি যাকে তাকে ফুল দিতে পারবেন না, নচিকেতার “নীলাঞ্জনা” গানটা কিন্তু সবাইকে উৎসর্গ করা যায় না, শরৎচন্দ্রের উপন্যাস বিশেষ কাউকে ছাড়া একদমই উপহার দেওয়া উচিত না, কিংবা মহীনের ঘোড়াগুলির “হায় ভালোবাসি” যে কাউকে পাঠাতে গিয়ে আপনি দ্বিধাগ্রস্ত হবেনই।

খুব কাছের কেউ না হলে একটা জোৎস্নাময় রাতের ছবি অবিলম্বে শেয়ার করা যায় না, তিরতির করে কাঁপা ঠোঁট দুটো নিয়ে অপলক তাকিয়ে থাকা যায়না যার তার অবহেলার দিকে। খুব নিজের না হলে কাউকে হুটহাট জড়িয়ে ধরা যাবেনা, বিশেষ কেউ নজর না দিলে সময় নিয়ে কাঁজল আঁকা যায়না নিয়মিত।

কিছু কিছু পার্টিকুলার মানুষ থাকে আমাদের জীবনে যার জন্য আমরা সহজ হই, ছন্নছাড়া হই, প্লাবিত হই,, কচুপাতায় অহেতুক পড়ে থাকা শিশির কণার মতো ছড়িয়ে থাকি এদিক-ওদিক।

আর কোনোভাবে তারা হারিয়ে গেলে আমরা আর কখনই আগের মতো থাকতে পারি না, আগের মতো দুঃখ পাই না, নির্দ্ধিধায় কাঁদতে পারি না, ভয় পাই না,মিশে যেতে পারি না সহসা।

💞 WHEN YOU LOVE A STRONG WOMAN 💞She’s not easy to love—because she’s learned the hard way what it costs to trust. Her he...
11/10/2025

💞 WHEN YOU LOVE A STRONG WOMAN 💞

She’s not easy to love—because she’s learned the hard way what it costs to trust. Her heart has scars that tell stories, and her silence sometimes hides the storms she’s endured.

She’s not impressed by smooth words or shallow promises. She listens to consistency, to truth shown in action, to effort that doesn’t fade when things get difficult.

Her walls are not there to keep you out—they’re built to see who’s willing to climb. And when you do, you’ll find a woman whose love is deep, loyal, and unshakable.

She’ll challenge you, she’ll question you, and she’ll need reassurance on days when her mind runs wild with doubts. But she’ll also hold you like you’re home, love you with fire, and believe in you even when you can’t believe in yourself.

Because once she knows your heart is real—she’ll give you a kind of love that makes life feel safe, passionate, and whole.

❤️ Love her gently. Love her patiently. And you’ll never need to search for love again. ❤️

❤️You are my Life❤️

মেয়েটাকে ইগ্নোর করছো ? করতে থাকো , মেয়েটি তোমার সময় চাইছে তুমি দিতে পারছো না ?না দেও ।কি ভাবছো মেয়েটা তোমাকে ছাড়া ভীষণ ...
04/10/2025

মেয়েটাকে ইগ্নোর করছো ? করতে থাকো , মেয়েটি তোমার সময় চাইছে তুমি দিতে পারছো না ?না দেও ।

কি ভাবছো মেয়েটা তোমাকে ছাড়া ভীষণ সাফার করছে ? হুম করছে তো । কিন্তু সে তোমাকে মিস করতে করতে একটা জিনিস শিখছে ।তুমি তাকে শিখাচ্ছো ।কি করে তোমাকে ছাড়া জীবনটাকে এডজাষ্ট করা যায় ।যে অভ্যাস তুমি তাকে করিয়েছিলে তোমাকে ছাড়া না থাকার । সে অভ্যাসটা তুমি তাকে কি করে ভুলাতে হয় শিখিয়ে দিচ্ছো ।

ব্রো মেয়েরা চায়ের কাপের মত , একমাত্র টগবগে গরম পানিতে তার রং সে চিনতে পারে ।তুমি তাকে যতটা কষ্ট দিবে ততটা কষ্টে সে নিজেকে পরিবর্তন করে রূপান্তর করে নিবে মনে রেখো ।

নারী যত্নের পাগল! যেখানে যত্ন পাবে,সেখানে থেকে যাবে 🙂❤️
04/10/2025

নারী যত্নের পাগল! যেখানে যত্ন পাবে,সেখানে থেকে যাবে 🙂❤️

🖤 🤍
13/09/2025

🖤 🤍

কিছু মানুষ থাকে যারা যেন মেডিসিন নয়, পুরো একটা জীবন বাঁচানোর মতো অনুভূতি!আমাদের জীবনের প্রতিটি দিন সমান যায় না। কখনো ক...
09/06/2025

কিছু মানুষ থাকে যারা যেন মেডিসিন নয়, পুরো একটা জীবন বাঁচানোর মতো অনুভূতি!

আমাদের জীবনের প্রতিটি দিন সমান যায় না। কখনো ক্লান্তি, কখনো মানসিক চাপ, কখনো শরীরের অসুস্থতা—সব মিলে যেন জীবনটা ধীরে ধীরে ভারী হয়ে যায়। চারপাশে মানুষ থাকে, শব্দ থাকে, আলো থাকে, কিন্তু তবুও মনে হয় সবকিছু নিস্তব্ধ। ঠিক এমন সময়েই কিছু মানুষ আসে আমাদের জীবনে, যারা কোন ডাক্তার নয়, কোন ঔষুধ নয়—তবুও যেন একধরনের জাদু ছুঁয়ে দিয়ে যায়।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mystery Girl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share