11/05/2025
How to use css in web page | কিভাবে CSS ব্যবহার করবেন ওয়েব পেজে | Learn CSS3 Bangla | সহজে CSS শিখুন
আমার CSS টিউটোরিয়াল সিরিজের ৪র্থ পর্বে, আমি CSS কিভাবে ব্যবহার করবেন ওয়েব পেজে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি ডেভলপমেন্ট জগতে নতুন হয়ে থাকেন এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য।
এই পর্বের মাধ্যমে জনাতে পারবেন উক্ত ইনলাইন CSS, অভ্যন্তরীণ CSS (Internal CSS) এবং বাহ্যিক CSS (External CSS), যার সাহায্যে আপনি আপনার দক্ষতা কয়েকগুন বাড়াতে পারবেন। CSS এর প্রয়োজনীয় এবং উন্নত কৌশলগুলি রপ্ত করার জন্য আমার ভিডিওগুলি তে চোখ রাখুন জন্য আমার সাথে থাকুন!
আলোচনার গুরুত্বপূর্ণ তথ্য,
ইনলাইন CSS:
— HTML ট্যাগের মধ্যে সরাসরি স্টাইল যোগ করা হয়।
— শুধুমাত্র একটি নির্দিষ্ট ট্যাগের জন্য প্রযোজ্য।
অভ্যন্তরীণ CSS (Internal CSS):
— HTML ফাইলের head ট্যাগের মধ্যে style ট্যাগ ব্যবহার করে CSS লেখা হয়।
— একই HTML ফাইলের সমস্ত ট্যাগের জন্য প্রযোজ্য।
বাহ্যিক CSS (External CSS):
— একটি আলাদা .css ফাইলে CSS লেখা হয়।
— link ট্যাগের মাধ্যমে HTML ফাইলের সাথে যুক্ত করা হয়।
— একাধিক HTML ফাইলের জন্য একই স্টাইল ব্যবহার করা যায়।
বিস্তারিত বুঝতে ভিডিও দেখুন। ভালো লাগলে Like, Comments, Subscribe এবং Share করুন।
ট্যাগসমূহঃ
নতুন আরো টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল
এছাড়া আমার ফেসবুজ পেজটি লাইক, ফলো করে রাখতে পারেন
facebook.com/hiakrroy
অন্যদিকে আপনি যদি চাকুরী প্রত্যাশি হন তাহলে ভিজিট করুন, https://circularbd.net
How to use css in web page | কিভাবে CSS ব্যবহার করবেন ওয়েব পেজে | Learn CSS3 Bangla | সহজে CSS শিখুনআমার CSS টিউটোরিয়াল সিরিজের ৪র্থ পর্বে, আমি CSS কিভা....