
31/08/2024
আমি আমার পরিবার ,মা,বাবা,ভাই,বোন আমার কাছের আত্মীয় স্বজন এবং এলাকার লোকজন সবাই জানে আমি কে আর আমি কেমন ছেলে । আমি কি তাদের কথায় চলি অথবা তারা কি আমাকে চাইবে আমার খারাপ হোক এমন কিছু। আর আমি কি এতটা পাগল এবং বোকা নিজের ভালো মন্দ বুঝি না , ভগবান আর কিছু বলার নাই আমার , ঈশ্বর যা কিছু করবে আমার এবং সবার ভালোর জন্যই করবে। 🙏🙏।